ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কলমবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ভারতীয় গরু নিয়ে শঙ্কায় খামারিরা কোরবানির চামড়া সংগ্রহে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা সেবা দিতে হিমশিম খাচ্ছে বিআরটিএ কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি শেরপুরে বন্যার শঙ্কা নটরডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু রহস্যের জট খুলছে না বৃষ্টি ও তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয় বিবেচনায়-অর্থ উপদেষ্টা জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হোক-সারজিস ১৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে-বাণিজ্য উপদেষ্টা সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে-ফখরুল জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে মাসে সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে-আসিফ মাহমুদ মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ দাবির ইস্যুতে ক্লান্ত ঢাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণ, গায়ক নোবেল কারাগারে

সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীররা

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ০১:০৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ০১:০৬:১৪ পূর্বাহ্ন
সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীররা
ঢাকার রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংগঠনের স্বেচ্ছাসেবকরাতারাই প্রধানত সড়কে গাড়ি চলাচলসহ অন্যান্য শৃঙ্খলা রক্ষার কাজ করছেনতবে  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর ট্রাফিকের দায়িত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রাস্তায়ও দায়িত্বে যোগ দিয়েছেনঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যানবাহন চলাচল করছে
গতকাল বুধবার সকাল থেকে রাজধানীর রায়েরবাগ, শনিআখড়া, যাত্রাবাড়ী, সায়দাবাদ, গুলিস্থান, উত্তরা, খিলক্ষেত, বনানী, বিজয় সরণি, ধানমন্ডি এবং সায়েন্সল্যাব এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছেরায়েরবাগ এলাকায় শিক্ষার্থীরা সড়কে পরিচ্ছন্নতার কাজ করছেনএছাড়া তারা যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের জন্য আলাদা লেন নিশ্চিত করছেনএকইসঙ্গে কেউ যেন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারেন সেদিকেও কড়া নজর রাখছেন তারা
রায়েরবাগে সিয়াম নামের এক শিক্ষার্থী সমন্নয় করছেন সড়ক পরিচ্ছন্নতাসিয়াম বলেন, সড়কের পরিচ্ছন্নতায় আমরা ১শ শিক্ষাথী দুই সিফটে দায়িত্ব পালন করছিসকাল ১১ টা থেকে দুপুর ২ টা পযন্ত ও  বিকাল ৩ টা থেকে ৫ টা পযন্ত সামনে আমরা সড়কের পাশে ময়লা ফেলানোর ডাস্টবিন দিয়ে দিবোআমরা সাইনবোর্ড  রায়েরবাগ, শনিআখড়া, যাত্রাবাড়ী পর্যন্ত রাস্তায় পরিচ্ছন্নতার কাজ করছি
যাত্রাবাড়ী এলাকায় দায়িত্ব পালনরত মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, দেশে নতুন যুগের সূচনা হয়েছেদেশকে নতুন করে সাজাতে আমরা মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছিযাত্রাবাড়ি এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে আমরা এখানে দায়িত্ব পালন করছি
রাজধানীতে শঙ্কা-ভয় কাটিয়ে আজ মানুষ তুলনামুলক বেশি বের হয়েছেনবাসের সংখ্যা অন্য সময়ের মতো না হলেও গত মঙ্গলবারের চেয়ে আজ বেশিএ ছাড়া ব্যক্তিগত যান, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল চলাচল বেড়েছেগুলিস্থানে পাতাল মার্কেটের উপরে সড়কে ট্রাফিকের দায়িত্বে যোগ দিয়েছেন বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য সজলসজল জানিয়েছেন একদিন আগেই তিনি কাজ বুঝিয়ে নিয়েছেনতাকে শিক্ষার্থীরা সহযোগিতা করছেন
ইয়াসমিন জাহান নামের আরেক শিক্ষার্থী বলেন, গতকাল সারাদিন আমরা একাই সড়কে দায়িত্ব পালন করছিতবে আজ আনসার রয়েছেনতারাও আমাদেরকে সহযোগিতা করছেনআমরা চাই একটি সুন্দর বাংলাদেশসবাই মিলেই সেটি গড়তে হবে
কাওরান বাজারে ট্রাফিকের দায়িত্বে পালনরত মার্জান নামের এক শিক্ষার্থী  বলেন, দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছেএ সময়ে দেশের জন্য কিছু করতে পেরে খুবই ভালো লাগছে। 
ঢাকার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দেখা যায়নিতবে গত মঙ্গলবারের মতো গতকাল বুধবারও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে শিক্ষার্থীদেরসিগন্যালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্বপালন করছেনকয়েক জায়গায় তাদের সঙ্গে আনসার সদস্যরাও রয়েছেনইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু সদস্যদেরও বিভিন্ন সিগন্যালে দায়িত্বপালন করতে দেখা গেছেএর পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাতারা রাস্তা ঝাড়ু দিচ্ছেন, সড়কের আবর্জনা সরিয়ে ফেলছেন
এছাড়া অন্যান্য সড়কগুলোতেও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের (কলেজ-বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছেএর আগে, গত মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (আনসার ও ভিডিপি) ঢাকাসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয়েছে
প্রসঙ্গত, গত সোমবার কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনাএরপর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছেএই পরিস্থিতিতে অনেক থানা থেকে পুলিশ সদস্যরা চলে গেছেনরাস্তায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়নিএ অবস্থায় শিক্ষার্থীরা রাস্তার দায়িত্ব গ্রহণ করেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স