
ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আহত


ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
ভাণ্ডারিয়ায় ওভার ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
গত বুধবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত পুলিশ সদস্য মো. বশির হাওলাদার বেতাগী পৌরসভার মৃত আ. সত্তার হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুরের ইন্দুরকানী থানায় কর্মরত রয়েছেন। আহত বশির হাওলাদার জানান, ছারছীনা দরবার শরীফে মাহফিলের ডিউটি শেষে ইন্দুরকানী থানায় ফেরার পথে ভাণ্ডারিয়ায় ওভার ব্রিজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী হানিফ পরিবহন ঢাকা মেন্ট্রো-ব-১৪-৩৯৭৩ গাড়িটি মোটরসাইকেল ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল আফিসার ডা. শিব্বির আহমেদ জানান, তার ডান পয়ের হাঁটুর নিচ থেকে টিবিয়া ও ফিবুলা নামক দুটো হাড় ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ