ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

শিবচরে পাটের ফলন কম হওয়ার শঙ্কা

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০১:৩৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০১:৩৫:৫৫ অপরাহ্ন
শিবচরে পাটের ফলন কম হওয়ার শঙ্কা
মাদারীপুর প্রতিনিধি
ফলন ভালো হওয়ায় মাদারীপুর জেলার শিবচরে প্রতিবছরই বিস্তীর্ণ ফসলের জমিতে পাটের আবাদ করে থাকেন কৃষকরাঅন্যান্য ফসলের পাশাপাশি উপজেলায় ফসলের জমিতে শীতকালে সরিষার আবাদ, নিয়মিত নানা জাতের ধান এবং এই মৌসুমের ফসলের মধ্যে পাট থাকবেইবাজার দর ওঠানামা করলেও পাটের মৌসুমে শিবচরের প্রায় সব এলাকাতেই কমবেশি পাট চাষ হয়ে থাকেতবে উপজেলার বহেরাতলা, বাঁশকান্দি, কুতুবপুর, কাদিরপুর ইউনিয়নের বেশির ভাগ জমিতে কৃষকেরা পাট চাষ করেন। 
গত বছরের তুলনায় চলতি বছর বেশি জমিতে পাট চাষ করা হলেও ফলন কম হওয়ার শঙ্কা রয়েছে এবারগত ঘূর্ণিঝড় রেমালের সময় জমিতে কেবল পাট গজিয়েছিলতখন ঝড়ের প্রভাবে পাট বেশ ক্ষতিগ্রস্ত হয়এছাড়া এবার বর্ষার শুরুতেই জমিতে পানি প্রবেশ করায় পরিণত হওয়ার আগেই পাট কাটতে হয়েছেসব মিলিয়ে চলতি বছর ফলন কিছুটা কম হওয়ার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কুতুবপুর, কাদিরপুর, বাঁশকান্দি, বহেরাতলা, নিলখী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে পাটের আবাদ করেছেন কৃষকরাএই এলাকার পাট খেতে বন্যার পানি এ বছর আগাম প্রবেশ করায় পাট কাটতে হচ্ছে কৃষকদেরকোনো কোনো স্থানের জমির পাট এখনও পরিণত পর্যায়ে আসেনিপানিতে খেত ডুবে যাওয়ায় পাট কেটে জাগ দিতে হচ্ছে তাদেরএতে করে পাটের ভালোআঁশ পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে বলে জানিয়েছে কৃষকরা। 
এদিকে বন্যার পানি আগেভাগেই খেতসহ খাল-বিলে প্রবেশ করায় পাট জাগ দেয়া নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে না চাষিদের।  কৃষকরা জানিয়েছেন, গত বছর পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছিলজমি থেকে দূরবর্তী স্থানে নিয়ে পাট জাগ দিতে হয়েছেএতে করে খরচ বেড়ে গিয়েছিলতবে এবার পাট কেটে খেত এবং সংলগ্ন খাল-বিলেই জাগ দিতে পারছেনফলে পরিবহন খরচ আর লাগছে নাএদিকে উৎপাদন খরচ কিছুটা কম হচ্ছেবাজারদর ঠিক থাকলে লাভের মুখ দেখবেন বলেও আশা করেন কৃষকরাশিবচরের উৎরাইল হাট, চান্দেরচর হাট এবং মাদবরেরচর হাটসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে পাটের বাজারদর রয়েছে মণপ্রতি ২ হাজার ৮শথেকে ৩ হাজার ২শ টাকা পর্যন্তগত মঙ্গলবার উপজেলার উৎরাইল হাটে মান অনুযায়ী ৩ হাজার ২শ টাকা মণ পর্যন্ত বিক্রি হয়েছে পাটবেশি দাম প্রাপ্তির আশায় অনেক চাষিরা নিজেদের ঘরে পাট মজুদও করে থাকেন বলে জানা গেছে
উপজেলার উৎরাইল এলাকার কৃষক মো. আচমত আলী বলেন, দাম কম হলে বাজারে বিক্রি না করে অনেক ফসলই আমরা রেখে দেইপাটও রাখা হয়এ বছর এখন পর্যন্ত ৩২শ টাকা মণে বিক্রি হচ্ছে পাটআমার খেতের পাট এখনও ওঠেনিজাগ দেয়া হয়েছেআশাকরি ভালো দাম পাওয়া যাবেতবে পাটের ফলন কিছুটা কম হয়েছেগত ঝড়ে অনেক পাটের ক্ষতি হয়েছে
কৃষি সম্প্রসারণ অধিদফতর মাদারীপুরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দ বলেন, এবার পাট চাষিদের জন্য একটি বড় সুবিধা হচ্ছে আগাম বৃষ্টিপাতফলে চাষিরা পাট কেটে খেতের পাশেই জাগ দিতে পারছেতাতে করে পরিবহন খরচ হচ্ছে নাতাছাড়া খেতে পানি থাকায় ওই জমিতেই পাট কেটে আবার রোপা আমন লাগাচ্ছেন চাষিরাতবে আগাম বৃষ্টিপাতের কারণে জমিতে পানি থাকায় পাট কিছুটা আগেই কেটে ফেলা হচ্ছেযে পাট এক মাস পরে কাটা হতো তা আগেই কাটা হচ্ছেএতে ফলন কিছুটা কম হতে পারেতাছাড়া ঘূর্ণিঝড় রেমালেও কিছুটা ক্ষতি হয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য