ঢাকা , শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষকের নিয়োগ বাতিল শেখ হাসিনার ভাষণে বিপদে পড়েছে তৃণমূল আ’লীগ ৩২ নম্বর ইস্যুতে যে সুযোগ নিতে পারে ভারত হাসিনাকে প্রত্যর্পণ প্রশ্নে ভারতের রাজ্যসভায় আলোচনা সাভারে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া ভাঙচুর আগুন বিক্ষুব্ধদের বইয়ের টানে মেলা প্রাঙ্গণে বিলম্ব মাশুলে লোকসান গুনছেন ব্যবসায়ীরা সাংবাদিক মিরনের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে সমাবেশ নেত্রকোণায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন ভরাট হয়ে যাচ্ছে ইলিশের অভয়ারণ্য খরস্রোতা আন্ধারমানিক নদী আর্সেনালকে কাঁদিয়ে কারাবাও কাপের ফাইনালে নিউক্যাসেল গার্সিয়ার গোলে সেমিতে রিয়াল মাদ্রিদ সান্তোসের জার্সি জড়িয়ে মাঠে নামলেন নেইমার আবারও অজি শিবিরে ধাক্কা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা দিলো দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা আইনি নোটিশ পেয়ে বাংলাদেশ ছাড়লেন ইয়াসা আজ বিপিএল ফাইনাল প্রকাশ্যে এলো জেনিফার-বেন দম্পত্তি নিয়ে বিস্ফোরক তথ্য

মেট্রোরেল-এক্সপ্রেসওয়ে রাজধানীবাসীর স্বস্তি ফিরিয়ে আনুক

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০১:০১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০১:০১:১৭ পূর্বাহ্ন
মেট্রোরেল-এক্সপ্রেসওয়ে রাজধানীবাসীর স্বস্তি ফিরিয়ে আনুক


রাজধানীবাসীর চলাচলের ক্ষেত্রে অভূতপূর্ব স্বস্তি এনে দিয়েছিল মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েউত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাসে যেতে যেখানে আগে ব্যয় হতো ৩ ঘণ্টার বেশি সময়, সেই একই পথ মেট্রোরেলে পাড়ি দিতে নগরবাসীর সময় লাগে মাত্র ৩৫ মিনিটএতে মানুষের যানজটে বসে থাকার মতো ভোগান্তিই শুধু কমেনি, সময়ও বেঁচেছেএক্সপ্রেসওয়ের ক্ষেত্রেও বিষয়টি একইপরিতাপের বিষয়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দুষ্কৃতকারীরা নগরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে সঙ্গে এ দুটিকেও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেআমরা বিস্ময় ও কষ্টের সঙ্গে লক্ষ্য করেছি, কীভাবে নগরবাসীকে সেবা প্রদান করা স্থাপনা দুটির ওপর দুষ্কৃতকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছেশহরের অত্যাধুনিক ও অতিপ্রয়োজনীয় দুটি স্থাপনায় নিন্দনীয় এ হামলা যে রাষ্ট্রদ্রোহিতার শামিল, তা দেশপ্রেমিকমাত্রই স্বীকার করবেননগরবাসীর জীবনের কথা ভেবে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে তৈরি করা স্থাপনা দুটির কার্যক্রম সরকার নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছেপরিমাপ করে জানা গেছে, মেট্রোরেলের কাজীপাড়া এবং মিরপুর-১০ নম্বরে স্থাপিত স্টেশন দুটিতে ভাঙচুর চালিয়ে যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, তা মেরামতে অন্তত ১ বছর সময় লাগবেকোনো সন্দেহ নেই, এ দীর্ঘ সময় স্টেশন দুটির মাধ্যমে নিয়মিত যারা চলাচল করতেন, তারা সেবাবঞ্চিত হবেনএলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোলপ্লাজা দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ায় এটিরও পুরো কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছেবহির্বিশ্বে বাংলাদেশের উন্নয়নের স্বাক্ষর বহন করা স্থাপনা দুটিতে হামলার কারণে নগরবাসী শুধু সেবাবঞ্চিতই হয়নি, দেশও পিছিয়ে গেছেসেবাগ্রহীতাদেরও স্বাভাবিকভাবেই পুনরায় ভোগান্তির শিকার হতে হচ্ছেসড়কে দীর্ঘ যানজটে বসে আবারও কাটিয়ে দিতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টাঅপচয় হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা, রাজস্ববঞ্চিত হচ্ছে সরকারআমরা স্থাপনা দুটিতে হামলার পেছনে যারাই জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছিএকইসঙ্গে নগরবাসীর দুর্ভোগ লাঘবে স্থাপনা দুটির কার্যক্রম দ্রুত শুরু করা যায় কিনা, সরকারকে তা ভেবে দেখার আহ্বান জানাচ্ছিএতে করে নাগরিক জীবনের স্বাভাবিক ছন্দ কিছুটা হলেও ফিরে আসবে
পাশাপাশি সরকারও পুনরায় রাজস্ব আদায় শুরু করতে পারবেভুলে গেলে চলবে না, মেট্রোরেল হোক কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এসবই দেশের সম্পদ, জনগণই এর মালিকসরকারের পাশাপাশি এর রক্ষার দায়িত্বও আমাদেরনগরজীবনের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে সরকার আংশিক হলেও স্থাপনা দুটির কার্যক্রম দ্রুত চালু করার বিষয়ে আমরা ইতিবাচক খবরের অপেক্ষায়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য