কোটা আন্দোলনে সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার স্পিকার প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে স্পিকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে আহতদের চিকিৎসার খোঁজ নেন। এরপর আহতদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও যান তিনি। ড. শিরীন শারমিন চৌধুরী কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, হুইপ সাইমুম সরওয়ার কমল এবং হুইপ সানজিদা খানম। আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালামসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন স্পিকার
- আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:২১:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১২:২১:৩২ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ