ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

কলমের অপব্যবহারে দায়ী কে?

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০১:০৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০১:০৩:১৫ পূর্বাহ্ন
কলমের অপব্যবহারে দায়ী কে?
আশীষ কুমার সেন
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কলম আজ অপব্যবহার হওয়ার ফলে বিবেকের ব্যারোমিটার বলে খ্যাত সংবাদকর্মীরা সমাজে ঘৃণিতপত্রপত্রিকার শেষ নেইদেশের আনাচে-কানাচে সাংবাদিকএন্ড্রোয়েট মোবাইল সবার হাতে, গলায় বাহারি ফিতায় ঝুলানো চক্চক্ েপরিচয়পত্রবাচ্চার খৎনা থেকে শুরু করে কনে-বরের বিয়ের দাওয়াতের ফুটেজও সাংবাদিকদের নিতে হয়জেনেছি, অনেক পত্রিকার ডেক্স রিপোর্টাদের নাকি পাতি রিপোর্টরা বকশিস না দিলে সংবাদ প্রচার বা প্রকাশ হয় নাঅনেক নামীদামি পত্রিকার সাংবাদিকরাও টুপাইসের জন্য হনহন করে ঘুরে বেড়ানঅথচ এই সাংবাদিকদের পবিত্র কলমই আমাদের ভাষা, পরাধীনতার পথে পথে গেয়েছেন মুক্তিযুদ্ধের জয়গান, ছড়িয়েছেন স্বাধীনতার মূলমন্ত্র মানুষ যাতে কষ্ট না পায়, যাতে মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পায়, সেই  মহাক্ষেত্র সৃষ্টি করাসহ মানবের কল্যাণে সাংবাদিকদের কলম চলেছেএখন তা প্রায় ভোঁতাকারণ, জনমানুষের প্রাণের নেতা, সাংবাদিক মুজিব নেইস্বাধীনদেশে নিপীড়িত, নির্যাতীত জনমানুষের অতন্দ্র প্রহরী হিসেবে যে  সংবাদকর্মীদের আবির্ভাব, তাদের চরিত্র কে নষ্ট করলো? কেনো তারা সংবাদ আবিষ্কারের জন্য মরিয়াভুলে গেলে চলবে না, অন্ধকারে আলো জ্বালানোই হলো আলোকিতদের কাজযদি এই আলোর ভেতর কুৎসিত অন্ধকার বিরাজ করে তবে এর দায়িত্ব বিবেকবান গোটা জাতির ঘাড়ে এসে পড়েকুৎসিত আলো থাকা, না থাকা সমান কথাআমাদের বুদ্ধিজীবীদের শ্রেণী বহুবিধবামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, নীলপন্থী, সাদাপন্থী সর্বোপরি তৈলপন্থীস্বাধীন বাংলার শৈল্পিক সাংবাদিক বঙ্গবন্ধু  সমালোচনা পছন্দ করতেনযার ফলে বঙ্গবন্ধু সরকারের আমলের সমালোচকরা অপপ্রচারে মেতে উঠার সুযোগ পায়ফলে যা হবার তাই হয়েছেমূলকথায় আসছি, সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন জাতিকে হতাশ করেছেকলংকিত করেছে সাংবাদিকতার পবিত্র কলমসংবাদ সৃষ্টির গোমর ফাঁক করে কুলাঙ্গারবিশেষণে  সাংবাদিকদের জর্জরিত করেছে দেশের খ্যাতনামা পত্রিকাটিঘটনা আবিষ্কার হয়েছে ২৬ মার্চেপ্রথম আলো পত্রিকার সাভার প্রতিনিধি শামসুজ্জামানের একটি রিপোর্ট সংশ্লিষ্ট পত্রিকার ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, ওই রিপোর্টের সারসংক্ষেপ, জাতীয় স্মৃতি সৌধের ফটকে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকা এক দিনমজুর শিশু, ওর নাম জাকির হোসেনএই শিশু প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে বলেছে, পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুমবাজারে গেলে ঘাঁম ছুটে যায়আমাগো মাছ মাংস আর চাইলের স্বাধীনতা লাগবোএই সংবাদ প্রথম আলোর ওয়েবসাইটে দিয়েই শেষ নয়আবার তা তাদের ফেইসবুক পেইজে শেয়ার করেছেবিষয়টি  ৭১ টিভি চ্যানেলের সাংবাদিকদের নজরে পড়েছেতারা নেমেছে অনুসন্ধানে, এবার তারা কি খুঁজে পেল, ‘প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান যে শিশুটির নাম উল্লেখ করেছে জাকির হোসেন৭১ টিভি চ্যানেলের সাংবাদিকরা ওই শিশুকে খুঁজে বের করে তার নাম পেয়েছে সবুজ আহমেদযে শিশুর বাবা রাজমিস্ত্রী, গ্রাম কুরগাঁও পাড়ায়শিশুর বয়স সাত বছর, সে প্রথম শ্রেণীতে পড়ে এবং স্কুল শেষে মাঝে মধ্যে ফুল বিক্রি করেএই শিশু জবানবন্দি দিয়েছে, প্রথম আলোর সাংবাদিক তার হাতে ১০ টাকা দিয়ে এই ছবি তুলেছেসংশ্লিষ্ট পত্রিকার দায়িত্বশীলরা, সারাদেশের জনমানুষের দুঃখ কষ্ট নিয়ে সচিত্র প্রতিবেদন করুক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কারা দায়ী, সরকার কেন তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না, রমজান চলছে, পৃথিবীর মুসলিম দেশগুলোতে খাদ্যজাত দ্রব্য ন্যাযমূল্যে দেওয়ার জন্য ব্যবসায়ীরা প্রতিযোগিতায় নেমেছে।  প্রতিবেশী দেশ ভারতেও রমজানে দ্রব্যমূল্যের দাম যাতে না বাড়ে, সেদিকে ব্যবসায়ীরা সর্তকঅথচ, বাংলাদেশ চিত্র ভিন্ন, মানসম্পন্ন ইফতার করতে একজনের পেছনে ব্যয় ৭৫ টাকাসাদামাটা ইফতারে যে ব্যয় ৩০টাকা, যা খেঁটে খাওয়া নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরেএ ধরনের বহুবিধ  সঙ্গতি কিংবা অসঙ্গতির খবর তারা  তুলে আনুক, এতে করে দেশের সর্বস্তরের জনমানুষের কাছে পত্রিকাটি অধিকতর পূজনীয় হবারই কথাছোটবেলায় মার মুখে শুনেছিলাম, ‘অতি বড় হবে নাগো ঝড়ে ভাঙবে মাথা, অতি ছোট হবে নাগো ছাগলে খাবে পাতাকোনো কিছু দাঁউ দাঁউ করে জ¦লতে গিয়ে ধপাস করে নিভে যাওয়ার বিষয়টি বিজ্ঞানসম্মতসত্য বলতে দ্বিধা নেই, প্রথম আলো এবং জনকণ্ঠ  পত্রিকা দুটি যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেএখনো প্রথম আলো পত্রিকাটি স্বাধীনতা বিরোধী রাজাকারদের তালিকা প্রকাশের দাবিটিকে জনগুরুত্বপূর্ণ দাবিতে পরিণত করতে লেখনি কর্ম অব্যাহত রেখেছেঅথচ সেই পত্রিকার রিপোর্টার, বার্তা সম্পাদকসম্পাদক ও প্রকাশক কি করে এক অবুঝ শিশুর হাতে ১০ টাকা হাতে ধরিয়ে দিয়ে ছবি তুলে? আবার এই অবুঝ শিশুর উদ্ধৃতি দিয়ে ৩০ লক্ষ শহীদের রক্ত, ২ লাখ মায়ের ইজ্জতের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার পবিত্রতা নষ্ট করে! আমার ধারণা, প্রথম আলো সংশ্লিষ্টরা ৭৪-এর কৃত্রিমজাল পরানো বাসন্তী আবিষ্কারের মিশনে নামতে পারে, সংবাদ আবিষ্কারক শামসুজ্জামান সরকারের জন্য সর্তক সংকেত।  

লেখক : নির্বাহী সম্পাদক, দৈনিক জনতা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য