ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা
এনডিটিভিতে সাক্ষাৎকার

বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশীরাও বিপদে পড়বে

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ১১:৫২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ১১:৫৩:১০ পূর্বাহ্ন
বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশীরাও বিপদে পড়বে
জনতা ডেস্ক
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তীব্র চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনাগত সোমবার (৫ আগস্ট) দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনিতার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশত্যাগ করেনএরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়
শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবেএরপর ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়এ বিষয়ে ড. ইউনূসও নিজের সম্মতি জানিয়েছেন
এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাতকার নিচ্ছেভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ড. ইউনূসতাকে প্রশ্ন করা হয় বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা আইনশৃঙ্খলাআপনি কি ভাবছেন? তিনি বলেন, অবশ্যই আইনশৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ ইস্যুএটা তো কিছুটা ভেঙে পড়েছেইএখন আমাদের একটা উদযাপনের সময় চলছে, যেমনটা ১৯৭১ সালের পর হয়েছিললাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছেসবাই স্বাধীনতা উদযাপন করছেশেষ পর্যন্ত আমরা সব রকম ঝামেলা থেকে মুক্তি পেয়েছিআমরা এটা উপভোগ করছিনতুন যুগের সূচনা হয়েছে
শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা প্রসঙ্গে তিনি বলেন, এর জন্য শেখ হাসিনাকে দায়ী করুনতিনি জাতিকে সেদিকে নিয়ে গেছেন, তার পিতার ইমেজ নষ্ট করেছেনতিনি পুরো দেশের জন্য এমন তিক্ত কিছুই করে গেছেন যে, তারা (আন্দোলনকারীরা) এটা করতেও কিছু মনে করছে নাপুরো দায় এই সাবেক প্রধানমন্ত্রীর যিনি পুরো দেশকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছেন
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করাই এখন অগ্রাধিকার পাচ্ছেহাসিনা যেটা করতে পারেননিতিনি সরকারের মধ্যে দুর্নীতি ঢুকিয়েছেনতিনি যদি ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠা করতেন, তাহলে এটা হতো নাএখন আমাদের নিশ্চিত করতে হবে যে মানুষ উদযাপন করে ফিরে যাবে এবং কাজে ফিরবে ভিন্ন স্বাধীন পরিবেশে
তিনি বলেন, আইনশৃঙ্খলা অবশ্যই ফিরিয়ে আনতে হবেআসলে মানুষ রাগের বশে এসব করছেতবে আমাদের নিশ্চিত করতে হবে যে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি যেন স্বাভাবিক অবস্থায় ফিরে যায়
ড. ইউনূসকে প্রশ্ন করা হয় বাংলাদেশের বর্তমান অস্থিতিশীলতা কি আশপাশের দেশগুলোতেও প্রভাব ফেলতে পারে কি না? আপনি কী মনে করেন? তিনি এর জবাবে বলেন, অবশ্যইএই কথাটাই আমি গত কয়েকদিনের প্রতিটা ইন্টারভিউতে বলেছিযদি বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়ে তবে এটা মিয়ানমার, সেভেন সিস্টারস, পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের চারদিকে ছড়িয়ে যাবেসব জায়গায় ছড়িয়ে পড়বে
তিনি বলেন, যদি বাংলাদেশ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ না থাকে, তবে আশেপাশের কেউই থাকতে পারবে নাবাংলাদেশ যদি বিপদে থাকে, সবাই বিপদে পড়বেএটা ১৭ কোটি মানুষের দেশ, যার দুই-তৃতীয়াংশই তরুণআপনাকে অবশ্যই এমন কিছু করতে হবে যাতে তরুণরা খুশি থাকেগণতন্ত্র অবশ্যই থাকতে হবেএই তরুণরা তাদের জীবনে ভোট দিতে পারেনিযতগুলো নির্বাচন হয়েছে, তারা ভোট দিতে যায়নিকারণ তারা জানে, এটা তো নির্বাচন নয়এটাই তো পরিস্থিতিতিনি বলেন, অবশ্যই আমাদের তরুণদের সঙ্গে কথা বলতে হবেঅবশ্যই গণতন্ত্র থাকতে হবে এবং তাদের এই গণতন্ত্রের অংশ বানাতে হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ