ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১০:৪৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১০:৪৬:২৯ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর পাঁচ দিনের মাথায় ঢাকা মেডিকেল কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
এছাড়া ভবিষ্যতে রাজনীতির সঙ্গে এই মেডিকেল কলেজের শিক্ষার্থীর কোনো সংশ্লিষ্টতার খোঁজ মিললে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
গতকাল শনিবার মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে বলে উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার জানান।
এই চিকিৎসক বলেন, পরীক্ষা নেয়ায় আমি মিটিংয়ে ছিলাম না। তবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জেনেছি। প্রিন্সিপাল স্যার জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার। সেজন্য এই সিদ্ধান্ত।
অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সই করা এক অফিস আদেশে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সকল প্রকার ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য এবং নতুনভাবে গঠিত কোনো ছাত্র সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্র রাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার-প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে ক্যাম্পাস হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
একাডেমিক কাউন্সিলের ওই সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের সচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ
স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর পাঁচ দিনের মাথায় ঢাকা মেডিকেল কলেজে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
এছাড়া ভবিষ্যতে রাজনীতির সঙ্গে এই মেডিকেল কলেজের শিক্ষার্থীর কোনো সংশ্লিষ্টতার খোঁজ মিললে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
গতকাল শনিবার মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে বলে উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার জানান।
এই চিকিৎসক বলেন, পরীক্ষা নেয়ায় আমি মিটিংয়ে ছিলাম না। তবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জেনেছি। প্রিন্সিপাল স্যার জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার। সেজন্য এই সিদ্ধান্ত।
অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সই করা এক অফিস আদেশে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সকল প্রকার ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য এবং নতুনভাবে গঠিত কোনো ছাত্র সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্র রাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার-প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে ক্যাম্পাস হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
একাডেমিক কাউন্সিলের ওই সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের সচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স