ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে নিয়ে ঘরে ফিরলেন রাবির শিক্ষকরা

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০১:৩১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০১:৩১:৪৩ অপরাহ্ন
তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে নিয়ে  ঘরে ফিরলেন রাবির শিক্ষকরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সন্দেহজনকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আটক পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিন জনকে ছাড়িয়ে এনেছেন শিক্ষকরাগত বুধবার বিকাল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত থানায় অবস্থান নিয়ে তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে আনেন তারাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে থেকে ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সৈয়দ সামিউল বাসিত ও মাজেদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী নাইম ইসলামকে আটক করে পুলিশএ ছাড়া বিকাল সাড়ে ৩টার দিকে নগরের মহিষবাথান এলাকা থেকে পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাত হাসান এবং আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রত্যয়কে আটক করা হয়এদের মধ্যে সামিউল বাসিত, মাজেদ হাসান ও নাইম ইসলামকে মতিহার থানা পুলিশ, প্রত্যয়কে রাজপাড়া থানা পুলিশ এবং রিফাত হাসানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেপরে রিফাত হাসানকেও গত বুধবার মধ্যরাতে রাজপাড়া থানায় পাঠানো হয়আটকের খবর জানাজানি হলে বিকালের দিকে রাবির বিভিন্ন বিভাগের শিক্ষকরা থানায় ছুটে যানএর মধ্যে মতিহার থানায় আটক ছাত্রদের মুক্তির দাবিতে অবস্থান নেন ইংরেজি বিভাগের অধ্যাপক রোবাইদা আখতার, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটন, অধ্যাপক আল মামুন, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, নাট্যকলা বিভাগের অধ্যাপক মো. হাবিব জাকারিয়াসহ অন্তত ২০ জননিজ বিভাগের শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে ডিবি কার্যালয়ে যান পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব, অধ্যাপক আবদুর রাজ্জাক সরকার, অধ্যাপক সামিউল ইসলাম সরকারসহ আরও কয়েকজনএ ছাড়া রাজপাড়া থানায় অবস্থান নেন আইন বিভাগের সভাপতি সাঈদা আঞ্জুসহ বেশ কয়েকজন শিক্ষকপরে পাঁচ শিক্ষার্থীর মধ্যে নগরীর মতিহার থানায় আটককৃত তিন শিক্ষার্থী সৈয়দ সামিউল বাসিতমাজেদ হাসান এবং নাইম ইসলামকে ছাড়িয়ে নিয়ে ঘরে ফেরেন রাবির শিক্ষকরারাজপাড়া থানায় আটক দুই শিক্ষার্থীকে ছাড়ার কথা থাকলেও তাদের আর পরে ছাড়া হয়নিআটক করার বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ওসি শেখ মো. মোবারক পারভেজবলেন, আমরা সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসিআমরা প্রাথমিকভাবে যাচাই-বাছাই করেছিআরও যাচাই-বাছাই চলছেএর মধ্যে তাদের শিক্ষকরা এসেছিলেনপরে তাদের জিম্মায় আটককৃতদের প্রেরণ করেছিএর আগে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে গত বুধবার সারা দেশে মার্চ ফর জাস্টিসকর্মসূচি পালনের ঘোষণার অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কর্মসূচি পালনের ঘোষণা দেনশিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হওয়ার কথা ছিলকিন্তু সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়কোর্ট এলাকাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করায় শিক্ষার্থীরা জড়ো হতে পারেননিএর মধ্যে বিকাল ৩টার দিকে কোর্ট এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স