স্পোর্টস ডেস্ক
ছেলেদের হকিতে সোনা জেতেন থিস ফন ডাম। মেয়েদের সোনা জয়ী দলের সদস্য ফন ডামের প্রেমিকা পিয়েন স্যান্ডার্স। নেদারল্যান্ডসের নারী ও পুরুষ উভয় দল সোনা জিতেছে। অলিম্পিক ইতিহাসে প্রথম দেশ হিসেবে নারী ও পুরুষ উভয় ইভেন্টের হকিতে একই আসরে চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস। নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ সমতায় থাকার পর মেয়েদের হকিতে পেনাল্টি শুটআউটে চীনকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ডাচ মেয়েরা। এ নিয়ে এবারের অলিম্পিকে টানা দ্বিতীয়বারের মতো সোনা জিতল নেদারল্যান্ডস নারী দল।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
