ঢাকা , শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দ্বৈত নাগরিক সরকারি চাকুরেদের সন্ধান চলছে চারুকলায় ফ্যাসিস্টের মুখে আগুন ভোটে একমঞ্চে লড়বে ইসলামি দলগুলো মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায় যা আছে গাজায় গণহত্যা বন্ধের দাবি বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ঊর্ধ্বমুখী সবজিও সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই-ছায়ানট দিনেদুপুরে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আশা করি ড. ইউনূস কথা রাখবেন- সেলিমা রহমান লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি ৩ মাসে বন্ধ ৬৪৮ ইটভাটা জরিমানা ২৪ কোটি বাড়ির পাশে মিলল মা-ছেলেসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর চাঁদপুরে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ডেঙ্গুর তীব্র ঢেউয়ের শঙ্কা প্রতিরোধে প্রস্তুতি নেই অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার বার্তা চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল
জলদস্যুর কবলে জিম্মি ২৩ নাবিক

৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৪ ১০:১৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৪ ১০:১৬:১৪ অপরাহ্ন
৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি জলদস্যুর কবলে জিম্মি ২৩ নাবিক
# কেএসআরএম অফিসে ভিড় করছেন স্বজনরা, যে কোনো মূল্যে উদ্ধারের আশ্বাস
# জাহাজে খাবার আছে ২৫ দিনের, পরিবহণরত কয়লা নিয়ে শঙ্কা
# উদ্বেগ-উৎকণ্ঠায় থাকা নাবিকদের বাড়িতে কান্নার রোল
জনতা ডেস্ক
ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহতে জিম্মি ২৩ নাবিককে মুক্তি দিতে ৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি করেছে সোমালিয়ার জলদস্যুরাপ্রতি ডলার ১০৯ টাকা হিসেবে ৫৪ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ শিগগিরই না দিলে তাদের মেরে ফেলার হুমকিও দিয়েছে সোমালিয়ার জলদস্যুরাজিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক ও ক্রুদের খোঁজে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের চট্টগ্রাম অফিসে ভিড় করছেন স্বজনরাএসময় কেএসআরএমের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, যে কোনো মূল্যে নাবিক ও ক্রুদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হবেওই জাহাজে খাবার আছে ২৫ দিনেরপরিবহণরত কয়লা নিয়েও রয়েছে শঙ্কাউদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন জিম্মি বাংলাদেশি নাবিকদের স্বজনরাপ্রিয়জনকে দ্রুত ফিরিয়ে আনতে আকুতি জানিয়ে সরকার ও জাহাজের মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরাজিম্মির পর কয়েকটি ভিডিও বার্তা নাবিকরা পাঠালেও, মোবাইল ফোন জব্দ করে নেয়ার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেজিম্মিদের পরিবারের দাবি, সোমালিয়ার জলদস্যুরা ২৩ নাবিককে মুক্তি দিতে ৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি করেছেজানা গেছে, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক ও ক্রুদের খোঁজে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের চট্টগ্রাম অফিসে ভিড় করছেন স্বজনরাএসময় কেএসআরএমের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, যে কোনো মূল্যে নাবিক ও ক্রুদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হবেঘটনার পর থেকেই নাবিকদের স্বজনরা কেএসআরএমের অফিসে যোগাযোগ শুরু করেনগতকাল বুধবার সকালে অনেকেই চট্টগ্রাম নগরের আগ্রাবাদে কবির গ্রুপের অফিসে আসেন
কবির গ্রুপের অফিসে যারা আসেন তাদের কারও বাবা, কারও সন্তান বা স্বজন জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেনএসময় তাদের অনেককেই জিম্মি স্বজনদের ছবি প্রদর্শন করতে দেখা যায়এমভি আবদুল্লাহর ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদের পরিবারও আসে কবির গ্রুপের অফিসেছেলে আবদুল্লাহর ছবি হাতে দাঁড়িয়ে ছিলেন তার মা পঞ্চাশোর্ধ্ব জোৎস্না বেগমতিনি বলেন, সর্বশেষ গতকাল সন্ধ্যায় কথা হয়েছেএরপর থেকে মোবাইল ফোন বন্ধআমরা কর্তৃপক্ষের কাছে আমাদের সন্তানদের ফেরত চাইতে এসেছিস্বামীর খোঁজে এসেছিলেন জিম্মি নাবিক নুরউদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসতিনি বলেন, অডিও বার্তায় জানিয়েছেন তাদের জাহাজ সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাচ্ছে দস্যুরাজাহাজে তখন অস্ত্রশস্ত্রসহ ৫০ জনের মতো জলদস্যু ছিলতাদের মুক্ত করতে আমরা যেন মালিকপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করি- এই কথা বলেছেন নুরউদ্দিনফেরদৌসের মতই স্বামীর খোঁজে আসেন নাবিক শফিকুল ইসলামের অন্তঃসত্ত্বা স্ত্রীতিনি বলেন, আমরা টাকা-পয়সা কিছু চাই না, শুধু সন্তানকে তার বাবার চেহারাটা দেখাতে চাইএসময় সেখানে উপস্থিত ছিলেন কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলামতিনি বলেন, গতকাল বুধবার সকালেও নাকিকদের সঙ্গে কথা হয়েছেসবাই ভালো আছেনওই জাহাজটিতে ২০-২৫ দিনের খাবার রয়েছে২০০ টন বিশুদ্ধ পানি রয়েছে বলে জানা গেছেআমরা জলদস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিযে কোনো মূল্যে নাবিক ও ক্রুদের সুস্থ অবস্থায় উদ্ধার করার বিষয়ে জোর দিচ্ছিসবাইকে নিরাপদে ফিরিয়ে আনতে যা যা করার দরকার সব করবোজিম্মি নাবিকদের মধ্যে রয়েছেন- জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদতিনি চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দাচিফ অফিসার আতিক উল্লাহ খানের বাড়ি চন্দনাইশ উপজেলার বরকলে, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী সাতকানিয়া উপজেলার বাসিন্দা, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বাসিন্দাডেক ক্যাডেট সাব্বির হোসাইন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান নওগাঁ সদর উপজেলার বাসিন্দা, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম ও থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার বাসিন্দা, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ ও ইলেকট্রিশিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ ফেনী জেলার বাসিন্দা, ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বাসিন্দাএছাড়া ক্রুদের মধ্যে মো. শরিফুল ইসলামের বাড়ি চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায়মো. আসিফুর রহমানের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া, মোশাররফ হোসেন শাকিল ও আইনুল হকের বাড়ি মিরসরাই উপজেলায়মো. সাজ্জাদ হোসেন, নুর উদ্দিন ও মোহাম্মদ সামসুদ্দিনের বাড়ি কর্ণফুলী উপজেলায়এছাড়া মো. আনোয়ারুল হকের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ, জয় মাহমুদের বাড়ি নাটোরের বাগাতিপাড়া থানায়, মো. নাজমুল হকের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারকান্দা থানায় এবং মো. আলী হোসেনের বাড়ি বরিশালের বানারীপাড়ায়
জাহাজের প্রধান কর্মকর্তা মো. আতিকউল্লাহ খান এক অডিও বার্তায় জানিয়েছেন, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহয় ২০ থেকে ২৫ দিনের মতো খাবার আছেএছাড়া বিশুদ্ধ পানি রয়েছে ২০০ টনতবে দাহ্য হওয়ায় জাহাজে পরিবহণরত ৫৫ হাজার টন কয়লা নিয়ে দেখা দিয়েছে শঙ্কাভারত মহাসাগরে জলদস্যুরা যখন এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নিচ্ছিল, তখন কৌশলে তিনি এই বার্তা পাঠান
আতিকউল্লাহ খান আরও বলেন, প্রক্সিমেটলি ২০২৫ দিনের প্রোভিশন (রসদ) আছে স্যার২০০ মেট্রিক টন ফ্রেস ওয়াটার আছেআমরা অলরেডি সবাইকে বলছি ফ্রেস ওয়াটার সেফলি ব্যাবহার করতেপ্রোভিসনও (রসদ) আমরা ওভাবে হ্যান্ডেল করবোজাহাজে থাকা ৫৫ হাজার টন কয়লা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের জাহাজে কোল কার্গো আছেঅ্যাবাউট ফিফটি ফাইভ থাউজ্যান্ডসএটি একটু ডেইঞ্জারাস কার্গো, এটা হেজার্ড আছেএটার মিথেন কনসেনট্রেশন বাড়েসর্বশেষ অক্সিজেন লেভেল ৯-১০ পার্সেন্ট ছিলএটা রেগুলার আপডেট নিতে হয়ইনক্রিজ হলে বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন হবেএসময় তিনি কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান
ওই অডিও বার্তায় জাহাজে জলদস্যুদের হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, গ্রিনিচ মান সময় ৭টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর দেড়টা)এই সময় একটা হাই স্পিডবোট (দ্রুতগতির স্পিডবোট) আমাদের দিকে আসতে থাকেসঙ্গে সঙ্গে অ্যালার্ম দেইআমরা সবাই ব্রিজে গেলামক্যাপ্টেন স্যার আর জাহাজের দ্বিতীয় কর্মকর্তা ব্রিজে ছিলেন তখনআমরা এসওএস (জীবন বাঁচানোর জরুরি বার্তা) করলামইউকে এমটিওতে (যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন) যোগাযোগের চেষ্টা করেছিতারা ফোন রিসিভ করেনিএরপর ওরা (জলদস্যুরা) চলে এলোআতিক উল্লাহ খান বলেন, তারা ক্যাপ্টেন স্যার ও দ্বিতীয় কর্মকর্তাকে ঘিরে ফেললোআমাদের ডাকলোআমরা সবাই এলামএ সময় কিছু গোলাগুলি করলোসবাই ভয় পেয়েছিলামসবাই ব্রিজে বসে ছিলতবে কারও গায়ে হাত দেয়নিএর আগে জিম্মি করা ইরানের মালিকানাধীন একটি মাছ ধরার জাহাজ দিয়ে তারা সাগরে বড় জাহাজ খুঁজতেছিলআমাদের জাহাজটি থামিয়েছে তারাজাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নিআমাদেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নিসর্বশেষ গতকাল বুধবার বেলা ১১টার দিকে নাবিকদের একজন ইব্রাহীম খলিল উল্লাহ পরিবর্তিত পরিস্থিতির অবস্থা জানিয়ে তার ভাতিজাকে ভয়েস মেসেজ করেনতিনি বলেন, আমাদের সোমালিয়া নিয়ে যাওয়া হচ্ছেআমরা আজ বৃহস্পতিবার সেখানে পৌঁছাবোযতটুক কথা হয়েছে, সেখানে আমাদের অপর একটি পার্টির কাছে হস্তান্তর করা হবেএদিকে জলদস্যুদের কবলে পড়া এমভি আব্দুল্লাহ জাহাজের ২৩ নাবিকের একজন টাঙ্গাইলের সাব্বির হোসেনতিনি জেলার নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙা ধলাপাড়া গ্রামের হারুনুর রশিদ ও সালেহা বেগম দম্পতির একমাত্র ছেলেএকমাত্র ছেলের জিম্মির খবর শুনে কাঁদছেন বাবা হারুন অর রশিদমা সালেহা বেগম বুক চাপড়িয়ে কাঁদছেন আর বিলাপ করছেনস্বজনদের দাবি, সাব্বিরসহ জিম্মি সবাইকে যেন দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয়
জিম্মিদের মধ্যে রয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিসারাকান্দি ইউনিয়নের উমারপাড়া গ্রামের বাসিন্দা হোসাইন মো. আলীপরিবারের সদস্যরা জানিয়েছেন, দুইমাস আগে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক হিসেবে যোগদান করেছিলেন আলীগত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে কয়লাবোঝাই জাহাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে জাহাজটিজিম্মি করা হয় জাহাজে থাকা বাংলাদেশি ২৩ জন নাবিক ও ক্রুকেজলদস্যুরা যখন জিম্মি করে তখন ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন, হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে নাএ কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার
কান্নাজড়িত কণ্ঠে নাবিক আলীর স্ত্রী ইয়ামনি বলেন, কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীরপরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেনএখন স্বামীর প্রাণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনিঅপরদিকে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক আনোয়ারুল হক রাজুর (২৯) নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে চলছে কান্নার রোলপরিবারে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠাতাকেসহ জিম্মি সবাইকে মুক্তির দাবি জানিয়েছেন স্বজনরাগতকাল বুধবার দুপুরে রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিজুল হক মাস্টার বাড়িতে গিয়ে দেখা যায়, জিম্মি নাবিক রাজুর বাবা-মা, ভাই-বোন সবাই কান্নাকাটি করছেনআনোয়ারুল হক রাজু রামপুর গ্রামের আজিজুল হক মাস্টারের ছেলেএক বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট২০১৬ সালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) থেকে সিডিসি কোর্চ শেষে নাবিক হিসেবে জাহাজে যোগদান করেন
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ভারত মহাসাগর থেকে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিকদের ফেরত আনতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেসোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা জাহাজের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নিতৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে বলে জানান তিনিপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নাবিকদের ছাড়াতে মুক্তিপণ দেয়া হবে কি না, কৌশলগত কারণে তা এখনই প্রকাশ করা হবে না
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, যেকোনও মূল্যে জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে কাজ চলছেপররাষ্ট্র মন্ত্রণালয়, নৌবাহিনী এবং আমরা যৌথভাবে কাজ করছিগত মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুরা বাংলাদেশি জাহাজটির নিয়ন্ত্রণ নেয়পরে সেটি সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যায় তারাজাহাজটিতে ২৩ বাংলাদেশি নাবিক জিম্মি অবস্থায় রয়েছেনপররাষ্ট্র মন্ত্রণালয়, নৌবাহিনী এবং আমরা যৌথভাবে কাজ করছি

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য