ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন
নাশকতাকারীদের রুখে দিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ধাওয়া-পাল্টা ধাওয়া

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ০৩:০৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ০৩:০৩:০৯ অপরাহ্ন
রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ধাওয়া-পাল্টা ধাওয়া রোববার বেলা সাড়ে ১২টার পর আন্দোলনকারীরা মিরপুর-১৪ নম্বর থেকে মিরপুর-১০ এর দিকে এগোলে মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর বেলা ১টার দিকে মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনএক দফা দাবি রুখতে সকাল থেকে মাঠে নেমেছেন টানা চার মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরাএদিন রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ-ধানমন্ডিস্থ দলীয় প্রধান শেখ হাসিনার রাজনীতিক কার্যালয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় অবস্থান নিয়েছেএতে নেতৃত্ব দিচ্ছেন স্ব-স্ব সংসদীয় আসনের এমপি ও থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণতবে বেশ কিছু জায়গায় পুলিশ, আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেএর আগে গতকাল রোববার সকাল সাড়ে ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন
সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগ নেতা-কর্মীরা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থা নেয়এ সময় তারা নানা সেøাগান দেয়নেতাকর্মীরা জানান, সকাল ৯টা থেকে মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেনতারা আশপাশের সড়কে দফায় দফায় মিছিল করছেন এবং সেøাগান দিচ্ছেনদুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের দিক থেকে আন্দোলনকারীদের একটি অংশ বঙ্গবন্ধু এভিনিউয়ের দিকে আসার চেষ্টা করেকার্যালয়ের সামনে অবস্থান নিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দেনএ সময় কিছুটা উত্তেজনা তৈরি হয় এবং রাস্তার লোকজন দৌড় শুরু করেনকিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়ে যায়দুপুরের দিকে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকেতারা দলীয় কার্যালয়ের সামনের সড়কসহ পীর ইয়ামেনি মার্কেটের সামনের সড়কে তারা অবস্থান নেনএ সময় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সহ-সভাপতি মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের অবস্থান নিতে দেখা যায়এ ছাড়া ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নেনআবু আহমেদ মন্নাফি বলেন, আমরা এখানে অবস্থান করছিমিছিল-সমাবেশ করবসবাই তাতে ঐক্যবদ্ধভাবে অংশ নেবেনআওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধআমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেইসবাইকে সাহস নিয়ে থাকতে হবেমুক্তিযুদ্ধ করে আমরা এদের স্বাধীন করেছিএ দেশ আমাদেরএ দেশ মুক্তিযোদ্ধাদের
এদিকে ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাপূর্ব ঘোষণা অনুযায়ী গত রোববার  সকাল থেকে অবস্থান নেয়া শুরু করেন দলটির নেতাকর্মীরাএদিন, সকাল ১০টার পর থেকে কলাবাগান, পান্থপথ ও ফার্মগেট এলাকা ঘুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সড়কে অবস্থান নিতে দেখা গেছেবেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব সড়কে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে দেখা যায়সবচেয়ে বেশি উপস্থিতি দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বর সড়কেঅবস্থান নেয়া কর্মীদের মধ্যে কয়েকজনকে প্রকাশ্যে লাঠি ও রড হাতে দেখা গেছেমোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আল্লাহ করিম জামে মসজিদের সামনে দেড় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর অবস্থান নিতে দেখা গেছেএকই এলাকার আসাদগেটে অবস্থান নিয়েছেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীরাধানমন্ডি ২৭ নম্বর বাংলাদেশ আই হাসপাতাল এলাকায় ক্ষমতাসীন দলটির প্রায় অর্ধশত নেতাকর্মীকে দেখা গেছেধানমন্ডি ২৭ নম্বর থেকে ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় পর্যন্ত সাত সমজিদ সড়কে আর কোথাও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দেখা যায়নিতবে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন কয়েকশ নেতাকর্মীএকইভাবে যাত্রাবাড়ীর ডিএমআরসি কলেজের বিপরীতে ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মাসুদুর রহমান মোল্লা বাবুল ও সোহেল খানের নেতৃত্বে রাস্তায় চলাচলরত অপরিচিত পথচারীদের ব্যাগ-মোবাইল চেক করা হয়েছেএ সময় বেশ কয়েকজন পথচারীদের ব্যাগে চাপাতি ও মরিচের গুঁড়া পাওয়ায় তাদের আটকিয়ে রাখা হয়পরে পরিচিত আত্মীয়স্বজনদের জিম¥ায় ছেড়ে দেয়া হয়
কেন্দ্রীয় কার্যালয়ে সরব উপস্থিতি আলীগের নেতাকর্মীদের: দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে ঢাকাসহ সব জেলা-মহানগর ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগএসব কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরাতবে এখন পর্যন্ত দল কিংবা সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের দেখা যায়নিগতকাল রোববার সকাল ১০টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ-যুবলীগের শত শত নেতাকর্মীরা অবস্থান নিয়েছেনএর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে নেতাকর্মীদেরআওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক শফিউল আলম শফিক বলেন, এখন কোটা আন্দোলনের মূল টার্গেট সরকারের পদত্যাগতারা প্রমাণ করেছে এই আন্দোলন তাদের হাতে নেইতাদের দাঁতভাঙা জবাব দিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত
আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল: দেশব্যাপী চলমান সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আলবদরের একদফা মোকাবেলা করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন পেশাজীবী ও আওয়ামী লীগের নেতারাএকইসাথে অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তারাগতকাল রোববার রাজধানীর খামার বাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে শান্তি সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন বক্তারাবাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এই আঘাত হানা হচ্ছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন নেতারাআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, যারা অর্থনীতিকে ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবেশিক্ষার্থীরা কারো খেলার পুতুল না হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনিতবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের এক দফা দাবিতে নিয়ে গেছে, এরা মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত-বিএনপিতিনি বলেন, সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আলবদরের একদফা মোকাবেলা করার জন্য রাজপথে থাকবে আওয়ামী লীগ এবং পেশাজীবীরাশেষ রক্তবিন্দু দিয়ে শেখ হাসিনার পাশে থাকবো উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা শান্তি চাই, যারা সন্ত্রাস করবে মোকাবেলা করবোএসময় কৃষি মন্ত্রণালয়ের কর্মকতা কর্মচারীরা শান্তি সমাবেশে যোগ দেন
পথচারী দেখলেই মোবাইল তল্লাশি: অসহযোগ আন্দোলনের বিপরীতে অবস্থান নিয়ে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরাএ সময় পথচারীদের মোবাইল ফোন তল্লাশি করতে দেখা গেছে দলটির নেতাকর্মীদেরশিক্ষার্থী বা আন্দোলনকারী সন্দেহ হলেই তাদের ওপর চড়াও হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাগতকাল রোববার সকাল থেকে ধানমন্ডি ৩/এ সড়কে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরাবেলা ১২টা নাগাদ এলিফেন্ট রোড এলাকায় সংঘর্ষ শুরু হয়এ সময় দলবলে রাস্তায় নেমে আসেন নেতাকর্মীরাসড়কে রিকশাযোগে সিটি কলেজমুখী তরুণদের মোবাইল ফোন তল্লাশি শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরাএ সময় বেশ কয়েকজনের ওপর হামলা করতেও দেখা যায়একই চিত্র দেখা গেছে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকাতেওআওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী অবস্থান নিয়েছেন আল্লাহ করিম জামে মসজিদের সামনেবাসস্ট্যান্ড এলাকায় রিকশাযোগে, মোটরসাইকেল ও পায়ে হেঁটে যারাই যাচ্ছেন, সবারই মোবাইল ফোন তল্লাশি করা হচ্ছেআন্দোলনকারী সন্দেহ হলেই তাদের ওপর চড়াও হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাতবে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, এখন আর কোটা কিংবা ছাত্রদের আন্দোলন নেইশিক্ষার্থীদের আন্দোলনকে মূলত ডাল হিসেবে বেছে নিয়ে দেশজুড়ে নাশকতা চালাচ্ছে এবং জনগণের জানমালের ক্ষয়-ক্ষতি করছেতারা  আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশজুরে অরাজকতা সৃষ্টি করছে বলে জানান নেতারা
মিরপুর-১০ নম্বরে যুবলীগ-ছাত্রলীগের অবস্থান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনএবং সরকার পতনের এক দফা দাবি রুখতে মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাএরই মধ্যে রাজধানীর মিরপুর ১০-নম্বর গোলচত্বরে অবস্থান নিয়েছেন তারাগতকাল রোববার সকাল ১০টার পর থেকে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেনএরপর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরানেতৃত্বে রয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মাইনুল হোসেন খান নিখিলএদিন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ-যুবলীগ মিরপুর-১০ নম্বরে অবস্থান নেনমোটরসাইকেলে করে এবং মিছিল নিয়ে দলে দলে আসছেন তারাট্রাকভর্তি করেও লোকজন আসছেনকেউ ছবি তুলতে গেলেই আক্রমণাত্মক হয়ে এগিয়ে আসছেন তারাবন্ধ করতে বলেন মোবাইল ফোন
জিগাতলায় আন্দোলনকারীদের ধাওয়া দিল আলীগ: জিগাতলা মোড়ে আন্দোলনকারীদের ধাওয়া দিল আওয়ামী লীগের নেতাকর্মীরাগতকাল রোববার দুপুরের দিকে জিগাতলা মোড়ের নিকটে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের দিকে আন্দোলনকারীরা এলে দলের নেতাকর্মীরা ধাওয়া দেয়দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের একটা অংশ সীমান্ত স্কয়ারের কাছাকাছি আসলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে সামনে এগিয়ে যায়এ সময় বিপরীত দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে আন্দোলনকারীরা সায়েন্স ল্যাবের দিকে চলে যায়এ সময় এলোপাতাড়ি ইটপাটকেল, ককটেল নিক্ষেপ করতে দেখা যায়দুপক্ষের হাতেই ছিল লাঠিসোঁটা
ঢাকা-চট্টগ্রাম সড়কের ত্রিমুখী সংঘর্ষ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনরুখে দিতে গতকাল রোববার ভোর ভোর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আলাদা-আলাদাভাবে নেতাকর্মীদের অবস্থান নিতে নির্দেশনা দেয় ঢাকা-৫ আসনের এমপি আলহাজ মশিউর রহমান মোল্লা সজলএদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী-কুতুবখালী, শনিরআখড়া, রায়েরবাগ, মেডিক্যাল,বাদশা মিয়া রোড, সাইনবোর্ড-সানারপাড় এবং ঢাকা-ডেমরা সড়কের মৃর্ধাবাড়ী-মোল্লা ব্রিজ, কোনোপাড়া-স্টাফ কোয়াটারসহ ১২টি পয়েন্টে ভোর থেকেই সতর্ক অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরাএদিন প্রতিটি পয়েন্টে উপস্থিত হয়ে মনিটরিং করেন সজল মোল্লা এমপিএর আগে ব্যাপক প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করে শোডাউনের মাধ্যমে নিজেদের সরব উপস্থিতির জানান দেয় নিজ নিজ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টেতবে ১১টি পয়েন্টে সংঘর্ষ না হলেও বেলা সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেতবে রাজধানীর অন্যতম প্রবেশপথ ডেমরায় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা স্টাফ কোয়ার্টার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করায় আন্দোলনকারীরা পিছু হটেআওয়ামী লীগের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় ঢাকা-৫ আসনের এমপি সজল মোল্লার নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের কয়েকশ নেতাকর্মী অবস্থান করছেনএদিন পুরান ঢাকার লালবাগ, চকবাজার, কোতোয়ালি, সূত্রাপুর, বংশাল, গেন্ডারিয়া, ওয়ারী থানাধীন ওয়ার্ড ঘুরে দেখা যায়, বিভিন্ন জায়গায় সারিবদ্ধভাবে অন্যান্য প্রতিবাদ কর্মসূচির মতো রোববারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনমোড়ে মোড়ে দুই শতাধিক স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পাহারা বসিয়েছেন স্ব-স্ব থানা-ওয়ার্ড আওয়ামী লীগের নেতারাতবে ব্যতিক্রম দেখা গেছে ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনকেকাপ্তানবাজার মোড়ে লাঠি হাতে তাদের অবস্থান নিতে দেখা গেছেএ বিষয়ে কথা হয় ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলুর সঙ্গেতিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনপ্রতিরোধে জনগণের জানমাল রক্ষায় মাঠে আছিতিনি বলেন, আওয়ামী লীগ মাঠের রাজনীতিক দলআওয়ামী লীগ কখনো মাঠ ছেড়ে পালানোর দল না বলেও জানান তিনি
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে আগুন: এক দফা দাবিতে চলা আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর পরিবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামানের কার্যালয়ে আগুন দেয়া হয়েছেবেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেএর আগে চলমান অসহযোগ কর্মসূচিতে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছেএসময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছেতবে ভাঙচুর অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নিসরেজমিন দেখা যায়, গতকাল রোববার সকালে শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকার্মীরা প্রথমে ধাওয়া দেয়ার চেষ্টা করেপরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেনশাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী শূন্য শাহবাগের বিএসএমএমইউয়ের ভেতরে সরকারদলীয় নেতাকর্মীরা বহুতল ভবনের ছাদে আশ্রয় নেন
রাসেল স্কয়ারে স্বেচ্ছাসেবক লীগ: গতকাল  রোববার বেলা ১১টায় ধানমন্ডি রাসেল স্কয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনরুখে দিতে অবস্থান নেয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারাএ সময় সংগঠনের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জাতীয় পরিষদের নেতারা উপস্থিত ছিলেনআওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেছেন, বর্তমান আন্দোলন লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে চলছেতারেক রহমানের অপকর্ম ও তাকে কে কীভাবে টাকা পাঠায় এসব ঢাকতে কোমলমতি শিক্ষার্থীদের মাঠে নামানো হয়েছেশিক্ষার্থীদের হাতে এখন আন্দোলন নেইতিনি বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া সব মেনে নেয়া হয়েছেএখন আর আন্দোলনের নামে মাঠে থাকার কোনো কারণ নেই
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য