ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

ধান আবাদে কুড়িগ্রামের চাষিরা

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০১:৩৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০১:৩৪:৫৫ অপরাহ্ন
ধান আবাদে কুড়িগ্রামের চাষিরা
কুড়িগ্রাম প্রাতিনিধি
প্রতিকূল আবহাওয়া ও জাগ দেয়ার জায়গা না পাওয়ায় কুড়িগ্রামে প্রতিবছরই কমছে পাটের আবাদবর্তমানে চাষিরা বাংলাদেশের সোনালি আঁশ খ্যাত এই ফসলটির আবাদ বাদ দিয়ে ধান চাষের প্রতি মনোযোগী হয়েছেনকৃষকরা বলছেন, কোনো কোনো মৌসুমে আবাদ ভালো হলেও জাগ দেয়ার জায়গা না পাওয়া পাট চাষ ছেড়ে দেয়ার অন্যতম একটি কারণ।  কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ১৭ হাজার ৯৩৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ফসলটি চাষ হয়েছে ১৭ হাজার ২৬৫ হেক্টর জমিতেলক্ষ্যমাত্রার চেয়ে ৬৭০ হেক্টর কম জমিতে পাটের আবাদ হয়েছেখোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ বছর আগেও কুড়িগ্রাম জেলায় প্রতি মৌসুমে পাটের আবাদ ছিল ২০ হাজার হেক্টর বেশি জমিতেকুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কৃষক আফজাল হোসেন বলেন, আগে প্রায় এক একর জমিতে পাট আবাদ করতামএখন মাত্র ৪০ শতক জমিতে আবাদ করিতাও এক বছর পরপরপ্রতি বছর পাট লাগালে আবাদ ভালো হয় নাএবার লাগানো পাট এখনও জমিতে রয়েছেবন্যার কারণে পাটের গাছ কম বড় হয়েছেতিনি আরও বলেন, কোনো কোনো বার পাটের আবাদ খুবই ভালো হয়এমন মৌসুমও রয়েছে যাখন আবাদ একেবারেই হয় নাপাট জাগ দেয়ার জায়গাও পাওয়া যায় নারাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের কৃষক রব্বানী বলেন, গত দুই বছর ধরে পাট আবাদ করছি নাঅনেক ঝামেলার কাজজমিতে পাট আবাদ করলে তা গরু-ছাগলখেয়ে ক্ষতি করেতাছাড়া, পাট জাগ দেয়ার জায়গা পাওয়া যায় নাবাড়ির পাশে খাল ও নদী না থাকায় পাটের আবাদ ছেড়ে দিয়েছিএখন জমিতে ধান চাষ করছিকৃষকরা জানান, এক বিঘা জমিতে পাট চাষে খরচ হয় ১০ হাজার টাকার বেশিজমি থেকে পাট পাওয়া যায় ৭ থেকে ৮ মণ পর্যন্তআবাদ ভালো হলে ১০ মণ পর্যন্ত হয়কুড়িগ্রাম জেলা পাট পরিদর্শক মো. আব্দুল আউয়াল বলেন, চলতি মৌসুমে লাগানো পাট এখন পর্যন্ত ২০ ভাগ কর্তন করা হয়েছেবাজার প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ১৭০০-১৮০০ টাকায়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য