ঢাকা , বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সামগ্রিক শুল্ক কাঠামো হ্রাস পেতে পারে-এনবিআর বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের শঙ্কা সুনামগঞ্জে ১০৬ নদী মরতে বসেছে জুলাই যোদ্ধারা মানসিক স্বাস্থ্যের উন্নতির পরিবর্তে অবনতি হচ্ছে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন গ্রেফতার ঈদে স্বাস্থ্য সেবা নিশ্চিত রাখতে নির্দেশনা অধিদফতরের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় তিন মিনিটে যমুনা পার মুক্তি পেলো ‘জ্বীন ৩’ ছবির গান ‘কন্যা ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ জয়া ঈদে পর্দায় দেখা যাবে অপূর্ব-নীহা জুটি এবার ভিলেন রূপে দেখা যাবে শাহরুখকে করণের কটাক্ষের জবাবে দিলেন কার্তিক যে কারণে কেঁদে বুক ভাসালেন আমিরকন্যা সংকটে দুর্বল ব্যাংক মারা গেছেন অভিনেত্রী এমিলি দ্যকেন বক্স অফিসে নতুন রেকর্ড গড়লো ‘নে ঝা ২’ জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল দুর্ঘটনা ও অপরাধ সংঘটনে বেশি দায়ী মোটরসাইকেল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত জরুরি

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০৯:৫৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০৯:৫৪:১৭ অপরাহ্ন
গণমাধ্যমের স্বাধীনতা  নিশ্চিত জরুরি
গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু বিশ্বে এমনও আলোচনা হয়েছে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নয়, প্রথম স্তম্ভ। সত্য প্রকাশে নির্ভীক জাগ্রত মানসিকতায় অন্যায় দুষ্কৃতকারীদের দুর্গ গুঁড়িয়ে দিয়ে সত্য ন্যায় প্রতিষ্ঠায় অপ্রতিরোধ্য ভূমিকা রাখে এই গণমাধ্যম। এছাড়াও গণমাধ্যমকর্মীরা সত্য প্রকাশে অনেক সময় নিজেদের জীবন ঝুঁকি নিতেও পিছপা হোন না। এভাবে প্রতিনিয়তই গণমাধ্যম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
মিডিয়া একটি রাষ্ট্রের শক্তির চেয়েও বেশি শক্তিশালী। কারণ সরকার যত বড় শক্তিশালী হোক না কেন মিডিয়া অন্যায়কে প্রকাশ করে দিয়ে একটি রাষ্ট্রকে ভাঙতে পারে, নতুনভাবে গড়তেও পারে। গণমাধ্যম জনগণকে শিক্ষিত করে এবং সর্বশেষ তথ্য সংগ্রহ প্রচারের মাধ্যমে তাদের বুদ্ধিমান করে।
গণমাধ্যম জনগণকে স্থানীয় বিশ্বব্যাপী জানায় এবং তাদের ক্ষমতা প্রদান করে। কারণে গণমাধ্যমকে বিশ্বের জনগণের ক্ষমতার ৎস বলা হয়। মুদ্রণ ইলেক্ট্রনিক গণমাধ্যমের দ্বারা সর্বশেষ খবর পাওয়ার মাধ্যমে মানুষ রাষ্ট্রের ক্ষমতার ৎস হয়ে ওঠে। দেশের সমস্যা সমাধান, জনগণের চাহিদা দাবি পূরণ, গণতন্ত্র সুশাসন কীভাবে প্রতিষ্ঠা করতে পারা যায়, তা গণমাধ্যম সরকারকে জানাতে সাহায্য করে। আমরা জানি, আমাদের বাংলাদেশে অধিক সংখ্যক সাংবাদিক জাতির জন্য খাবার ছাড়া ২৪ ঘণ্টা খবর সংগ্রহ করেন। দুর্যোগ, যুদ্ধ সংঘর্ষের সময় সাংবাদিকরা তাদের জীবন ঝুঁকিতে রেখে সংবাদ সংগ্রহ প্রচার করেন।
এভাবে জনগণ জানতে পারে, কোথায়, কখন এবং কেন কি হচ্ছে, খবরটির পেছনে কে আর কি ঘটছে? আমাদের দেশে অনেক সাংবাদিক অসীম দারিদ্র্য নিয়ে বসবাস করেন, তবুও তারা দেশের প্রতি তাদের প্রতিশ্রুতি পালন করে মর্যাদা দিয়ে কাজ করেন। টাকা তাদের দর্শন নীতিকে কিনতে পারে না। ফলস্বরূপ, আমাদের দেশ বিশ্বের কিছু দুর্নীতিবাজ ব্যক্তি নেতারা সাংবাদিক গণমাধ্যমের ওপর রাগান্বিত বিরক্তবোধ করে। আমরা ইতিহাস থেকে শিখেছি যে শান্তি বন্ধুত্ব একত্রে চলে।
আমরা যদি শান্তি চাই, তাহলে আমাদের শান্তিপূর্ণ মনোভাব তৈরি করতে হবে এবং বন্ধুত তৈরির জন্য আমাদের অবশ্যই বন্ধুত্বপূর্ণ হতে হবে। তাই প্রথম থেকেই গণমাধ্যম বিশ্বের শান্তি মানবাধিকারের অনুঘটক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে হলে দেশের সরকারকে অবশ্যই তথ্যপ্রবাহ, জনগণের জন্য তথ্য অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য