ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান সিপিবির

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০১:০৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০১:০৯:১০ অপরাহ্ন
অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান সিপিবির
নবগঠিত অন্তবর্তীকালীন সরকারের কাছে অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)গতকাল শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে কমরেড মণি সিংহ সড়কে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান দলটির নেতারাসমাবেশে বক্তারা বলেন, সহস্র ছাত্র-জনতার আত্মত্যাগ ও চলমান গণ-আন্দোলনের চেতনা ধারণ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবেবৈষম্যবিরোধী গণ-আন্দোলনের আকাক্সক্ষার সঙ্গে ভাঙচুর, লুটপাট ও নয়া দখলদারিত্ব কখনই সামঞ্জস্যপূর্ণ নয়মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দায়িত্ব নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার হিসেবে পালন করতে হবেপতিত স্বৈরাচারের নির্দেশে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের বিচার কাজ দ্রুততার সঙ্গে শুরু করতে হবেসমাবেশে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, গতকাল (গত বৃহস্পতিবার) শপথ গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজের প্রতি দেশের জনগণের সদা সতর্ক দৃষ্টি থাকবেদেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার চায়ভোটাধিকার অর্থ শুধু ভোট দেওয়ার ক্ষমতা নয়, সমাজের মেহনতি মানুষ ভোটে প্রার্থী হওয়ার সমান সুযোগের দাবি জানাচ্ছেশহীদের রক্তের পথ ধরে সাধারণ শ্রমজীবী মানুষের প্রতিনিধি জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সকল বৈষম্যমূলক ব্যবস্থার অবসান ঘটাতে হবেসমাবেশে কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের ভীতি আতঙ্ক দূর করে জনজীবন স্বাভাবিক করতে হলে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার কাজ দ্রুত শুরু করতে হবেসেই সঙ্গে যে-সব বাহিনী জনতার বিরুদ্ধে গুলি চালিয়েছে, নারকীয় নির্যাতন করেছে তাদের জবাবদিহিতার আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে হবেআইনশৃঙ্খলা রক্ষায় সব এলাকায় গণমানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবেসিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, জেলা কমিটির সদস্য ও গণ-আন্দোলনের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা, সম্পাদকমন্ডলীর সদস্য মঞ্জুর মঈন, জেলা কমিটির সদস্য শংকর আচার্য প্রমুখ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ