ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয়-আইএসপিআর সারাদেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে-সালাহউদ্দিন আহমদ পোরশায় ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা কাউন্সিল গঠিত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কথাই বলছেন পদক্ষেপ নিতে ব্যর্থ : বিএনপি আবার গোপালগঞ্জ যাবো, জেলার মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো -নাহিদ গোপালগঞ্জে সংঘর্ষে প্রাণহানির ঘটনা তদন্তের দাবি আসকের গোপালগঞ্জে নিহত চার জনের দাফন ও সৎকার সম্পন্ন এসএসসিতে অকৃতকার্যদের মার্চ টু সচিবালয় কর্মসূচিতে পুলিশের বাধা ড্রিমলাইনার রক্ষণাবেক্ষণে বাড়তি নজর দিচ্ছে বাংলাদেশ বিমান উদীচী সভাপতি বদিউর রহমান না ফেরার দেশে দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি ২১ আগস্টের মামলায় তারেক ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ২৪ জুলাই সমাগমে দুর্ভোগের আশঙ্কায় আগাম দুঃখ প্রকাশ জামায়াতের ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়-পররাষ্ট্র মন্ত্রণালয় রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল গোপালগঞ্জে সংঘর্ষ পূর্বপরিকল্পিত রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২
‘ছাত্র আন্দোলন চলাকালে পরিবহন ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছিল না। ফলে পরিবহন খরচ বেড়েছে। এখন সেটা স্বাভাবিক হওয়ার কথা’

এখনো চড়া চালের বাজার নিম্নবিত্তের নাভিশ্বাস

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ০৯:৪৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ০৯:৪৯:২৪ অপরাহ্ন
এখনো চড়া চালের বাজার নিম্নবিত্তের নাভিশ্বাস
শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছেএরইমধ্যে অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পণ্য সরবরাহ ব্যবস্থাকিছু নিত্যপণ্যের দাম কমতেও শুরু করেছেতবে চালের বাজারে অস্বস্তি রয়েই গেছেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চালের দাম কেজিপ্রতি যেভাবে ২-৪ টাকা বাড়ানো হয়েছিল, এখনো সে অবস্থা রয়ে গেছেবলা হচ্ছে, সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলীয় অনেক নেতার চালকল বন্ধ থাকায় বাজারে সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছেএ কারণে চালের দাম এখনো কমছে নাএদিকে, দুদিন ধরে বাজারে সবজি, ডিম ও মুরগিসহ বেশ কয়েকটি ভোগ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমতে দেখা গেছেতবে চালের দাম না কমায় নিম্নবিত্তের নাভিশ্বাস রয়েই গেছেজানতে চাইলে খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন বলেন, ছাত্র আন্দোলন চলাকালে পরিবহন ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছিল নাফলে পরিবহন খরচ বেড়েছেএখন সেটা স্বাভাবিক হওয়ার কথাতবে আরও কিছু সমস্যা এখনো রয়ে গেছেযার মধ্যে অন্যতম আওয়ামী লীগ দলীয় নেতাদের অনেক মিল বন্ধ থাকাসে কারণে কিছুটা সমস্যা হচ্ছেতিনি বলেন, চালের দাম সহনীয় না হওয়ার আরেকটি কারণ হতে পারে গত সপ্তাহে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির কার্যক্রম বন্ধ থাকাযে কারণে আজ (রোববার) থেকে ওএমএস কার্যক্রম শুরু হচ্ছেএ ছাড়া দাম নিয়ন্ত্রণে আমরা কাজ করছিশিগগির চালের বাজারে স্বস্তি ফিরবেএদিন রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের চালের দাম বেড়েছেবাজারে মিনিকেট ৭০ থেকে ৭২ টাকা, নাজিরশাইল ৭০ থেকে ৭৫ টাকা আর পাইজাম ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছেযা আগের চেয়ে কেজিপ্রতি ৪-৫ টাকা বেশিমোটা চাল স্বর্ণা বিক্রি হচ্ছে ৫৫-৫৬ টাকা কেজি দরেসেগুনবাগিচা বাজারে শিমুল রাইস এজেন্সি নামে দোকানের বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র আন্দোলনের সময় পরিবহন বন্ধ থাকায় মোকামে চালের দাম প্রতি বস্তায় ২০০ টাকা পর্যন্ত বেড়েছেযা এখনো কমেনিএদিকে, প্রধান এ খাদ্যপণ্যের দাম বাড়ায় সীমিত আয়ের মানুষের জীবন ওষ্ঠাগতসবচেয়ে বেশি নাজেহাল দরিদ্র মানুষেরাএ নিয়ে তাদের অভিযোগ ও ক্ষোভের শেষ নেইকিন্তু চালের বাজারে কিছুতেই লাগাম টানা যাচ্ছে নাচাল বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, সবজির দাম কমেছে, ডিম-মুরগির দামও কমেছেকিন্তু চালের দাম কমে নাআসলে সিন্ডিকেট করে একবার দাম বাড়ালে আর কমানো হয় নামালিবাগ বাজারে গিয়ে কথা হয় আমেনা বেগম নামের একজন ক্রেতার সঙ্গেতিনি বলেন, এমনিতেই চালের বাজার চড়া; তার মধ্যে ওএমএস বন্ধআমাদের এখন না খেয়ে থাকার অবস্থাদেশের সর্ববৃহৎ চালের আড়ত নওগাঁর আড়তদার পট্টিতে খোঁজ নিয়ে জানা যায়, মিলগেটে স্বর্ণা ৫২-৫৩ টাকা, ব্রি২৮ ৫৭-৫৮ টাকা, সুভলতা ৬০-৬১ টাকা, জিরাশাইল বা মিনিকেট ৬৫-৬৬ টাকা এবং কাটারিভোগ সেদ্ধ চাল মানভেদে ৫৬ থেকে ৭০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছেযা গত মাসের চেয়ে কেজিপ্রতি প্রায় ৪ টাকা পর্যন্ত বেশি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ