ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

ধর্ষণের মামলায় এসআই’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০১:৩৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০১:৩৫:৩০ অপরাহ্ন
ধর্ষণের মামলায় এসআই’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বগুড়ায় ধর্মীয় পরিচয় গোপন রেখে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেম ও বেড়ানোর ছলে ধর্ষণের অভিযোগে মামলায় মিথুন সরকার (২৯) নামে পুলিশের উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছেগত বুধবার বিকালে বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ আদেশ দেনগতকাল বৃহস্পতিবার আদালতের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনএ তথ্য দিয়েছেনআদালত সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত এসআই মিথুন সরকার ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের বয়ড়া পালপাড়া গ্রামের সুনীল সরকারের ছেলেতিনি গত বছরের জুনে বগুড়ার শেরপুর থানায় কর্মরত ছিলেনসাবেক স্বামীর বিরুদ্ধে খোরপোশের মামলার সহযোগিতা চাওয়া নিয়ে তার সঙ্গে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ছাত্রীর পরিচয় হয়এসআই মিথুন সরকার ধর্মীয় পরিচয় গোপন রেখে স্থানীয় ওই ছাত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলেনএকপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেগত বছরের ৩ জুন ওই শিক্ষার্থীর জন্মদিন ছিলমিথুন সরকার বেড়ানোর কথা বলে কৌশলে তাকে শেরপুরে খন্দকারটোলা এলাকায় এক মাদক ব্যবসায়ী ও পুলিশের সোর্সের বাড়িতে নিয়ে যানসেখানে তাকে ধর্ষণ করেনধর্ষণের শিকার ওই শিক্ষার্থী ঘটনাটি পরিবারকে জানায়পরিবার থেকে এসআই মিথুন সরকারকে ধরলে তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেনপ্রতারণা বুঝতে পেরে ওই শিক্ষার্থী গত বছরের ১৭ আগস্ট বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এসআই মিথুনের বিরুদ্ধে মামলা করেনমামলার পর পত্রিকায় রিপোর্ট হলে তাকে প্রথমে আদমদীঘি থানায় বদলি করা হয়দুদিন পর তাকে সাময়িক বরখাস্ত করে বগুড়া পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়এ ছাড়া প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মিথুন সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিলএদিকে আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়াকে নির্দেশ দেনতদন্তকারী কর্মকর্তা পিবিআই বগুড়ার ইন্সপেক্টর জাহিদ হোসেন মণ্ডল গত ১০ জুন দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেনসেখানে দুজন সাক্ষীর ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান ছাড়াও অন্যান্য তথ্য দেওয়া হয়প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, পুলিশের বিভাগীয় তদন্তেও ধর্ষণের অভিযোগের সত্যতা মিলেছেতবে ওই শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক হওয়ায় আসামি মিথুন সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আমলে নেওয়ার মতো অপরাধ করেননিএ ক্ষেত্রে তিনি উচ্চ আদালতের একটি রায়ের উদাহরণ দেনতদন্তকারী কর্মকর্তা ওই আসামিকে বাঁচানোর চেষ্টা করেনধর্ষণের শিকার ওই বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী পিবিআই কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনের বিরুদ্ধে গত ৩০ জুন আদালতে নারাজির আবেদন করেনআদালতের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন জানান, তদন্তকারী কর্মকর্তার অনুসন্ধান প্রতিবেদন এবং ছাত্রীর দাখিল করা কথপোকথনের রেকর্ড পর্যালোচনা করে আসামি মিথুন সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারার উপাদান আছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়এর পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেনআদেশটি পালন করতে আদালত থেকে এর অনুলিপি গত বুধবার বগুড়ার পুলিশ সুপার ও রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে পাঠানো হয়েছেবগুড়ার পুলিশ সুপার (এসপি) জাকির হাসান বলেন, সাময়িক বরখাস্ত এসআই মিথুন সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদালতের আদেশ গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাতে পাইনিপেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য