পাওনা টাকা নিয়ে বিরোধে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড সানারপাড় বটতলা এলাকায় জিয়া হাওলাদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। জিয়া শরিয়তপুরের জাজিরা উপজেলার দায়মুউদ্দিন হাজীরকান্দি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তিনি একটি টাউজার কারখানার শ্রমিক ছিলেন। নিহতের মামাতো ভাই রিফাত বলেন, হিজবুল্লাহ নামে এক যুবক জিয়ার কাছে কিছু টাকা পেতো। এ নিয়ে বিরোধে হিজবুল্লাহসহ কয়েক জন জিয়াকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে সেখান থেকে তাকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাচ্চু মিয়া বলেন, গত শুক্রবার রাতে গুরুতর অবস্থায় জিয়াকে ঢামেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৯টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

নারায়ণগঞ্জে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা
- আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১২:০১:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১২:০১:১০ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ