ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জীবিকার তাগিদে ফিরছে মানুষ চিকেনস নেকের নিরাপত্তা জোরদার করলো ভারত গৃহকর্মীকে মারধর চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে জিডি লাঙ্গলবন্দের বিশ ঘাটে স্নানোৎসবের আয়োজন ঈদযাত্রার সাতদিনে যমুনা সেতুতে দুই লাখ যান পারাপার ঈদের ছুটিতে খাবার কষ্টে ব্যাচেলররা এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার চেয়ারের দায়িত্ব বুঝে নিলেন প্রধান উপদেষ্টা দ্রুত নির্বাচন আয়োজন করা সরকারের অগ্রাধিকার সাতদিনে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩৪১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেফতার ৩৯ দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি বিকল্প রিংবাঁধ সম্পন্ন লোকালয়ে ঢুকছে না পানি ঈদের পর কমেছে সবজি ও মুরগির দাম ভোটের মাধ্যমে সংসদে যেতে চান সারজিস হবিগঞ্জে ছাত্রদল-যুবদলের সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতার দক্ষিণ এশিয়ার ইসরায়েল ভারত চট্টগ্রামে বিএনপি নেতার মায়ের জানাজা শেষে দুই পক্ষের সংঘর্ষ প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপিÑ আতিক মুজাহিদ

সংখ্যালঘুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান উপাসনালয়ে হামলা

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১২:১২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১২:১২:০৬ অপরাহ্ন
সংখ্যালঘুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান উপাসনালয়ে হামলা
কোটাবিরোধী আন্দোলনের প্রভাব
* যশোরে ৫০ বাড়ি, নোয়াখালীর হাতিয়ায় ৩ বাড়ি ও ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ডাকাতি
* ধামরাইয়ের গাংগুটিয়ায় মীনা রানি দাসের বাড়িতে হামলা, কুয়াকাটা পৌরসভায় ১ বাড়ি এবং ১ মন্দিরে হামলা
* নাটোরের লালপুরে ছয়টি বাড়ি ও একটি মন্দির মেহেরপুরে ৯ বাড়িতে হামলা
* দিনাজপুরের বোচাগঞ্জে ৪০ দোকান ও খুলনার দাকোপে ১১ হিন্দু বাড়ি, রংপুরের তারাগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের উপাসনালয়ে ভাঙচুর



ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনাএ খবর ছড়িয়ে পড়ার পর গত সোমবার দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয়সহ ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছেএরমধ্যে ঢাকার ধামরাই, পটুয়াখালীর কলাপাড়া, শরীয়তপুর ও ফরিদপুরে হিন্দুদের মন্দিরে এবং যশোর, নোয়াখালী, মেহেরপুর, চাঁদপুর ও নাটোর, খুলনায় বাড়িঘরে হামলা করা হয়েছেযশোরে অর্ধশত হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ডাকাতির ঘটনা ঘটেছেভয়ে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেনকয়েকজন প্রত্যক্ষদর্শী ও বাড়ির কয়েকজন মালিক বলেন, গতকাল শুক্রবার বিকেলে কয়েক শলোক বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া বাজারের অন্তত ২৫টি দোকানে হামলা চালায়এরমধ্যে ২০টি দোকানের মালিক হিন্দুহামলাকারীরা দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবলু কুমার সাহার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়এরপর রাতে ১০ থেকে ১২ জন রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে নারিকেলবাড়িয়া গ্রামের লিটন কুন্ডুর বাড়িতে ঢোকেতারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ দুই হাজার ৭০০ টাকা নিয়ে যায়গতকাল সকালে একই গ্রামের শিমুল সাহার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়এ সময় তারা বাড়ির লোকজনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেপরে নারিকেলবাড়িয়া বাজারে গিয়ে হিন্দুদের অন্তত তিনটি দোকান ভাঙচুর করে
নারিকেলবাড়িয়া ইউপির চেয়ারম্যান বাবলু কুমার সাহা বলেন, হামলাকারীরা বাজারে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেমালামাল লুট করে নিয়ে যায়এ সময় বাজারের অন্তত ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও মালামাল লুট করা হয়এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন
নোয়াখালীর হাতিয়া উপজেলায় কয়েকটি স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের তিনটি বাড়িতে ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছেএরমধ্যে উপজেলার সোনাদিয়ায় উপজেলা হিন্দু পরিষদের সভাপতি সহদেব সাহার বাড়িতে হামলা-ভাঙচুরের পাশাপাশি নারীদের মারধরের অভিযোগ পাওয়া গেছেনির্যাতনের শিকার পরিবারের পক্ষ থেকে হাতিয়া থানায় ও কোস্টগার্ডকে ফোনে জানানো হলেও কেউ ঘটনাস্থলে যায়নিস্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তমরুদ্দি বাজার সংলগ্ন গ্রামের সাহাপাড়ার দিলীপ সাহার বাড়ি, লোকেশ সাহার বাড়ি এবং সোনাদিয়া ইউনিয়নের উপজেলা হিন্দু পরিষদের সভাপতি সহদেব সাহার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় একদল দুর্বৃত্তএরপর তারা তমরুদ্দি বাজারে আশোক সাহার দোকান, পার্থ সাহার দোকানসহ তিনটি দোকানে ভাঙচুর ও লুটপাট করেহামলাকারীরা স্থানীয়ভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছেউপজেলা হিন্দু পরিষদের সভাপতি সহদেব সাহা বলেন, তার বাড়িতে হামলা হয়েছে স্থানীয় বিএনপির কর্মী মুন্না ও রাজুর নেতৃত্বেবাড়িতে হামলা-ভাঙচুরের পাশাপাশি তার মাকেও মারধর করা হয়একই হামলাকারীরা চর চেঙ্গা বাজারে তার দোকানে হামলা-ভাঙচুর চালায় এবং মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের লোকজন হিন্দুদের বাড়ি ঘরে হামলা চালিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছেতিনি বিষয়টি খোঁজ নিয়ে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন
ঢাকার ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল মিছিল নিয়ে স্থানীয় মীনা রানি দাসের বাড়িতে হামলা চালায়হামলাকারীরা বাড়ির লোহার মূল ফটক ভাঙচুর করেনটিনের ঘরে ঢোকার ফটকটি ভাঙেনবাড়ির বারান্দার পাশে থাকা তিনটি কক্ষের তিনটি জানালার কাচ, দুর্গা মন্দিরের সামনে কয়েকটি চেয়ার আর বাড়ির বাইরে থাকা গ্যারেজের দুটি প্রাইভেট কারের সব কাচ ভেঙে ফেলে হামলাকারীরাএ বিষয়ে মীনা রানি দাস বলেন, ‘হঠাৎ করে ১০০ থেকে ১৫০ জন লোক আসলোআইসাই ভাঙচুর শুরু করলভয়ে চুপ করে অন্য ঘরে ছিলামঅনেক গালাগালি করছেমন্দিরের সামনে গিয়ে মন্দির ভাঙার চেষ্টা করছেকিন্তু তালা ভাঙতে পারেনিপটুয়াখালীর কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জির বাসভবন এবং পাশের এলাকায় থাকা মন্দিরে হামলার ঘটনা ঘটেছেঅনন্ত মুখার্জির অভিযোগ, সরকারের পদত্যাগের খবর শুনে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা কুয়াকাটা পৌরসভায় একটি মিছিল বের করেমিছিলটি আমার বাসার দিকে আসেএকপর্যায়ে মিছিল থেকে লোকজন আমার বাসায় হামলা চালায়হামলাকারীদের অনেকে আমার বাসায় ঢুকে পড়েবাসার প্রতিটি জিনিস ভেঙে চুরমার করেছেআমার বাসার কোনো কিছুই রক্ষা হয়নিএরপর হামলাকারীরা আমার বাসার পাশের মন্দিরটিতে হামলা চালায়এতে মন্দিরের দরজা-জানালার ক্ষতি হয়েছে
নাটোরের লালপুরে পূজা উদ্?যাপন পরিষদের সভাপতির বাড়িসহ ছয়টি বাড়ি ও একটি মন্দিরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছেউপজেলার জোতদৈবকী শিব ও কালীমন্দির কমিটি সূত্রে জানা যায়, একদল লোক উপজেলা পূজা উদ্?যাপন পরিষদের সভাপতি ও মন্দিরটির সভাপতি স্কুলশিক্ষক দ্বীপেন্দ্রনাথ সাহার বাড়িতে হামলা করেতারা তাঁর বাড়ির একটি ফটক ভেঙে ফেলেতবে দ্বিতীয় ফটকটি ভাঙতে না পারায় বাইরে থেকে জানালা ভেঙে ফেলেএরপর তার ভাই নরেশ চন্দ্র সাহা ও প্রতিবেশী শিমুল সরকারের বাড়িতে হামলা করা হয়তারা দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে
নরেশ চন্দ্রের দাবি, দুর্বৃত্তরা তার বাড়ি থেকে লক্ষাধিক টাকা, চার ভরি স্বর্ণের গয়না, ল্যাপটপ, মুঠোফোন, চালের বস্তা লুট করে নিয়ে যায়মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়িসহ হিন্দুদের ৯টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছেসোমবার দুপুর থেকে এসব ঘটনা ঘটেগত মঙ্গলবার সকালে দেখা যায়, পৌর শহরের হোটেল বাজার এলাকার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্যের বাড়িতে আগুন দেয়া হয়তার দোতলা বাড়ির নিচতলা একেবারে পুড়ে গেছেসেখান থেকে বই, আসবাব থেকে পোড়ার গন্ধ বের হচ্ছে
এ সময় পল্লব ভট্টাচার্যের চাচাতো ভাই অঞ্চল ভট্টাচার্য বলেন, ‘দাদা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলিতার বড় মেয়ে প্রিয়া ভট্টাচার্য সপরিবার জাপানে থাকেননবজাতক নাতিকে দেখতে তিনি জাপানে গেছেনযখন দুর্বৃত্তরা হামলা চালায়, তখন বাড়িতে কেউ ছিলেন না
একই সময়ে বড় বাজার এলাকার চিত্ত সাহার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়ওই দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরাদিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউনিয়নের চৌরঙ্গী বাজারে সংখ্যালঘুদের অন্তত ৪০টি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করা হয়েছেসোমবার বিকেলে অন্তত ১০০ জন দলবদ্ধ হয়ে বাজারে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছেনপরে বাজারসংলগ্ন সহসপুর গ্রামের দিকে অগ্রসর হলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের বাধা দেনপরে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে তারা চলে যানপ্রত্যক্ষদর্শী সহসপুর গ্রামের বাসিন্দা হৃদয় রায় বলেন, ‘বাজারে ঢুকেই ভাঙচুর শুরু করে হামলাকারীরাবেছে বেছে আমাদের দোকানগুলো ভাঙচুর করা হয়েছেহামলাকারীদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিলদোকান ছেড়ে পালিয়েছিপরে চোখের সামনে মালামালগুলো লুট করে নিয়ে গেছেগ্রামের দিকে যাচ্ছিলওই সময় আমরা পাড়ার সবাই সামনে দাঁড়ালে ওরা চলে যায়এদিকে দিনাজপুর সদর উপজেলায় ফুলতলা শ্মশানঘাট এলাকায় মাঠে নির্মাণাধীন হরিসভা ঘর, দুর্গামন্দির ভাঙচুর করা হয়েছে
খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কমপক্ষে ১১টি হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটেছেহামলার শিকার বেশির ভাগ বাড়ির মালিক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্তউপজেলার বাণীশান্তা ইউপির চেয়ারম্যান সুদেব কুমার রায়, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আমতলা গ্রামের বাসিন্দা জয়ন্ত কুমার গাইন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পূর্ব খেজুরিয়া গ্রামের সঞ্জীব মণ্ডলের বাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়সঞ্জীব মণ্ডল বলেন, আমার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরাএরপর চেয়ারম্যান বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়কৈলাসগঞ্জ ইউপি চেয়ারম্যান রামনগর গ্রামের বাসিন্দা মিহির কুমার মণ্ডলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছেওই ইউনিয়নের ধোপাদী মধ্যপাড়ার বিধান মণ্ডলের বাড়িতেও হামলা চালানো হয়েছেরংপুরের তারাগঞ্জে সোমবার রাত আটটার দিকে আহমদিয়া সম্প্রদায়ের উপাসনালয় ভাঙচুর করা হয়রাত সাড়ে ১০টার দিকে সেখানে আগুন লাগিয়ে দেয়া হয়প্রাচীর ভেঙে ইটও খুলে নেয় হামলাকারীরা
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও তার দেশ ছাড়ার খবরে আনন্দমিছিল বের হয়সেখান থেকে নানা স্থানে হামলা ও ভাঙচুর করা হয়উপজেলা পরিষদের সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করা হয়এ সময় পরিষদ চত্বরের ভেতরে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করা হয়এরপর উপজেলা পরিষদের পাশে থাকা মুক্তিযোদ্ধা ভবনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স