ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নতুন বাজেটে বৈষম্য কমবে সব ক্ষেত্রে সংবিধান পুনর্লিখনে গণপরিষদ-আইনসভা নির্বাচন একই হবে ৬০০ পরিচ্ছন্নতাকর্মী নিয়ে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান ফিলিস্তিনিদের দুর্দশাকে ‘যীশু খ্রিস্টের কষ্ট’র সঙ্গে তুলনা কলম্বিয়ার প্রেসিডেন্টের সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ ব্যাটারিচালিত রিকশা বন্ধ,প্রতিবাদে চালকদের মিছিল নরসিংদীতে রাতে স্ত্রীর দিনে স্বামীর লাশ উদ্ধার আইন উপদেষ্টার ওপর ক্ষোভ প্রকাশ করে শিবির নেতার স্ট্যাটাস বেশিরভাগ আওয়ামী লীগের নেতা ঢাকায় আত্মগোপনে দিনাজপুরে ৩১৬ চালকলের লাইসেন্স বাতিল জাতীয় পার্টি কোনো সুবিধাভোগী ও সুবিধাবাদী দল নয় - জিএম কাদের এনসিপি’র জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের বয়স হবে সর্বনিম্ন ৪০ আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ অমানবিক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ পাঁচ দাবি বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেবে সরকার-পরিবেশ উপদেষ্টা তীব্র সঙ্কটেও দেশে গ্যাসের চুরি ও অপচয় বন্ধ হচ্ছে না গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে সোনা জয়ী স্পেন

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১০:১৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১০:১৪:৪০ অপরাহ্ন
রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে সোনা জয়ী স্পেন
স্পোর্টস ডেস্ক
শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল স্পেন। ১০ মিনিটের মধ্যে তিন গোল করে চালকের আসনে বসে গেল তারা। তবে হাল ছাড়ল না ফ্রান্স। শেষ দিকে সমতা টেনে ম্যাচ টেনে নিল অতিরিক্ত সময়ে, সেখানে অবশ্য পেরে উঠল না তারা। রোমাঞ্চকর লড়াইয়ে ফরাসিদের হারিয়ে প্যারিস অলিম্পিকসের ফুটবল ডিসিপ্লিনের পুরুষ বিভাগে সোনা জিতল স্প্যানিশরা। পিএসজির ঘরের মাঠে শুক্রবারের ফাইনালে - গোলে জিতেছে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিকসের ছেলেদের ফুটবলে সোনা জিতল স্পেন। প্রথমবার জিতেছিল ১৯৯২ সালে। ২০২০ আসরসহ তিনবার ফাইনালে হেরে রূপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। ফ্রান্সের দ্বিতীয় সোনা জয়ের অপেক্ষা বাড়ল আরও অন্তত চার বছর। তাদের একমাত্র সোনা এসেছিল ১৯৮৪ সালে। এক মাসের কম সময়ের মধ্যে দুটি বড় সাফল্য পেল স্পেন। গত মাসে তারা ঘরে তোলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা। অলিম্পিকসে অবশ্য অংশ নেয় অনূর্ধ্ব-২৩ দল, বেশি বয়সী তিন জন খেলার সুযোগ পান। ফাইনালের প্রথমার্ধে স্পেনের হয়ে জোড়া গোল করেন বার্সেলোনার ২১ বছর বয়সী মিডফিল্ডার ফের্মিন লোপেস। অতিরিক্ত সময়ের দুটি গোলই করেন সের্হিও কামেয়ো। ম্যাচে আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে দলের সাফল্যে অগ্রণী ভূমিকা রাখেন ফের্মিন। একাদশ মিনিটে এনজু মিইয়োর গোলে এগিয়ে যায় ফ্রান্স।
সমতায় ফিরতে বেশি সময় লাগেনি স্পেনের। অষ্টাদশ মিনিটে গোলটি করেন ফের্মিন। সাত মিনিট পর নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন তিনি। ২৮তম মিনিটে ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে ব্যবধান আরও বাড়ান আলেক্স বায়েনা। ওই ব্যবধান ধরে রেখে জয়ের পথেই ছিল স্পেন।
কিন্তু ৭৯তম মিনিটে মাঘনেস আকলিওচে ব্যবধান কমানোর পর পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন - করেন জ্যাঁ-ফিলিপে মাতেতা। যোগ করা সময়ের শেষ দিকে স্পেনের একটি প্রচেষ্টা বাধা পায় ক্রসবারে। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ১০০তম মিনিটে স্পেনকে ফের এগিয়ে নেন ৮৩তম মিনিটে বদলি নামা কামেয়ো। শেষ সময়ে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন তিনি। আগের দিন মিশরকে - গোলে হারিয়ে এই ইভেন্টের ব্রোঞ্জ জেতে মরক্কো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য