
জনগণের অধিকার রক্ষায় কাজ করবে সরকার-অ্যাটর্নি জেনারেল
- আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১২:১৮:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১২:১৮:৫৬ অপরাহ্ন


নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জনগণের অধিকার রক্ষায় কাজ করবে সরকার। দেশের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড সরকার শক্ত হাতে প্রতিরোধ করবে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। মো. আসাদুজ্জামান বলেন, সাঈদ-মুগ্ধরা যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে এই সরকার কাজ করবে। নাগরিক অধিকার পরিপন্থী কোনো কাজ করা হবে না। জনগণের অধিকার রক্ষায় যা যা করণয় সব কিছুই সরকার করবে। দেশের প্রধান এই আইন কর্মকর্তা আরো বলেন, জনগণের অধিকারকে মূল্যায়ন দিয়ে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ও তথ্য-প্রযুক্তি আইনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আজ সকালে ঝিনাইদহের শৈলকুপায় পৌঁছলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আাসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হন তিনি।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ