ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ

লবণাক্ততায় স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলের নারী ও শিশুরা

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০১:৩৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০১:৩৪:১৯ অপরাহ্ন
লবণাক্ততায় স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলের নারী ও শিশুরা
কয়রা (খুলনা) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের কারণে শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক ঝুঁকিতে খুলনার কয়রাসহ উপকূলের কয়েকটি উপজেলার নারী ও শিশুরাশত প্রতিকূলতার মধ্যেও এখানে বসবাস করছে স্থানীয় বাসিন্দারাসিডর, আইলা, বুলবুল, আমফান, সিত্রাং, মোখা, রেমালের মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ঘন ঘন আছড়ে পড়ছে উপকূলেএছাড়াও আছে নদীভাঙন, জলোচ্ছ্বাস, জলবদ্ধতা ও অতিবৃষ্টির প্রকোপফলে বার বার বিপদের সম্মুখীন হতে হচ্ছে উপকূলের দরিদ্র জনগোষ্ঠীর পরিবারের সদস্যদেরবিশেষ করে নারী ও শিশুদেরপ্রতিনিয়ত লড়াই-সংগ্রাম করে বাঁচতে হয় উপকূলের মানুষদেরনারী-পুরুষের দিনরাত সংগ্রামে জোগাড় হয় দুমুঠো খাবারবেশিরভাগেরই জানা নেই তাদের অধিকারের কথাকয়রা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার বলেন, জলবায়ু পরিবর্তনে প্রভাবে ক্ষতির হাত থেকে বাদ যাচ্ছে না কৃষকের ফসল, মৎসসম্পদ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবনঅতিরিক্ত গরমে মারা যাচ্ছে তাদের ঘেরের মাছ, আবার কখনো ভারি বৃষ্টিপাতে তলিয়ে যাচ্ছেঘূর্ণিঝড়, বন্যা, তাবদাহ এবং অতিবৃষ্টির কারণে অনেকদিন পর্যন্ত স্কুলে যেতে পারে না এসব অঞ্চলের শিক্ষার্থীরাকয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল মালেক বলেন, উপকূলীয় এলাকায় দরিদ্র্যের কষাঘাতে উল্লেখযোগ্যসংখ্যক শিশু শিক্ষাবঞ্চিত হচ্ছেবয়স্কদের পাশাপাশি এসব অঞ্চলের শিশুরা অল্প বয়সেই জলবায়ু পরিবর্তনে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিতবন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে হয় বাসস্থান হারানো ভয় তাদের মনেলবণাক্ত পানি ঢুকে ফসল ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়া যেন এসব অঞ্চলের নিয়মিত ঘটনাদুর্যোগকালীন বিদ্যালয়গুলো সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করা হয়তখন লেখাপড়ার করার সুযোগ থাকে নাঅনেকেই বাসস্থান হারিয়ে উন্নত জীবনের আশায় শহরমুখী, অনেকের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আর এতে করে বেড়েছে মেয়েদের বাল্যবিবাহের হারজলবায়ু এই পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় খুলনার কয়রা এলাকার অনেক পরিবার তাদের সন্তানদের ঝুঁকিপূর্ণ কাজে পাঠাতে বাধ্য হয়েছেআধুনিক এই যুগেও কুসংস্কারের কারণে জন্মের পর অবহেলায় বেড়ে ওঠে এসব অঞ্চলের মেয়ে শিশুরা নিরাপত্তাহীনতা ও পরিবারের বোঝা মনে করায় অল্প বয়সেই বিয়ের পিঁড়িতে বসতে হয় এখানকার অধিকাংশ মেয়ে শিশুদেরঅল্প বয়সে গর্ভধারণের ফলে বাড়ছে মা ও শিশু মৃত্যুসমুদ্রের পানির উচ্চতা বাড়ায় বিগত দিনের চেয়ে নদ-নদীতে এবং খাল বিলের পানিতে বেড়েছে লবণাক্ততানোনা পানি পানের কারণে নারীরা জরায়ুর রোগ, গর্ভপাত, স্পর্শকাতর স্থানে ক্ষত কিংবা অনেক জটিল রোগে ভুগছেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য