ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’

নারীর বিপক্ষে ‘পুরুষ বক্সার’ কলঙ্কিত প্যারিস অলিম্পিক

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৯:০০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৯:০০:৩৪ অপরাহ্ন
নারীর বিপক্ষে ‘পুরুষ বক্সার’ কলঙ্কিত প্যারিস অলিম্পিক
স্পোর্টস ডেস্ক
বক্সিং রিংয়ে সবেমাত্র ম্যাচ শুরু হয়েছেকিন্তু ম্যাচের বয়স ৪৬ সেকেন্ড পার না হতেই কাঁদতে কাঁদতে রিং ছাড়ছেন এক নারী প্রতিযোগীম্যাচের তখন ৮ মিনিটের বেশি খেলা বাকিএমন এক ঘটনাই ঘটেছে প্যারিস অলিম্পিকেমেয়েদের ৬৬ কেজি ক্যাটাগরিতে গত বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলেন ইমানে খেলিফ এবং অ্যাঞ্জেলা কারিনিতিন রাউন্ডের এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের খেলা শুরু হতেই রিং ছাড়েন ইতালির কারিনিপ্রতিটি রাউন্ড ৩ মিনিট করে হয়আলজেরিয়ার বক্সার খেলিফের দুই শক্তিশালী পাঞ্চ কারিনির মুখে লাগলে ইতালির বক্সারের নাক দিয়ে রক্ত ঝড়তে দেখা যায়রিংয়ে এমন রক্ত ঝড়তে অসংখ্যবারই দেখা গেছেতবে এবারের ঘটনাটি সম্পূর্ণ আলাদা।  কারিনি অভিযোগ করেছেন যে এমন শক্তিশালী পাঞ্চ কোনো মেয়ের হতে পারে নাইতালির বক্সার বোঝাতে চেয়েছেন খেলিফ আসলে নারী নন পুরুষতাই কয়েকটি পাঞ্চ বিনিময়ের পরেই রক্তাক্ত অবস্থায় হার মেনে নিয়ে রিং ছাড়েন কারিনিএর আগে নিয়ম অনুযায়ী হাত মেলানোর কথা থাকলেও খেলিফের সঙ্গে তা না করে রিংয়ে শিশুর মতো কাঁদতে দেখা যায় নারী বক্সারকেম্যাচ শেষে সংবাদমাধ্যমকে কান্নারত কারিনি বলেছেন,‘প্রথম আঘাতের পর নাক দিয়ে রক্ত ঝরছিলজাতীয় দলে প্রায়ই খেলিভাইয়ের সঙ্গেও অনুশীলন করিছেলেদের বিপক্ষে সব সময়ই লড়েছিকিন্তু আজ (গতকাল) খুব ব্যথা লেগেছে এরপর থেকেই খেলিফ ছেলে নাকি মেয়ে এ নিয়ে প্যারিস অলিম্পিকে সমালোচনা শুরু হয়জেন্ডার এলিজিবিলিটি নিয়ে বিতর্ক শুরু হয়খেলিফের জেন্ডার নিয়ে এর আগেও বিতর্ক হয়েছেগত বছর তো ভারতে হওয়া মেয়েদের বক্সিং চ্যাম্পিয়নশিপে খেলিফ এবং তাইওয়ানের বক্সার লিন ইউ-তিংকে অযোগ্য ঘোষণা করে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (আইবিএ)অবশ্য অলিম্পিকে দুজনই খেলেছেনতিন বছর আগে হওয়া টোকিও অলিম্পিকের মতো তাই প্যারিসেও সুযোগ পেয়েছেনখেলিফ ও লিনকে বিশ্বচ্যাম্পিয়নশিপে অযোগ্য ঘোষণা করার বিষয়ে আইবিএ এক বিবৃতি বলেছে,‘এলিজিবিলিটির শর্ত পূরণ করতে না পারায় মেয়েদের প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি তারা অলিম্পিকে খেলার অনুমতি পাওয়ার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে,‘অ্যাথলেটরা টেস্টোস্টেরন পরীক্ষায় অংশ নেননিকিন্তু স্বতন্ত্র ও স্বীকৃত একটি পরীক্ষায় অংশ নিয়েছেন, যেখানে সুনির্দিষ্ট বিষয়গুলো গোপনীয় থাকে দুই বক্সারকে নিয়ে তাই বির্তক শুরু হয়ে গেছেইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সমান পদক্ষেপ হয়নি জানিয়ে বলেছেন,‘যেসব অ্যাথলেটের মধ্যে পুরুষদের জিনগত বৈশিষ্ট্য রয়েছে, তাঁদের মেয়েদের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া উচিত নয় টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা ঘটনাটি দুঃখজনক বলে অভিযোগ করে তিনি বলেছেন,‘খেলিফ জৈবিকভাবে একজন পুরুষ ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,‘মেয়েদের খেলাধুলা থেকে ছেলেদের বাইরে রাখব আমি হ্যারি পটার বইয়ের লেখিকা জেকে রোলিং আরো এক কাঠি সরেস হয়ে বলেছেন,‘কারিনির সঙ্গে নির্মম অবিচারের জন্য চিরকালের মতো কলঙ্কিত হবে প্যারিস অলিম্পিকপরিশ্রম ও অনুশীলন করে এক তরুণ নারী বক্সার নিজেকে প্রস্তুত করেছিল, কিন্তু তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া হলোকারণ, রিংয়ে তার বিপক্ষে পুরুষকে খেলার অনুমতি দেওয়া হয়েছে তবে খেলিফ আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) পাশেই পাচ্ছেনআইওসির মুখপাত্র মার্ক অ্যাডামস বলেছেন,‘পাসপোর্ট অনুযায়ী তারা নারী ও তাদের নারী হিসেবেই বর্ণনা করা হয়েছেদুই অ্যাথলেটের বিরুদ্ধে চড়াও হওয়ার কারণ বিধিবহির্ভূত সিদ্ধান্ত (আইবিএর সিদ্ধান্ত)
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ