ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী
এখন যে সরকার হবে, সে সরকার মানুষকে রক্ষা করবে

কারো ওপর কোনো হামলা হবে না : ইউনূস

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০২:৪৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০২:৪৫:৩৮ অপরাহ্ন
কারো ওপর কোনো হামলা হবে না : ইউনূস
দেশের প্রত্যেককে রক্ষা করা এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাকেই প্রথম দায়িত্ব হিসেবে দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে যাওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূস
নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেছেন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস ও ভরসা রাখেন, তাহলে নিশ্চিত থাকেন, দেশের কোনো জায়গায় কারও ওপর হামলা হবে নাএটা আমাদের প্রথম দায়িত্বআর আমার কথা যদি না শোনেন, তাহলে আমার প্রয়োজন এখানে নাই; আমাকে বিদায় দেনআমাকে প্রয়োজন মনে করলে আমার কথা শুনতে হবেআমার প্রথম কথা হল, বিশৃঙ্খলা থেকে সহিংসতা থেকে দেশকে রক্ষা করা, যাতে আমাদের ছাত্ররা আমাদের যা যা পথ দেখায়, আমরা সেই পথে এগিয়ে যেতে পারি
ফ্রান্সের প্যারিস থেকে দুবাই হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে মুহাম্মদ ইউনূস ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছানএদিন রাত সাড়ে ৮টায় বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার শপথ নেয়ার কথা রয়েছেবিমানবন্দরে অধ্যাপক ইউনূস বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটা এবং বিভিন্ন জায়গায় হামলা ও আক্রমণের ঘটনা ষড়যন্ত্রেরই অংশযারা বিপথে গেছে, তাদেরকে পথে আনতে চাইযাতে একসঙ্গে কাজ করতে পারিআসার পথে শুনলাম, এখানে আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটছে, মানুষ মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি-সম্পদ জ্বালিয়ে দিচ্ছে, চুরি-ডাকাতি হচ্ছেঅফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছেএগুলো হল ষড়যন্ত্রের অংশতিনি বলেন, আমাদের কাজ হল- প্রতিটি মানুষকে রক্ষা করাপ্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোনআমাদের কাজ হল, প্রত্যেককে রক্ষা করা, একটা শৃঙ্খলা ফিরিয়ে আনাবিশৃঙ্খলা, সহিংসতা- এগুলো হল অগ্রগতির বড় শত্রুআমাদের যে যাত্রা শুরু হল, সেই যাত্রার শত্রু
আইনশৃঙ্খলা ফেরানোর ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ইউনূস বলেন, সেই শত্রুদের যেন রোধ করা যায়, বুঝিয়ে শুনিয়ে হোক, আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে হোক- তাকে বোঝাতে হবেতাকে মেরে-কেটে বোঝানো যাবে নাআইনশৃঙ্খলা ঠিক রাখা আমাদের প্রথম কাজ
দেশের মানুষের কাছে সরকার ধারণাই যে খুবই নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে, সেই প্রসঙ্গে তিনি বলেন, সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেইমানুষ মনে করে, সরকার একটা দমন-নিপীড়নের একটা যন্ত্র; সে ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা, এটা সরকার হতে পারে না
সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে- সরকার মানুষকে সাহায্য করবে, তার পাশে এসে দাঁড়াবেকিন্তু সরকার তার পাশে দাঁড়ায় নাএখন যে সরকার হবে, সে সরকার মানুষকে রক্ষা করবেমানুষের আস্থাভাজন হবে, সেই আস্থাটা আমাদের ফিরিয়ে আনতে হবে মানুষের মনেতাহলে মানুষও এতে যোগ দিবেবাংলাদেশকে একটি বড় পরিবারবর্ণনা করে এ পরিবারে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন অধ্যাপক ইউনূসতিনি বলেন, মানুষের মধ্যে যে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে, তা সরিয়ে ফেলতে চাইবাংলাদেশ একটি অনেক সম্ভাবনার দেশআমরা সম্ভাবনা নষ্ট করে দিয়েছি; এখন আবার সেই বীজতলা তৈরি করতে হবেতারা এই দেশটা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা তাকাবতাদের নির্দেশ মত আমরা অগ্রসর হবোআমাদের মধ্যে যেন গোলযোগ না হয়আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব- এটাই আমার কামনাআপনাদের সবার কাছে আবেদন, উনাদেরকে আপনারা সে সুযোগ দিন, আমরা যেন সে পথে এগিয়ে যাই
তরুণদের উদ্দেশে এই নোবেল বিজয়ী বলেন, তোমাদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে, সেটাকে কাজে লাগাতে হবেএটা শুধু বই-খাতাতে লেখার জিনিস নাএটা প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিসএই তরুণ সমাজকে বুঝাতে হবে যে, এই দেশ তোমাদের হাতেতোমরা এটাকে যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমাদের মনের মত করে এটাকে গড়তেও পারবেতোমাদের দেখে সবাই শিখবে- কীভাবে একটা দেশ একটা তরুণ সমাজ পাল্টে ফেলতে পারে
কোটা সংস্কার আন্দোলনে রংপুরে গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের কথা স্মরণ করতে গিয়ে মুহাম্মদ ইউনূসের গলা ধরে আসেতিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, সে বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে; এটা কেউ ভুলতে পারবে নাকী অবিশ্বাস্য এক সাহসী যুবক! বন্দুকের সামনে দাঁড়িয়ে আছেতারপর থেকে কোনো যুবক, কোন যুবতীই আর হার মানেনি, সামনে এগিয়ে গেছেএবং বলেছে, যতো গুলি মারো, মরতে রাজি আছিযার কারণে সারা বাংলাদেশজুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে; যার ফলে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইউনূস বলেন, এই স্বাধীনতাটা রক্ষা করতে হবেশুধু রক্ষা করা না, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবেনইলে এই স্বাধীনতার কোনো দাম নেইএই স্বাধীনতাকে (মানুষের ঘরে) পৌঁছানোই আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথমানুষ যেন জানে- বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হল, তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলেমেয়ের ভবিষ্যতের পরিবর্তন; এটা যেন প্রত্যেকে বুঝতে পারে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স