ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে কাজে ফেরার নির্দেশ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১২:৩২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১২:৩২:০৭ পূর্বাহ্ন
পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে কাজে ফেরার নির্দেশ
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে কাজে যোগ না দিলে অনুপস্থিতরা আর চাকরি করতে চাইছেন নাবলে ধরে নেয়া হবে


ক্ষমতার পালাবদলের পর বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে কর্মবিরতি শুরু করা পুলিশ সদস্যদের আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
তিনি বলেছেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে কাজে যোগ না দিলে অনুপস্থিতরা আর চাকরি করতে চাইছেন নাবলে ধরে নেয়া হবে
দায়িত্ব নিয়ে গতকাল রোববার প্রথমবার সচিবালয়ে আসা স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র‌্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছিআপনারা যদি আগামী বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক ননবৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন
গণআন্দোলন ও সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই দেশজুড়ে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা হতে থাকেভাঙচুর ও লুটপাটও করা হয় অনেক থানায়
এসব ঘটনায় নিহত হয়েছেন অনেক পুলিশ সদস্যনিরাপত্তাহীনতা ও সহকর্মীদের হতাহত হওয়ার ক্ষোভ থেকে ৫ অগাস্টের পর কাজে যোগ দেননি পুলিশের নন ক্যাডার সদস্যরাঅনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েও গেছেনফলে ঢাকার রাস্তাঘাট এবং থানাগুলো কার্যত পুলিশশূন্য হয়ে পড়ে
নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে ৬ অগাস্ট থেকে কর্মবিরতি শুরু করেন নন ক্যাডার পুলিশ সদস্যরাএ পরিস্থিতিতে পুলিশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েপুলিশহীন রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে নামানো হয় আনসার
গত বুধবার নবনিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম পুলিশ সদস্যদের একদিনের মধ্যে যার যার ইউনিটে যোগ দেয়ার নির্দেশ দেনএরপর গত শুক্রবার রমনা, শাহবাগ, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডিসহ রাজধানীর ২৮ থানায় স্বল্প পরিসরে তাদের কার্যক্রম শুরু করে
স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সামনে বলেন, পুলিশের গায়ে যেন অহেতুক কেউ হাত না দেয়ছোট, বড় অপরাধ যাই হোক, তাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারের আওতায় আনা হবে
ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে নাজনগণকে আমি এটুকু বলতে চাই, আপনারা পুলিশের গায়ে হাত দেবেন নাআপনারা দেখছেন, আপনারা নিজেরাই সাফার করছেন
পুলিশ থানায় না থাকার ফলে রাজধানীসহ সারা দেশে এক ভয়াবহ নিরাপত্তাহীনতা তৈরি হয়েছেরাত হলেই ঢাকার অলি-গলিতে সৃষ্টি হচ্ছে ডাকাত আতঙ্কদল বেঁধে পাড়া-মহল্লায় পাহারা দিচ্ছেন স্থানীয়রা
এ প্রসঙ্গ টেনে সাখাওয়াত হোসেন বলেন, রাতে রাতে আমার কাছে টেলিফোন আসে, ‘অমুক জায়গায় ডাকাতি হয়েছে’, আমি বললাম, ‘আল্লাহ আল্লাহ করো আর কিছু করার নাইযদি ডাকাতি হয়, সেখানে যদি পুলিশ না থাকে কী করবে?
গতকাল রোববার সকালে ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণে নিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটেতাতে ছয় জন আহত হনসে বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে, যদি না ফেরে, আপনারা দেখছেন কী হতে পারেএকটু আগে দেখলাম ব্যাংকে মারামারি হইছে, ব্যাংক দখল করবেএখন মনে হয় যে যার মত করে যা দখল করতে পারে
সাখাওয়াত হোসেন বলেন, কিছুক্ষণ আগে রাস্তা বন্ধ করে দিয়েছে আনসারের একটি অংশ
তাদেরও কিছু দাবিদাওয়া আছেসবারই দাবিদাওয়া আছে, আমারও দাবিদাওয়া আছেআমার দাবিদাওয়া হল, আপনারা ফিরে যান, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমার দায়িত্ব আপনাদের কাছে আসা, আপনাদের কথা শোনাএবং যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করার করবপ্রত্যেক বাহিনীর সঙ্গে আমি কথা বলব
অরাজকতা নিয়েন্ত্রণে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চান্দাবাজি করব-কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, অনুরোধ করেছি, পা ভেঙে দিতে আপনাদেরআই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল
এর আগে সকালে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়েও পুলিশ সদস্যদের কাজে ফেরার আহ্বান জানান
তিনি সেখানে বলেছিলেন, পুলিশ সদস্যরা নির্ধারিত সময়ে কাজে না ফিরলে তাদের পলাতকধরে নেয়া হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ