ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২ লাগাতার বৃষ্টিতে ৩শ’ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত জনজীবনে দুর্ভোগ পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন বিএসএফ’র ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাস্তার কাজ শেষ না করেই বিল পাস গাজীপুরে বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে- রিজভী বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ

বিয়ের একমাস না কাটতেই আইনি জটিলতায় সোহিনী

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৪ ০৯:২৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৪ ০৯:২৩:২৮ অপরাহ্ন
বিয়ের একমাস না কাটতেই আইনি জটিলতায় সোহিনী
বিনোদন ডেস্ক
টালিউড তারকা সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় একবছর চুটিয়ে প্রেমের পর গত ১৫ জুলাই গাঁটছড়া বেঁধেছেনএদিকে বিয়ের একমাস না কাটতেই আইনি জটিলতায় জড়ালেন সোহিনী সরকারআনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সোহিনী-শোভনের বিয়ের পর তাদের শুভেচ্ছা জানাতে গিয়ে তুমুল বির্তকের মুখে পড়েন সোহিনীর প্রক্তন রণজয় বিষ্ণুঅভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা অভিযোগ করে একটি পোস্ট করেছিলেন, রণজয় নাকি তার প্রাক্তন প্রেমিকাদের এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেনআর সে অভিযোগের জেরে তাকে সোহিনী আইনি নোটিশ পাঠিয়েছেনএতে নাম জড়িয়েছে রণজয়ের আরেক প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহঠাকুরতারওজানা যায়, সোহিনী সরকার নাকি আগে রণজয়কে নোটিশ পাঠিয়েছেনতারপর সায়ন্তনীও একই কাজ করেনযদিও এই বিষয়ে তারা কেউই মুখ খোলেননিঅভিনেতারও উত্তর একতিনিও কিছু জানাতে চাননিতার নামে সায়ন্তনী একগুচ্ছ অভিযোগ আনার পরেই রণজয় বলেন, বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহতআমরা পরিবার হিসেবে প্রস্তুত ছিলাম না এরকম অনভিপ্রেত কিছু ঘটনার জন্যযে ঘটনাগুলোতে আমার ও আমার পরিবারের মানসিক শান্তি বিঘ্নিতআমার কর্মজীবন ক্ষতিগ্রস্তযে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা ও বক্তব্য পাব্লিক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারনা করে বর্তমান সময়ে গুরুত্ব পাওয়ার করুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি পূর্ণ সমবেদনা রইলরণজয় আরও বলেন, আমি জানি স্যোশাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর সম্ভব নয়, কারণ আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো ক্রিমিনাল অফেন্স এবং কথাগুলো যদি সত্যি হয় আমি ক্রাইমের সাথে যুক্ততাই এইসব মিথ্যা কথার উত্তর আমি আইনি পথেই দেব এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইন দেবেআমি এবং আমার পরিবারের মর্যাদা যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ আর ক্ষুদ্র প্রচারের লোভে ক্ষুণ্ণ করলেন তাদের মানসিক সুস্থতা কামনা করিযদিও রণজয় বলেছিলেন যে তিনি দুই প্রাক্তনকে আইনি নোটিশ পাঠাবেন কিন্তু জানা যাচ্ছে এক সপ্তাহ আগে সোহিনী ও সায়ন্তনীর পাঠানো আইনি নোটিশ পেয়েছেন রণজয়তারপর থেকে দুই পক্ষের আইনজীবী বিষয়টি দেখছেনযদিও এই বিষয়ে একেবারেই কিছু বলতে চাননি তিনজনের কেউইএক সময় সোহিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রণজয় বিঞ্চুসেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে সম্প্রতি গায়ক শোভন গাঙ্গুলিকে বিয়ে করেন সোহিনী

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য