ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই : সেনাপ্রধান

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ১২:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ১২:৩৬:৫৩ পূর্বাহ্ন
সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই : সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেইরাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনীগতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন সেনাপ্রধানএ সময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছেআইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে
সেনাপ্রধান বলেন, দেশের ২০ জেলায় ৩০টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছেএগুলোর একটিও কাম্য নয়অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে
গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, পুলিশ ট্রমার মধ্যে রয়েছেট্রমা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবেআওয়ামী লীগসহ ক্ষমতায় থাকা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সেনাবাহিনী আশ্রয় দিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, জীবন বিপন্ন হতে পারে, ধর্ম-বর্ণ নির্বিশেষে, এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছেতাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, সেক্ষেত্রে বিচারের আওতায় যাবে, শাস্তি হবেঅবশ্যই আমরা চাইব না তাদের সাথে বিচারবহির্ভূত হামলা বা কোনো কিছু ঘটুকযে মতেরই হোক, যে দলেরই হোক-জীবনের ওপর হুমকি থাকায় আমরা আশ্রয় দিয়েছিগতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে সংবাদকর্মীদের কাছে এসব কথা বলেন তিনি
সেনাবাহিনী প্রধান বলেন, বহির্বিশ্বের কোনো চাপ নেইরাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবেজেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, অনেকগুলো অস্ত্র উদ্ধার হয়েছেঅস্ত্র উদ্ধার চলমানঅস্ত্র উদ্ধার করা জরুরিওতিনি আরও বলেন, পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছেপুলিশ কিছু ট্রমার মধ্যে আছেট্রমা কাটিয়ে উঠতে পারলে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেপুলিশ অনেক থানায় কাজ শুরু করেছেআমরা পুলিশকে সহায়তা করছিপুলিশ সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে, তখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবেপরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সেনানিবাসে ফেরত যাব
রাজশাহী বিভাগের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন, ‘সংখ্যালঘু ইস্যুতে রাজশাহী বিভাগে সেরকম ঘটনা ঘটেনিএটা অত্যন্ত ভালো দিকসুন্দর পরিবেশ বজায় আছেসবাই মিলে কাজ করলে ভালো পরিবেশ থাকবেএর আগে তিনি রাজশাহী বিভাগের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেনসেখানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর
গণভবন থেকে লুট হওয়া টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী : ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট (সোমবার) শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর দেশত্যাগ করেনএরপরই বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালায়ওইদিন হাজার হাজার মানুষ গণভবন থেকে নগদ টাকা, আসবাবপত্র, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যায়গণভবন থেকে লুট হওয়া মালামালের মধ্যে একটি সিন্দুক নিয়ে যান মোহাম্মদপুরে রায়ের বাজার এলাকার কয়েকজনসিন্দুকটিতে ১৬ লাখ টাকা ছিলএই টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে খবর চলে যায় সেনাবাহিনীর কাছেপরে সেনাবাহিনী ও র‌্যাবের একটি টিম গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করেগত সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়পরে তাদের নিয়ে যাওয়া হয় বসিলার এসপিবিএনে সেনা ক্যাম্পে
নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, গণভবন থেকে একটি সিন্দুক এনেছিলেন ৫ থেকে ৬ জন ব্যক্তিএরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যানবাকি টাকা একজনের কাছে থেকে যায়এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয়পরবর্তী সময়ে গত সোমবার  রায়েরবাজারের একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি সেনাবাহিনীকে জানায় তার বাসার পাশে একটি ব্যাগে টাকা পাওয়া গেছেপরে সেনাবাহিনী গিয়ে টাকাগুলো উদ্ধার করেস্থানীয় কয়েকজনের উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয় সেনাবাহিনীর টহল টিমমোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করিবাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে, এই ঘটনায় কেউ আটক নেই
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ