ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
কোটা আন্দোলন

স্বামী হারিয়ে ৩ সন্তান নিয়ে অকূল পাথারে আকলিমা আক্তার

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০১:৪১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০১:৪১:২৮ অপরাহ্ন
স্বামী হারিয়ে ৩ সন্তান নিয়ে অকূল পাথারে আকলিমা আক্তার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
জানি না সন্তানদের নিয়ে বাকি জীবনটা কাটাবো? সবার কাছে আমার একটাই চাওয়া আমাকে একটা চাকরির সুযোগ করে দিনআমি আমার তিন সন্তানকে নিয়ে কোনোরকম বেঁচে থাকতে চাই
এভাবেই কথাগুলো বলছিলেন কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া সৈয়দ মোস্তফা কামাল রাজুর (৩৬) স্ত্রী আকলিমা আক্তারগত ২০ জুলাই দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের ডাচ বাংলা ব্যাংকের পেছনে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলাকালে একটি গুলি রাজুর মাথায় আঘাত হানে২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়নিহত রাজু লক্ষ্মীপুরের রামগঞ্জের মৃত সৈয়দ আব্দুল করিমের ছেলেছয় ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেনসিদ্ধিরগঞ্জের গোধূলি হলের সঙ্গে একটি গাড়ির গ্যারেজ ছিলস্ত্রী আর তিন সন্তান নিয়ে সেখানে থাকতেন রাজু
রাজু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারীগ্যারেজ ব্যবসায়ী হিসেবে তার বেশ পরিচিতি ছিল এলাকায়অনেকে গাড়ির ইঞ্জিনিয়ারবলেও ডাকতেন তাকে
নিহত রাজুর তিন সন্তানবড় মেয়ে আয়েশা (১৩) কওমি মাদরাসায় পড়েছেলে সৈয়দ রাইয়ান আব্দুল্লাহ (১১) ও ছোট সৈয়দ আবু বকরও (৫) মাদরাসার ছাত্রওইদিনের ঘটনার বর্ণনা দিয়ে নিহত রাজুর স্ত্রী আকলিমা আক্তার বলেন, আমার স্বামী কঠোর পরিশ্রমী ছিলেনযখন গ্যারেজ থেকে বাসায় ফিরতেন সবসময় তার হাতে কালি লেগে থাকতোসংঘর্ষের দিন দুপুরে উনি বাসায় খেতে আসেনখাওয়া শেষে বাইরে গুলির শব্দ শুনতে পেয়ে বাড়ির ছাদে যান কী হয়েছে তা দেখতেছাদ থেকে দেখতে পান সড়কে অনেক মানুষতখন তিনিও ছাদ থেকে নেমে বাইরে চলে যানএসময় হঠাৎ তার পাশে একজন গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েনতিনি তাকে ধরতে গেলে তার মাথায় একটি গুলি লাগে
গুলিবিদ্ধ হওয়ার পরই তিনি হামাগুড়ি দিয়ে বাসার নিচ আসেনতখন তার পুরো শরীর ছিল রক্তাক্তস্বামীর এ অবস্থা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলিতারপর তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টায় ডাক্তার অপারেশন করে সাধারণ ওয়ার্ডে দেয়কিছুক্ষণ ওয়ার্ডে থাকার পর অবস্থা খারাপ হলে তাকে লাইফ সাপোর্ট দিতে আইসিউতে নিয়ে যান ডাক্তাররাসেখানে নেয়ার একদিন পর রাত দেড়টায় দিকে তিনি মারা যানপরে বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়
বিলাপ করতে করতে আকলিমা আক্তার বলেন, স্বামীর টাকা দিয়ে আমাদের পরিবার ও গ্রামে থাকা তার মা চলতেনএভাবে চলতে কষ্ট হচ্ছিল বিধায় ২৪ জুলাই সিঙ্গাপুর যাওয়ার কথা ছিলকিন্তু আল্লাহ এর আগেই তাকে দুনিয়া থেকে নিয়ে গেলোআমার সুখের সংসার শেষ হয়ে গেলোজানি না সন্তানদের নিয়ে বাকি জীবনটা কাটাবো? সবার কাছে আমার একটাই চাওয়াÑআমাকে একটা চাকরির সুযোগ করে দিনআমি আমার তিন সন্তানকে নিয়ে কোনোরকম বেঁচে থাকতে চাইএ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননিসিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, রাজু কীভাবে মারা গেছেন তা আমার জানা নেইবিষয়টি তদন্ত করে দেখা দরকার
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ