ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

বরিশালে পুলিশ যা পারেনি তিনদিনে তা করে দেখিয়েছেন শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১০:০২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১০:০২:৫৬ অপরাহ্ন
বরিশালে পুলিশ যা পারেনি তিনদিনে তা করে দেখিয়েছেন শিক্ষার্থীরা
বরিশাল প্রতিনিধি
নগরীসহ জেলার প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসিত হয়েছেন শিক্ষার্থীরা। মাত্র তিনদিনে তারা নগরীর প্রতিটি সড়কে যে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে তা আগে কখনও দেখা যায়নি।
সম্মিলিত চেষ্টা দেশের প্রতি ভালবাসা থাকলে যে আসলেই চিত্র পাল্টে দেয়া সম্ভব, তা শিক্ষার্থীরা প্রমান করে দিয়েছেন। কোনধরনের প্রশিক্ষণ ছাড়াই এত ভাল তদারকিতে অবাক নগরবাসী। তাই সকল শিক্ষার্থীদের ভবিষ্যত সাফল্য কামনা করেছেন সর্বস্তরের জনতা। অপরদিকে শিক্ষার্থীরা বলছে, দেশপ্রেম সদিচ্ছাই পারে সবকিছু পরিবর্তন করতে। তারা শুধু তাদের দায়িত্ব পালন করছেন মাত্র।
শুক্রবার সকালে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ, রূপাতলী বাসস্ট্যান্ড, আমতলার মোড়, জিরো পয়েন্ট, সদর রোডের ফজলুল হক এভিনিউ, লঞ্চ ঘাট, জেলখানা মোড়, চৌমাথাসহ বিভিন্ন এলাকার জরুরি ব্যস্ততম সড়কে দেখা গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাজ করতে। গত আগস্ট থেকে শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করলেও আগস্ট থেকে তাদের সাথে যোগ দিয়েছে আনসার সদস্য, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্টসহ স্বেচ্চাসেবী সংগঠনের সদস্যরা। সকাল নয়টা থেকে শিফট ভাগ করে তারা রাত আটটা পর্যন্ত কাজ করছেন।
সময় তারা সবধরনের যানবাহনগুলোকে সড়কের নির্দিষ্ট লেন অনুসরন করিয়ে চলা, মোটরসাইকেল চালক আরোহীদের হেলমেট পরিধান করানোসহ প্রাইভেটকার চালকদের সেফটি সিট বেল্ট দিয়ে চলার নিয়মগুলো নিশ্চিত করাচ্ছেন। তাদের কর্মকান্ডকে স্বাগত জানিয়ে সাধারণ জনগন তাদের খাবার, পানিসহ বিভন্নভাবে সহায়তা করছেন। অনেকেই শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছাও জানাচ্ছেন।
অপরদিকে নগরীর বিভিন্ন সরকারি, বে-সরকারি স্থাপনার দেয়ালসহ বিভিন্নস্থানে আঁকা অশ্লীল বাক্যের গ্রাফিতিগুলো মুছে ফেলতে দেখা গেছে আরেকদল শিক্ষার্থীদের। নিজেদের উদ্যোগেই স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছেন।
নগরীর ব্যাংক কর্মকর্তা জাহিদ হাসান বলেন, বরিশালের সড়কগুলোতে এমন শৃঙ্খলভাবে যানবাহন চলাচল আগে কখনো দেখিনি। প্রতিটি যানবাহন লেন মানছে, মোটরসাইকেল চালকরা হেলমেট পরিধান করে চলাচল করছে, সিট বেল্ট লাগিয়ে চলছে প্রাইভেট কারের চালকরা। তিনি আরও বলেন, দীর্ঘদিনেও ট্রাফিক পুলিশ যা করতে পারেনি তা মাত্র তিনদিনেই শতভাগ নিশ্চিত করেছে শিক্ষার্থীরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য