ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

দিল্লি থেকেও শেখ হাসিনার সাক্ষাৎ পেলো না কন্যা পুতুল

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০৩:২৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০৩:২৪:১৭ অপরাহ্ন
দিল্লি থেকেও শেখ হাসিনার সাক্ষাৎ পেলো না কন্যা পুতুল
জনতা ডেস্ক
ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে গত সোমবার দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনানিরাপত্তার কথা চিন্তা করে দ্রুত দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন হাসিনাগতকাল বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এক্স হ্যান্ডলে করা একটি পোস্ট রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছেপোস্টটি থেকে বোঝা যাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয় মোড় নেয়ার পর থেকে মা ও মেয়ের মধ্যে এখনও দেখাই হয়ে ওঠেনি! ওই টুইটে সায়মা ওয়াজেদ লিখেছেন, এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না ... আমার হৃদয় ভেঙে যাচ্ছে
এদিকে বিবিসি জানতে পেরেছে, সায়মা ওয়াজেদ গত মঙ্গলবারই দিল্লি এসে পৌঁছেছেনসে ক্ষেত্রে দিল্লি আসার পরেও কেন তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি  নাকি তাকে ভারতীয় কতৃ?র্পক্ষ দেখা করার অনুমতি দেয়নি সেটা নিয়ে প্রশ্ন উঠেছেগত সোমবার ৫ আগস্ট যখন নাটকীয় ঘটনাপ্রবাহের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয়, তখন সায়মা ওয়াজেদ থাইল্যান্ডে ছিলেনসায়মা ওয়াজেদ বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদে রয়েছেন, যার প্রধান কার্যালয় দিল্লিতে এবং সেই সুবাদে তিনি আজকাল বেশিরভাগ সময় দিল্লিতে অবস্থান করেনযতদূর জানা যাচ্ছে, মানসিক স্বাস্থ্য নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার ও আলোচনা সভায় যোগ দিতে সায়মা ওয়াজেদ ব্যাংককে গিয়েছিলেনএছাড়াও তার সে দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরও কিছু কাজ ছিলকিন্তু শেখ হাসিনা দিল্লির কাছে হিন্দনে অবতরণ করার ঘন্টাকয়েক পরেই তিনিও দিল্লির উদ্দেশে রওনা দেন বলে বিবিসি জানতে পেরেছেদিল্লিতে ভারতের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এদিন সকালে বিবিসি বাংলাকে বলেন, সায়মা ওয়াজেদ যেহেতু হু-র আঞ্চলিক পরিচালক হিসেবে জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থার একজন কর্মকর্তা, সে কারণেই হয়তো বিশেষ পরিস্থিতিতে ভারতে আসা শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়ে ওঠেনিপ্রথম কথা হল উনি দিল্লিতে কিনা তা আমি জানি নাআর যদি থেকেও থাকেন, উনি শেখ হাসিনার মেয়ে তো বটেই, কিন্তু আন্তর্জাতিক একটি সংস্থার শীর্ষ কর্মকর্তা হিসেবে সায়মা ওয়াজেদের আরও একটা পরিচয়ও আছে  আর সেটাই হয়তো এখানে দেখা করার ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে বলে ধারণা করছি, বিবিসিকে জানান ওই কর্মকর্তা
ভারত সরকার অবশ্য আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার স্ট্যাটাসনিয়ে গত মঙ্গলবার বিকেলে দেশটির পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতির পর থেকে আর কোনো মন্তব্য করেনিতবে গতকাল সকালের টুইটে সায়মা ওয়াজেদ আরও লিখেছেন, হু-র আঞ্চলিক পরিচালকের ভূমিকায় তিনি অঙ্গীকারবদ্ধ থাকছেন, যার মানে হল ওই দায়িত্ব তিনি ছাড়ছেন না এবং দিল্লিতে থেকেই কাজ চালিয়ে যাবেনপ্রসঙ্গত, দেশত্যাগ করতে বাধ্য হওয়ার পর শেখ হাসিনার সঙ্গে এখনও তার ছেলে বা মেয়ে কারোই দেখা হয়ে ওঠেনি
যতদূর জানা যাচ্ছে, শেখ হাসিনা এই মুহূর্তে রয়েছেন দিল্লির কাছে গাজিয়াবাদে ভারত সরকারের আধা-সামরিক বাহিনীর একটি অতিথিনিবাসেতার ছেলে সজীব ওয়াজেদ জয় রয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছে ভার্জিনিয়াতেসেখান থেকেই গত তিন-চারদিনে তিনি বিবিসি-সহ অনেক সংবাদমাধ্যমকে অজস্র সাক্ষাৎকার দিয়েছেন, গত বুধবার নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিও বার্তাও পোস্ট করেছেনআর মেয়ে সায়মা ওয়াজেদ গত সপ্তাহ থেকে থাইল্যান্ডে থাকলেও ইতোমধ্যে দিল্লি এসে পৌঁছেছেন, কিন্তু আজ এটা স্পষ্ট হয়ে গেছে যে মার সঙ্গে তারও এখনও দেখা করার সুযোগ হয়ে ওঠেনিশেখ হাসিনাকে আপাতত কতটা সময় দিল্লিতে থাকতে হবে বা ভারত থেকে তিনি তৃতীয় কোন দেশের উদ্দেশে রওনা দেবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত অনিশ্চয়তা রয়েছে
পশ্চিমা কোনও দেশ কিংবা মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনও দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কিনা, সেটা এখনও স্পষ্ট নয়ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছেন, শেখ হাসিনা গত সোমবার যখন ভারতে আসার অনুমোদন (অ্যাপ্রুভাল) চেয়ে দিল্লিতে যোগাযোগ করেন, তখন সেই আসাটা সাময়িকবলে বলা হয়েছিলকিন্তু এখন মনে হচ্ছে, ভারতে তার এই থাকাটা দীর্ঘায়িত হতে পারেএকটানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টুঢাকা কর্মসূচির মধ্যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যানবাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো নেতা এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ