ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দ্বৈত নাগরিক সরকারি চাকুরেদের সন্ধান চলছে চারুকলায় ফ্যাসিস্টের মুখে আগুন ভোটে একমঞ্চে লড়বে ইসলামি দলগুলো মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায় যা আছে গাজায় গণহত্যা বন্ধের দাবি বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ঊর্ধ্বমুখী সবজিও সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই-ছায়ানট দিনেদুপুরে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আশা করি ড. ইউনূস কথা রাখবেন- সেলিমা রহমান লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি ৩ মাসে বন্ধ ৬৪৮ ইটভাটা জরিমানা ২৪ কোটি বাড়ির পাশে মিলল মা-ছেলেসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর চাঁদপুরে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ডেঙ্গুর তীব্র ঢেউয়ের শঙ্কা প্রতিরোধে প্রস্তুতি নেই অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার বার্তা চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল

ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৬:৪৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৬:৪৩:২২ অপরাহ্ন
ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর
জনতা ডেস্ক
জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যার পর ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ ওই কমান্ডার নিহত হওয়ার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রকেট নিক্ষেপের এই ঘটনা ঘটলশক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি অবশ্য গত প্রায় ১০ মাস ধরেই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে আসছেগতকাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি
হিজবুল্লাহ বলেছে, তারা দক্ষিণ লেবাননে মারাত্মক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায়বৃহস্পতিবার উত্তর ইসরায়েলে বহু সংখ্যক রকেট ছুড়েছেচলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল গোষ্ঠীটির শীর্ষ একজন কমান্ডারকে হত্যা করার পর এটিই তাদের প্রথম হামলাইরান-সমর্থিত এই গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, ‘(দক্ষিণাঞ্চলীয় শামা গ্রামে) ইসরায়েলি শত্রুর আক্রমণের প্রতিক্রিয়ায়... তারা ইসরায়েলে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছেইসরায়েলি সেই হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছিলইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, রকেট নিক্ষেপের কিছুক্ষণ পরই বিমান বাহিনী হিজবুল্লাহর লঞ্চারে আঘাত করেছে, মূলত সেখান থেকেই এসব রকেট নিক্ষেপ করা হয়েছিলএর আগে বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় চার সিরিয়ান নিহত হয়েছেনগত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল প্রায় প্রতিদিনই ওই অঞ্চলে গুলি বিনিময় করছেএক বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণাঞ্চলীয় শামা গ্রামে ইসরায়েলি হামলায়চার সিরিয়ান নাগরিক শহীদ হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছেমন্ত্রণালয় জানিয়েছে, ডিএনএ পরীক্ষা করা হলে এই সংখ্যা বাড়তে পারেএতে আরও বলা হয়, হামলায় লেবাননের পাঁচ নাগরিক আহত হয়েছেজরুরি পরিষেবা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতরা কৃষি শ্রমিক এবং তারা সবাই একই পরিবারের সদস্যএদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হওয়ার পর বৃহস্পতিবার চালানো এই হামলার মাধ্যমেই হিজবুল্লাহ প্রতিক্রিয়া জানালগোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, অভিযান আবার শুরু হবেতিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দল শুকরের হত্যার জবাব দিতে বাধ্যমূলত গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলিবিনিময় করছেহিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর এটিই ইসরায়েল-লেবানিজ সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনাবার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে ৫৪২ জন নিহত হয়েছেননিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধাএছাড়া নিহতদের মধ্যে ১১৪ জন বেসামরিক নাগরিকও রয়েছেনঅন্যদিকে হিজবুল্লাহর হামলায় ২২ ইসরায়েলি সৈন্য ও ২৫ বেসামরিক নাগরিকসহ মোট ৪৭ জন ইসরায়েলি নিহত হয়েছেএছাড়া নিয়মিত গোলাবর্ষণের কারণে সীমান্তের উভয়পাশে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য