ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণঅভ্যুত্থানের ভুয়া মামলা বাণিজ্য গণপিটুনিতে থামছে না হত্যাকাণ্ড ওয়ালটনের প্যাসেঞ্জার কার ব্যাটারি গ্রাভিটন উদ্বোধন করলেন কন্ঠশিল্পী তাহসান জুলুমের প্রতিবাদ করায় যাত্রী ফারুক এর উপর বাস স্টাফদের হামলা পুষ্টি কর্মসূচি শিশুস্বাস্থ্যে পরিবর্তন আনতে পারে যশোরে ১১ আ’লীগ নেতার আদালতে আত্মসমর্পণ ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২ হবিগঞ্জে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট স্মার্ট পর্যটন ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে আটাব-আরেফ মালয়েশিয়ায় আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সরকার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণজয়ন্তী উদ্বোধন করলেন রাষ্ট্রপতি উৎপাদনশীলতার দিকে এগিয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স শিল্পখাত আ’লীগ সরকারের সুবিধাভোগী জসিম মোল্লা এখন বিএনপি নেতা ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষকের খুটির জোর কোথায় ? দেশ গঠনে কোনও আপস করবো না -নাহিদ এবার অস্ত্র মামলায় রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকের প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদ বিশিষ্ট নাগরিকদের মালয়েশিয়ায় শ্রমবাজার হারানোর শঙ্কা পোরশায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

মেট্রোরেল-এক্সপ্রেসওয়ে রাজধানীবাসীর স্বস্তি ফিরিয়ে আনুক

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০১:০১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০১:০১:১৭ পূর্বাহ্ন
মেট্রোরেল-এক্সপ্রেসওয়ে রাজধানীবাসীর স্বস্তি ফিরিয়ে আনুক


রাজধানীবাসীর চলাচলের ক্ষেত্রে অভূতপূর্ব স্বস্তি এনে দিয়েছিল মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েউত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাসে যেতে যেখানে আগে ব্যয় হতো ৩ ঘণ্টার বেশি সময়, সেই একই পথ মেট্রোরেলে পাড়ি দিতে নগরবাসীর সময় লাগে মাত্র ৩৫ মিনিটএতে মানুষের যানজটে বসে থাকার মতো ভোগান্তিই শুধু কমেনি, সময়ও বেঁচেছেএক্সপ্রেসওয়ের ক্ষেত্রেও বিষয়টি একইপরিতাপের বিষয়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দুষ্কৃতকারীরা নগরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে সঙ্গে এ দুটিকেও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেআমরা বিস্ময় ও কষ্টের সঙ্গে লক্ষ্য করেছি, কীভাবে নগরবাসীকে সেবা প্রদান করা স্থাপনা দুটির ওপর দুষ্কৃতকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছেশহরের অত্যাধুনিক ও অতিপ্রয়োজনীয় দুটি স্থাপনায় নিন্দনীয় এ হামলা যে রাষ্ট্রদ্রোহিতার শামিল, তা দেশপ্রেমিকমাত্রই স্বীকার করবেননগরবাসীর জীবনের কথা ভেবে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে তৈরি করা স্থাপনা দুটির কার্যক্রম সরকার নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছেপরিমাপ করে জানা গেছে, মেট্রোরেলের কাজীপাড়া এবং মিরপুর-১০ নম্বরে স্থাপিত স্টেশন দুটিতে ভাঙচুর চালিয়ে যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, তা মেরামতে অন্তত ১ বছর সময় লাগবেকোনো সন্দেহ নেই, এ দীর্ঘ সময় স্টেশন দুটির মাধ্যমে নিয়মিত যারা চলাচল করতেন, তারা সেবাবঞ্চিত হবেনএলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোলপ্লাজা দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ায় এটিরও পুরো কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছেবহির্বিশ্বে বাংলাদেশের উন্নয়নের স্বাক্ষর বহন করা স্থাপনা দুটিতে হামলার কারণে নগরবাসী শুধু সেবাবঞ্চিতই হয়নি, দেশও পিছিয়ে গেছেসেবাগ্রহীতাদেরও স্বাভাবিকভাবেই পুনরায় ভোগান্তির শিকার হতে হচ্ছেসড়কে দীর্ঘ যানজটে বসে আবারও কাটিয়ে দিতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টাঅপচয় হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা, রাজস্ববঞ্চিত হচ্ছে সরকারআমরা স্থাপনা দুটিতে হামলার পেছনে যারাই জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছিএকইসঙ্গে নগরবাসীর দুর্ভোগ লাঘবে স্থাপনা দুটির কার্যক্রম দ্রুত শুরু করা যায় কিনা, সরকারকে তা ভেবে দেখার আহ্বান জানাচ্ছিএতে করে নাগরিক জীবনের স্বাভাবিক ছন্দ কিছুটা হলেও ফিরে আসবে
পাশাপাশি সরকারও পুনরায় রাজস্ব আদায় শুরু করতে পারবেভুলে গেলে চলবে না, মেট্রোরেল হোক কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এসবই দেশের সম্পদ, জনগণই এর মালিকসরকারের পাশাপাশি এর রক্ষার দায়িত্বও আমাদেরনগরজীবনের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে সরকার আংশিক হলেও স্থাপনা দুটির কার্যক্রম দ্রুত চালু করার বিষয়ে আমরা ইতিবাচক খবরের অপেক্ষায়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য