ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ
আশায় বুক বাঁধছেন আ’লীগের তরুণ নেতারা

গতিশীল হচ্ছে আওয়ামী লীগ

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৪ ১০:১১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৪ ১০:১১:৩৩ অপরাহ্ন
গতিশীল হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ
স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে আওয়ামী লীগ নেতাদের জন্য প্রার্থিতা উন্মুক্ত রাখা, রেকর্ড সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং তারা বহাল তবিয়তে থাকায় আশায় বুক বাঁধছেন দলটির তরুণ নেতারাবিশেষ করে সাবেক ছাত্রলীগ নেতা, যুবলীগসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনে সক্রিয় থাকা নেতারা বলছেন, এবারের সংসদ যেমন অন্যরকম হয়েছে, আওয়ামী লীগের রাজনীতিতেও একটা ভিন্নরকম গতি এনেছে
ডজনখানেক আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট নেতা জানিয়েছেন, আওয়ামী লীগ পুরনো দল হওয়ায় জ্যেষ্ঠরাই বারবার কমিটিতে স্থান পেয়ে আসছেন, সংসদ সদস্য হচ্ছেনএবার এই দুটো ক্ষেত্রেই তরুণ নেতাদের সম্ভাবনা তৈরি হয়েছেআওয়ামী লীগ আগামীতে এই বাস্তবতা উপেক্ষা করতে পারবে নাদলটির সামনের দিনের রাজনীতিতে এটি পরিবর্তন আনবেসে কারণে তরুণ নেতাদের সক্রিয়তা যেমন বেড়েছে, তেমনই গতিশীল হচ্ছে আওয়ামী লীগ।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে টানা তিন বার ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন ২২৪টিতেস্বতন্ত্র সংসদ সদস্য ৬২ জনের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্তএবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয় ৩ হাজার ৩৬২টিসেই হিসাবে আসনপ্রতি দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১১ জনের বেশি৩০০ আসনের মধ্যে দুটি বাদ রেখে ২৯৮টি আসনে নৌকার প্রার্থী দিয়েছিল দলটিএরমধ্যে একাদশ জাতীয় সংসদের ৭১ জন এমপি বাদ পড়েনদলটির বাদ পড়া এমপিদের আসন এবং গতবার (২০১৮) জোট শরিকদের ছেড়ে দেয়া ৩১টি আসন মিলিয়ে মোট ১০২টি আসনে নতুন মুখ মনোনয়ন পেয়েছিলেনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী ছিলেনএরমধ্যে ২৬৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচনে অংশ নেনএবার নির্বাচন উন্মুক্ত থাকায় চারশর কাছাকাছি স্বতন্ত্র প্রার্থী হলেও তাদের মধ্যে ২৬৯ জনই ছিলেন আওয়ামী লীগ নেতাযাদের মধ্যে দলীয় মনোনয়ন না পাওয়া গত সংসদের ২৮ জন এমপি ছিলেন, কয়েকজন তারও আগের সংসদের সদস্য ছিলেন এবং বাকিরা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হলে বিদ্রোহী হিসেবে সাব্যস্ত করে অতীতে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিতো আওয়ামী লীগকিন্তু এবার বিরোধী জোটবিহীন নির্বাচন জমজমাট করতে দলটি স্বতন্ত্র প্রার্থী হতে উৎসাহিত করেছেএমনকি তাদের ভোটের আগে-পরে গণভবনে ডেকে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাফলে নিজেদের পাওয়া সংরক্ষিত মহিলা আসনগুলো আওয়ামী লীগের হাতে তুলে দিয়েছেন স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্যআওয়ামী লীগের সভাপতিমণ্ডলির দুই সদস্য, একজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিন জন সাংগঠনিক সম্পাদক জানান, বেশি বিতর্কিত ও অজনপ্রিয় নেতাদের এবার দলীয় মনোনয়ন দেয়া হয়নিতাছাড়া প্রার্থিতা উন্মুক্ত থাকায় মূলত নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতারাই ভোটযুদ্ধে ছিলেনফলে যাদের অবস্থা ভালো, তারাই জিতে এসেছেনএর মাধ্যমে জনপ্রিয় হওয়ায় দলের ৫৯ জন নেতা স্বতন্ত্র হিসেবে এমপি হয়েছেনস্বাভাবিকভাবেই আগামীতে তাদের যথার্থ মূল্যায়ন করবে দলতবে পুরো বিষয়টি নির্ভর করছে দলীয় সভাপতি শেখ হাসিনার ওপরতিনি এই বাস্তবতা উপেক্ষা করবেন না বলেই মনে করেন তারাএবার নিজেদের জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও নিজ প্রচেষ্টায় জেতা স্বতন্ত্র এমপিদের বেশিরভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাভোটের পর গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে স্বতন্ত্র এমপিদের আওয়ামী লীগে ফিরিয়ে নেয়ার দাবি ওঠেএর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডান হাত ও বাঁ হাত দুটোই আমারস্বতন্ত্ররা আমার দলেরইআপনারা আমার, আপনারা দলেই আছেনঘরের ছেলে ঘরেই আছেনবিষয়টা দাঁড়িয়েছে বাড়ি সবার একটা, ঘর হয়েছে দুইটাআর কিছুই নয়
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের সাবেক নেতা বলেন, আওয়ামী লীগের জ্যেষ্ঠ অনেক নেতা এবারের নির্বাচনে একটা ধাক্কা খেয়েছেনরাজনীতিতে যেহেতু অবসরের প্রবণতা কম, সে কারণে তরুণ নেতারা এবার সুযোগের সদ্বব্যবহার করেছেননিজেদের শক্তি, সম্ভাবনা এবং দলের কাছে নিজেদের ইতিবাচক ইমেজ তৈরি করতে পেরেছেন তারানতুন এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেইএই বাস্তবতা মেনে নেয়া হলে তৃণমূলে সাংগঠনিকভাবে দলও শক্তিশালী হবেএছাড়া সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে আওয়ামী লীগ ৪৮টি (দলীয় ৩৮ এবং স্বতন্ত্রদের ১০টি আসন) আসনে প্রার্থী দেয় এবং তারা নির্বাচিত হনবাকি ২টি পায় জাতীয় পার্টিআওয়ামী লীগের ৪৮ জন সংরক্ষিত এমপির মধ্যে ৩৪ জনই প্রথমবারের মতো সংসদে বসার সুযোগ পেয়েছেন৪৮টি আসনে এবার দলটির মনোনয়ন ফরম কিনেছিলেন এক হাজার ৫৪৯ জনফলে প্রতিটি আসনের বিপরীতে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ছিল ৩২ জন
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠনএখানে জ্যেষ্ঠরা যেমন আছেন, নতুন নেতৃত্বও আছেসবাইকে নিয়েই দল এগিয়ে যাচ্ছে এবং যাবেএবার নির্বাচন উন্মুক্ত থাকায় অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে এসেছেনতাদের তো উপেক্ষা করার উপায় নেইপুরনো ও নতুন মিলে আওয়ামী লীগ আগামীতে আরও শক্তিশালী হবে, এগিয়ে যাবেএদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধকল সামলে এবার দল গোছানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগবিভাগভিত্তিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দ্রুত সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ সব জেলা, উপজেলা ও মহানগর, পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সম্মেলন সম্পন্ন করা, সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিগুলো পূর্ণাঙ্গ করা এবং তৃণমূলে অভ্যন্তরীণ কোন্দল বা বিরোধ মিটিয়ে দলকে ঐক্যবদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে
গত ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখা এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভা করেন দলটির শীর্ষ নেতারাএতে মেয়াদোত্তীর্ণ কমিটি নতুন করে গঠনসহ দলের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা জানিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরছাত্রলীগের সাবেক নেতা, অন্যান্য সংগঠনে সক্রিয় থাকা নেতা ও আওয়ামী লীগের তরুণ নেতারা বলছেন, দলীয় প্রধানের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়িত হলে দলের সব স্তরে তরুণ নেতাদের যুক্ত করার সম্ভাবনা রয়েছেএটি কাজে লাগালে আওয়ামী লীগের তৃণমূলে নতুন নেতৃত্ব গড়ে উঠবে, দলও সংগঠিত হবেএ ক্ষেত্রে সম্ভাবনাকে আওয়ামী লীগ কতটা কাজে লাগাতে পারে, সেটিই এখন দেখার বিষয়তবে নতুন বাস্তবতা একেবারে উপক্ষে করা সম্ভব হবে না
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলা, ৪৯৫টি উপজেলা রয়েছেএর মধ্যে ৩০টির বেশি জেলা-উপজেলায় কমিটির মেয়াদ শেষ হলেও যথাসময়ে সম্মেলন হয়নি২৭টি জেলা ও মহানগরে কোন্দল বা বিরোধ রয়েছেআর ১৮টি জেলা ও মহানগরে সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি নেই
আওয়ামী লীগের দুই জন সাংগঠনিক সম্পাদক বলেন, নানা কারণে তরুণ নেতারা কমিটিতে স্থান কম পেয়ে থাকেনতবে একেবারে যে নতুন নেতৃত্ব আসছে না, তা তো নয়পুরনো চাল ভাতে বলেএটি যেমন ঠিক, তেমনই প্রতি মৌসুমে নতুন চালের পিঠাপুলির কথাও কেউ অস্বীকার করতে পারবে নাসার্বিক বিবেচনায় তৃণমূলে আওয়ামী লীগের রাজনীতিতে এই বাস্তবতা দৃশ্যমান হয়ে সামনে আসছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, তরুণ নেতাদের প্রতি দলের গুরুত্ব সবসময় ছিল, এখনও আছেএবারের নির্বাচনের কারণে তাদের গুরুত্ব বেড়েছে, বিষয়টি এমন নয়তরুণ প্রজন্মকে জায়গা দিতে হয়কারণ তারাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেশেখ হাসিনা সব সময়ই  তরুণদের গুরুত্ব দিয়ে থাকেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য