ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২ লাগাতার বৃষ্টিতে ৩শ’ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত জনজীবনে দুর্ভোগ পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন বিএসএফ’র ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাস্তার কাজ শেষ না করেই বিল পাস গাজীপুরে বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে- রিজভী বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ

'পানি লাগবে' কথাটি এখনও কানে বাজে: সিয়াম

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৬:৩৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৬:৩৯:৪২ অপরাহ্ন
'পানি লাগবে' কথাটি এখনও কানে বাজে: সিয়াম
বিনোদন ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজগত বৃহস্পতিবার ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে শিল্পী থেকে শুরু করে নির্মাতারা জড়ো হতে থাকেনভয়হীন ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ চাই’, ‘সব হত্যাকাণ্ডের বিচার করো’, ‘হত্যা, সহিংসতা, গণগ্রেফতার, হয়রানি বন্ধ করো’- এরকম স্লোগানে প্রতিবাদের আওয়াজ তুলেন দেশের চলমান অরাজকতা, হত্যা, গুম, পুলিশের আটক অভিযানের বিরুদ্ধেএ সময় চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, ‘আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হন, এই যে আমাদের ছোট ভাই-বোনগুলো মারা গেল এগুলা দেখে রাতে ঘুমাতে পারবেন নাআমার তো রাতে ঘুম হয় নাএখনও কানে বাজে কারও পানি লাগবে? এটা যতদিন মাথায় থাকবে ততদিন আমরা শান্তিতে থাকতে পারব নাএই বাচ্চাগুলো তো কোনো অনৈতিক দাবি রাখিনি এ তাদেরকে এভাবে প্রাণ হারাতে হবেএর বিচার যতদিন না হবে বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে নাআমরা যারা বিনোদন জগতে কাজ করি তারা তো কোনো ইনডিভিজ্যুয়াল  কাউকে দেখানোর জন্য কাজ করি না, দেশের মানুষের জন্য কাজ করিএই যে ছাত্ররা যারা আমাদের প্রধান দর্শক, যাদেরকে আমাদের প্রয়োজন তাদের সঙ্গে যদি না দাঁড়াতে পারি তাহলে কেন কাজ করলাম! এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটারএ সময় আরও উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, আকরাম খান, নূরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, হাসান, আজমেরী হক বাঁধন, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আকতার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, সিয়াম আহমেদ, আশফাক নিপুণ, রাফিয়াথ রশিদ মিথিলা, তানজিম ওয়াহাব, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, শঙ্খ দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিফ আমিন, তাসনিয়া ফারিণ, হুমাইরা বিলকিস, শিবু কুমার শীলসহ অনেকে সংহতি প্রকাশ করেএ সময় তারা বলেন, সব হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণ-গ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে এখানে এসেছিঅবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা, সহিংসতা, গণগ্রেফতার হয়রানি বন্ধ করতে হবেবৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা দৃশ্যমাধ্যম শিল্পীসমাজব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার হয়রানির প্রতিবাদ করা হয়েছেএ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য