ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা
কুষ্টিয়া কারাগার থেকে পালিয়েছে ৪০ বন্দি

কাশিমপুর কারাগারে ‘বিদ্রোহের’ সময় পালাল ২০৯ বন্দি, গুলিতে নিহত ৬

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ১২:২৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ১২:২৫:১৬ অপরাহ্ন
কাশিমপুর কারাগারে ‘বিদ্রোহের’ সময় পালাল ২০৯ বন্দি, গুলিতে নিহত ৬
তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর সারাদেশে অস্থিরতা ও সহিংসতার মধ্যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহের সময়দেয়াল টপকে ২০৯ বন্দি পালিয়ে গেছেনএ সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে
গতকাল বুধবার বিকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, মঙ্গলবার বিকালে কারা অভ্যন্তরে বিদ্রোহ পরিস্থিতি সৃষ্টি করেদেয়াল টপকে বন্দিদের মধ্যে ২০৯ জন পালিয়ে গেছেনএ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ছয়জনের মৃত্যু হয়
নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার কাঞ্চনপুর এলাকার আব্দুল সালাম সরদারের ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসলাম হোসেন (২৭), জয়পুরহাটের রইস উদ্দিনের ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আফজাল হোসেন (২৭), মৌলভীবাজারের কমলগঞ্জ থানার রামেশ্বরপুর এলাকার মো. মকবুল মিয়ার ছেলে ইমতিয়াজ (২৭), মৃত সীতারামের ছেলে রাধে শ্যাম (৬৭), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার স্বপন শেখ (৪৫) এবং জাকির হোসেনের ছেলে জিন্নাহ (২৯)তারা সবাই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন
সিনিয়র জেল সুপার বলেন, গত মঙ্গলবার বিকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করেবিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেকারারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে বন্দিরা তাদের ওপর চড়াও হয়বন্দিরা দেয়াল ভেঙে, দেয়াল টপকে, দেয়ালের সঙ্গে বিদ্যুতের পাইপ লাগিয়ে পালিয়ে যেতে চায়এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে।  নিহতদের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক মো. মোস্তাক আহমেদ বলেন, কাশিমপুর কারা হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহিম বুধবার ভোরে একটি গাড়িতে বহন করে লাশগুলো আমাদের জরুরি বিভাগে নিয়ে আসেনপরে স্বজনদের ও হেফাজতে ইসলামের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে লাশ সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে
এদিকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে অন্তত ৩০-৪০ জন বন্দি পালিয়ে গেছেগতকাল বুধবার দুপুর ২টার পর এ ঘটনা ঘটে
খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল কারাগার সংলগ্ন এলাকায় এসেছে
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার পর হঠাৎ দেখা যায় জেলা কারাগার থেকে বন্দিরা বের হয়ে যাচ্ছেগামছা দিয়ে মুখ ঢেকে পিটিআই রোড দিয়ে মোটরসাইকেলে কয়েকজন বন্দিকে পালিয়ে যেতে দেখা গেছে
এ খবর পেয়ে স্থানীয়রা কারাগার এলাকায় ভিড় জমায়
পরে সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে ফাঁকা গুলি ছোড়ে এবং উৎসুক জনতাকে সরিয়ে দেয়
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাগারে বন্দি কয়েকজন আসামির জামিনের তারিখ ছিল আজতারা বের হওয়ার সময় ওই সুযোগে প্রায় ৩০-৪০ জন বন্দি পালিয়ে যায়
তবে, কারাগারে কতজন বন্দি ছিল তা জানতে কারাগারের জেলার বা সংশ্লিষ্ট কারও সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলা সম্ভব হয়নি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ