ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

শান্তি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নারীরা

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৪ ১২:২৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৪ ১২:২৫:৫৫ পূর্বাহ্ন
শান্তি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুক্রবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসে 'সেরা জয়িতা পুরস্কার ২০২৩' প্রাপ্তরা ফটোসেশনে অংশ নেন

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে আমরা অনেক পদক্ষেপ নিয়েছিপ্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী কোথাও মেয়েদের সুযোগ ছিল নাআমরা দায়িত্ব নেয়ার পর সেই সুযোগ করে দিয়েছিজাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নারীরা সবচেয়ে বেশি দায়িত্বপূর্ণ ভূমিকা রাখছেনতারাই সুনাম বয়ে আনছেন বাংলাদেশেরগতকাল শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদ্?যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর জাতির পিতা আমাদের একটা সংবিধান দিয়েছেন, সেই সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দিয়েছেননারীদের চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ কোটা নির্দিষ্ট করেছেন, চাকরির ক্ষেত্রে যাতে নারীরা সমান সুযোগ পেতে পারেসংসদের সংক্ষরিত নারী আসন দিয়েছিলেন যাতে করে নারী নেতৃত্ব গড়ে উঠতে পারেতিনি বলেন, জাতির পিতার ডাকে এ দেশের মানুষ অস্ত্র কাঁধে নিয়ে শত্রুর মোকাবিলা করেছেপাকিস্তানের হানাদার বাহিনী এদেশে গণহত্যা চালিয়েছেলাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিমুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানের শাসকরা আল-বদর বাহিনী, রাজাকার বাহিনী গড়ে তোলেআমাদের কিছু দেশীয় দালাল, তারা নারীদের ধরে নিয়ে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে দিয়ে দিতদিনের পর দিন তাদের ওপর পাশবিক অত্যাচার চলতোদিনের পর দিন তাদের ওপর অকথ্য নির্যাতন হয়সে নির্যাতিত মা-বোনদের আমি শ্রদ্ধা জানাচ্ছিতিনি আরও বলেন, নির্যাতিত নারীদের স্বাধীনতার পর উদ্ধার করা হয়নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য জাতির পিতা শেখ মুজিব পুনর্বাসন বোর্ড করে দেনপৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডাক্তার, নার্স নিয়ে আসেন তাদের চিকিৎসা করাতেকারণ অনেকে তখন অন্তঃসত্ত্বা, অনেকের অবস্থা খারাপ ছিলশারীরিক মানসিকভাবে তাদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেনআমার মা নিজে দাঁড়িয়ে থেকে অনেক মেয়েকে বিয়ে দেনএক সাথে অনেকের বিয়ের ব্যবস্থা করে দেনতাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দেনযারা বিয়ে করেন তাদের চাকরির ব্যবস্থা করে দেনজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই নির্যাতিত নারীদের বীরাঙ্গনা নাম দিয়ে তাদের সম্মাননা দিয়েছেনআমরা তাদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়েছি, তাদের অবদান ভোলার নয়
পুরুষদের বিরুদ্ধে বেশি কিছু বলে নিজের ভোট হারাতে চাই না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পুরুষদের বিরুদ্ধে বেশি কিছু বলে নিজের ভোট হারাতে চান নাতিনি বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের যে বৃত্তি দেই সেই বৃত্তির টাকা সরাসরি মায়ের নামে চলে যায়মোবাইল ফোনের মাধ্যমে সেই টাকা মায়ের নামে চলে যায়মায়ের নামে দিলে টাকাটা থাকে, কাজে লাগে আর সেটা সাশ্রয় হয়বাবার নামে দিলে সব সময় যে পাবে তা তো নাদেখা গেল জুয়া-টুয়া খেলে উড়িয়ে দিল বা দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে এসে খেয়ে সাবাড় করে দিলমা সবসময় সঞ্চয় করেমায়ের সব সময় সঞ্চয়ের মনোভাব আছেমুখে হাসি নিয়ে শেখ হাসিনা বলেন, আমি পুরুষদের বিরুদ্ধে কিছু বলছি নাবেশি কিছু বলে নিজের ভোট হারাতে চাই নাপ্রধানমন্ত্রী বলেন, আমরা নারীদের জন্য অনেক পদক্ষেপ নিয়েছিআমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি বর্ডার গার্ড, কোথাও নারীদের অবস্থান ছিল নাআমরা সেখানে একে একে সব বাহিনীতে মেয়েদের সুযোগ করে দেইমেরিন একাডেমিতে মেয়েদের পড়ারই সুযোগ ছিল নাসেটাও আমরা করে দিয়েছিআজ দেশে-বিদেশে মেয়েরা কাজ করছেআমাদের শান্তিরক্ষা মিশনে মেয়েরা সবচেয়ে ভালো কাজ করছেজাতিসংঘ এখন মেয়ে অফিসার চায়পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে আমাদের মেয়েরা দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেএকটা সুযোগ দিতে হয়, সুযোগ না দিলে হয় না
আমার মা বড় গেরিলা ছিলেন:  শেখ হাসিনা বলেছেন, আমি দেখেছি আমার মাকে, আমার বাবা সেই ১৯৪৮ সালে ভাষা আন্দোলন থেকে সংগ্রাম শুরু করেনযখন আমার বাবা কারাগারে থাকতেন, একদিকে সংসার, আমাদের মানুষ করার পাশাপাশি রাজনৈতিক দল করা, আন্দোলন সংগ্রামকে গড়ে তোলা, অত্যন্ত দক্ষতার সাথে কাজগুলো করে গেছেনতিনি যা করেছেন সবই পর্দার আড়ালে করেছেনআমার মা বড় গেরিলা ছিলেনগোয়েন্দা সংস্থাও কখনও ধরতে পারেনিতিনি বলেন, ১৯৪৮ সাল থেকে বাবার নামে গোয়েন্দাদের রিপোর্টগুলো আমি পড়ে দেখেছি, আমার মা যে গোপনে আন্দোলনরত আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মীর সাথে দেখা করা, তাদের দিক-নির্দেশনা দেয়া, আন্দোলন কীভাবে গড়ে তুলবে সেগুলো (দিক-নির্দেশনা) দেয়া... এই কাজগুলো যে করতেন... কখনও গোয়েন্দারা ধরতে পারেননিএজন্য তাদের কাছে রিপোর্টও নেইতবে আগরতলা ষড়যন্ত্র মামলা যখন দেয় তখন কয়েকবার আমার মাকে জিজ্ঞাসাবাদ করেধারণা ছিল তখন তাকেও গ্রেফতার করা হবেকিন্তু শেষ পর্যন্ত তারা সেই সাহস পায়নি
মেয়েরা বাংলাদেশের পতাকা এভারেস্টে  নিয়ে গেছে: মেয়েদের খেলাধুলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের মেয়েরা এভারেস্টে  বাংলাদেশের পতাকা নিয়ে গেছেপাশাপাশি খেলাধুলায়, অনেক সাধারণ ঘরের মেয়েরা স্বর্ণ জয় করে আনে, তারা তাদের দক্ষতা দেখায়মেয়েরা তো ফুটবল খেলায় ভারতকেও তিন-এক গোলে হারিয়ে দিয়েছেনেপালকে হারিয়েছেসবদিক থেকে তারা পারদর্শিতা দেখাচ্ছেআমরা সুযোগ করে দিচ্ছি তারা তাদের পারদর্শিতা দেখাচ্ছে
অর্থনৈতিক সচ্ছলতায় মেয়েরা অনেক গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সচ্ছলতা মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণআমি প্রথমবার নিয়ম করলাম যে প্রাইমারি শিক্ষকের ৬০ শতাংশ হবে নারীসেইভাবে আমরা একে একে কাজ শুরু করেছিআমরা কমিউনিটি ক্লিনিক করেছি সারা বাংলাদেশে২০০১-এ প্রথমবার করেছিলাম, খালেদা জিয়া ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দেয়সেখানে নারীরাই কাজ করেসেখানে হেল্প প্রোভাইডার হিসেবে প্রশিক্ষণ দিয়ে নারীদের কাজে লাগাই। 
নারী-পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দিয়েছেন বঙ্গবন্ধু: শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর জাতির পিতা আমাদের একটা সংবিধান দিয়েছেন, সেই সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দিয়েছেননারীদের চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ কোটা নির্দিষ্ট করেছেন, চাকরির ক্ষেত্রে যাতে নারীরা সমান সুযোগ পেতে পারেসংসদের সংক্ষরিত নারী আসন দিয়েছিলেন যাতে করে নারী নেতৃত্ব গড়ে উঠতে পারেতিনি বলেন, জাতির পিতার ডাকে এ দেশের মানুষ অস্ত্র কাঁধে নিয়ে শত্রুর মোকাবিলা করেছেপাকিস্তানের হানাদার বাহিনী এদেশে গণহত্যা চালিয়েছেলাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিমুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানের শাসকরা আল-বদর বাহিনী, রাজাকার বাহিনী গড়ে তোলেআমাদের কিছু দেশীয় দালাল, তারা নারীদের ধরে নিয়ে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে দিয়ে দিতদিনের পর দিন তাদের ওপর পাশবিক অত্যাচার চলতোদিনের পর দিন তাদের ওপর অকথ্য নির্যাতন হয়সে নির্যাতিত মা-বোনদের আমি শ্রদ্ধা জানাচ্ছিতিনি আরও বলেন, নির্যাতিত নারীদের স্বাধীনতার পর উদ্ধার করা হয়নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য জাতির পিতা শেখ মুজিব পুনর্বাসন বোর্ড করে দেনপৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডাক্তার, নার্স নিয়ে আসেন তাদের চিকিৎসা করাতেকারণ অনেকে তখন অন্তঃসত্ত্বা, অনেকের অবস্থা খারাপ ছিলশারীরিক মানসিকভাবে তাদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেনআমার মা নিজে দাঁড়িয়ে থেকে অনেক মেয়েকে বিয়ে দেনএক সাথে অনেকের বিয়ের ব্যবস্থা করে দেনতাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দেনযারা বিয়ে করেন তাদের চাকরির ব্যবস্থা করে দেনজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই নির্যাতিত নারীদের বীরাঙ্গনা নাম দিয়ে তাদের সম্মাননা দিয়েছেনআমরা তাদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়েছি, তাদের অবদান ভোলার নয়
সম্মাননা পেলেন ৫ জয়িতা: বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৫ নারীকে জয়িতা সম্মাননা দেয়া হয়েছে এই অনুষ্ঠানেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এ সম্মাননা তুলে দেনযারা সম্মাননা পেয়েছেন তারা হলেন ময়মনসিংহের আনার কলি, রাজশাহীর কল্যাণী মিনজি, সিলেটের চা শ্রমিক কমলী রবিদাশ, বরগুনার জাহানারা বেগম ও খুলনার পাখি দত্ত হিজড়ামহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি অনুষ্ঠানে সভাপতিত্ব করেনএতে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য