ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট
জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সেনাপ্রধান

অন্তর্বর্তী সরকার দেশ চালাবে বিচার হবে সব হত্যার

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ১২:৪০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ১২:৪০:২৯ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকার দেশ চালাবে বিচার হবে সব হত্যার
সমস্ত হত্যা, সমস্ত অবিচারের বিচার আমরা করবসেনাবাহিনীর ওপর আস্থা রাখেনআপনারা আশাহত হবেন না

তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
তিনি বলেছেন, সমস্ত হত্যা, সমস্ত অবিচারের বিচার আমরা করবসেনাবাহিনীর ওপর আস্থা রাখেনআপনারা আশাহত হবেন না
গতকাল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে সেনা সদরে জনগণের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ ঘোষণা দেন তিনি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিন ঢাকামুখী লং মার্চ কর্মসূচিতে ছাত্র-জনতার রাজপথে নেমে আসার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরেন তিনি
তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেনএখন একটা ইনটেরিম গর্ভমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবআপনারা একটু ধৈয্য ধরেন, আমাদের কিছু সময় দেনইনশাহআল্লাহ, আমরা সবাই মিলে সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম হবোআপনারা আর এ সংঘাতের পথে যাবেন নাশান্তি শৃঙ্খলা পথে ফিরে আসুন
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলন প্রথমদিকে শান্তিপূর্ণ থাকলেও তা ১৬ জুলাইয়ের পর থেকে ক্রমে সহিংস হয়ে ওঠেগত এক মাস পাঁচ দিনে তিন শতাধিক মৃত্যু হয়
এ আন্দোলনকে ঘিরে সহিংসতা বাড়লে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক দফার সরকার পতনের ডাক দিয়ে অসহযোগ শুরু করেঅসহযোগের দ্বিতীয় দিন ঢাকামুখী লং মার্চের কর্মসূচিতে সকালের পর থেকে ছাত্র-জনতা ঢাকায় নামলে শেখ হাসিনার সরকারের পতন হয়
গতকাল সোমবার এমন প্রেক্ষাপটে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেনসেখানে আলোচনার পর তিনি জনগণের উদ্দেশ্য বক্তব্য দেন
সেনাপ্রধান তার বক্তব্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক সফলহওয়ার কথা তুলে ধরে বলেন, আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন যত দাবি আছে পূরণ হবেআপনারা সব ধরনের সহযোগিতা করেনআমি সমস্ত দায়িত্ব নিচ্ছিইনশাআল্লাহ সব দাবি পূরণ করবশান্তি ফিরিয়ে আনবআপনারা সহযোগিতা করেনদেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব
তিনি বলেন, প্রধান দলের নেতাদের সঙ্গে কথা বলেছিআমরা প্রস্তাব রেখেছিসবাই রাজি হয়েছেন
আমরা সুন্দর আলোচনা করেছিসেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি-একটা ইনটেরিম গর্ভমেন্ট ফর্ম করব এবং ইন্টটেরিম গর্ভমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবেআমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবএ ইনটেরিম গর্ভমেন্টের ব্যাপারে উনার সাথে আলাপ আলোচনা করে দেশ পরিচালনা করব
ওয়াকার-উজ-জামান বলেন, একসাথে কাজ করলে আমরা সুন্দর পরিস্থিতির দিকে যাবমারামারি করে আর কিছু পাব নাধ্বংসযজ্ঞ, অরাজকতা থেকে বিরত হনসবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে যাবপ্রতিটি হত্যার বিচার হবে
তিনি বলেন, আমাদের সঙ্গে জামায়াতের আমীর, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ ছিলেনসুশীল সমাজের পক্ষ থেকে আসিফ নজরুল ছিলেনতারা সুন্দর একটি বার্তা দিয়েছেন
আমরা সুন্দর বন্দোবস্ত করেছিসুন্দর একটা অন্তবর্তী সরকার গঠন করে সরকার পরিচালনা করব
ছাত্র-জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আর সংঘাতের পথে যাবেন নাআমাদের অনেক ক্ষতি হচ্ছেসম্পদের অনেক ক্ষতি হচ্ছেআপনারা আমাদের সাহায্য করেন
বক্তব্য দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, আওয়ামী লীগের কেউ ছিল নাএটি বিশেষ পরিস্থিতি, আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবআপনারা সাহায্য করেন
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি যদি শান্ত হয়ে যায়, তাহলে তো কারফিউয়ের প্রয়োজন নেইসেনাবাহিনী কোনো গোলাগুলি করবে নাপুলিশ গোলাগুলি করবে নাআমি আদেশ দিচ্ছিআমরা আজকে রাতের মধ্যেই একটু সুন্দর সমাধানের দিকে যাব
সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, আপনারা আমার সাথে সহযোগিতা করেনদয়া করে আর এ ভাংচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হোনআমি নিশ্চিত, আপনারা যদি আমার কথা মত চলেন, আমাদের সাথে একসাথে কাজ করি, নিসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব
রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিশিষ্টজনের সঙ্গে ফলপ্রসু আলোচনার কথা তুলে ধরে সেনাপ্রধান সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতা থেকে বিরত হন
আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছেঅর্থ সম্পদের ক্ষতি হচ্ছেলোকজন মারা যাচ্ছেএগুলো থেকে আপনারা বিরত হোন, আমাদের সাহায্য করেনআমি সমস্ত দায়িত্ব নিচ্ছিআপনারা আমাকে সাহায্য করেন
প্রশ্নোত্তরে অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা কত হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, এখনও এটা নয়, খুব আর্লি স্টেজআমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা করব
সেনাপ্রধান জানান, আলোচনায় জামায়াতের আমির শফিকুর রহমান, বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা, জাতীয় পার্টির নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ছিলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনাইদ সাকি উপস্থিত ছিলেন
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবেসবার দায়িত্ব, ছাত্র, রাজনীতিক কর্মীদের দায়িত্ব সেনাবাহিনীকে সাহায্য করাআপনার মিডিয়ার মাধ্যমে আমাদের সাহায্য করেনতাহলে আমরা এ পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণ আসতে পারব
কারফিউ কবে তোলা হবে জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি শান্ত হলে কারফিউর নেইজরুরি অবস্থার প্রয়োজন নেইকোনো গোলাগুলির প্রয়োজন নেইআমি আদেশ দিয়ে দিয়েছি-সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে নাপুলিশ কোনো গোলাগুলি করবে নাআমি আশা করছি যে, আমার এ বক্তব্যের পরে পরিস্থিতির উন্নতি হবেআমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ