ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল-গয়েশ্বর ডেঙ্গু রোগী বেড়েছে সাড়ে ৬ গুণ, মৃত্যু বেড়েছে ৪ গুণ আরও ৩ জনের করোনা শনাক্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৭ ইনুর ভয়েস রেকর্ড, ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার মাধ্যমিক স্তরে ‘ঝরে পড়া’র প্রবণতা বাড়ার ইঙ্গিত এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু করবেন যেভাবে পরিবহন খাতে চাঁদাবাজি আগের মতোই চলছে প্রত্যাখ্যান হেফাজতের প্রতিহতের ঘোষণা অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা-ইউএনএইচসিআর মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা অনিশ্চত ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

পর্দা নামলো প্যারিস অলিম্পিকের শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১০:০৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১০:০৩:৪৯ অপরাহ্ন
পর্দা নামলো প্যারিস অলিম্পিকের শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রের
স্পোর্টস ডেস্ক
দীর্ঘ লড়াই শেষে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। এবারও পদক জয়ের তালিকায় শীর্ষে থেকে আসর শেষ করেছে যুক্তরাষ্ট্র। আগের তিন আসরেও পদক জয়ের লড়াইয়ে রাজত্ব করেছে তারা। নিয়ে টানা চারটি অলিম্পিক সবার ওপরে থেকে শেষ করল অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী দেশটি। যুক্তরাষ্ট্রের পরেই সোনা জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন। যদিও চীন যুক্তরাষ্ট্র, দুই দলই সোনা জিতেছে সমান ৪০টি করে। তবে রুপা ব্রোঞ্জ জয়ে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান চীনের। আসরে ৪০ সোনা, ৪৪ রুপা ৪২ ব্রোঞ্জসহ মোট ১২৬টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। চীন জিতেছে ৪০টি সোনা, ২৭টি রুপা, ২৪টি ব্রোঞ্জসহ ৯১টি পদক। এশিয়ার দেশগুলোর মধ্যে এবারও নিজেদের রাজিত্ব ধরে রেখেছে জাপান। তারা ২০টি সোনা জিতে দখল করেছে তৃতীয় স্থান। এছাড়াও ১২টি রুপা, ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক জিতেছে দেশটি। আগের অলিম্পিকের পদক তালিকার পুনরাবৃতি হলো প্যারিসেও। টোকিও অলিম্পিকেও শীর্ষে ছিল এই তিন দেশ। টোকিও অলিম্পিকে ৩৯টি সোনা জিতে প্রথম হয়েছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় হওয়া চীন পেয়েছিল ৩৮টি সোনা, স্বাগতিক জাপান তৃতীয় হয়েছিল নিজেদের রেকর্ড ২৭টি সোনা জিতে। শীর্ষ দল যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১৪টি সোনা জিতেছে অ্যাথলেটিকসে। চীন সর্বোচ্চ ৮টি সোনা জিতেছে ডাইভিংয়ে। তৃতীয় হওয়া জাপানিরা সর্বোচ্চ ৮টি সোনা জিতেছে কুস্তিতে। প্যারিসে পদক জিতেছে মোট ৮৯টি দেশ। এর বাইরে রিফিউজি দল দেশের পরিচয় ছাড়া অ্যাথলেটরাও জিতেছেন পদক। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে এবারই প্রথম ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছে পাকিস্তান। জ্যাভেলিন থ্রোতে টোকিওর সোনাজয়ী ভারতীয় নিরজ চোপরাকে পেছনে ফেলে রেকর্ড গড়ে সোনা জিতেছেনআরশাদ নাদিম। অলিম্পিকের এবারের আসরে ৩২টি খেলায় ৩২৯টি ইভেন্টে অংশ নিয়েছেন প্রতিযোগীরা। পদক জয়ের লড়াইয়ে অংশ নিয়েছেন ২০৬ দেশের ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য