ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

ইন্টারনেট বন্ধ থাকায় ই-কমার্সে ক্ষতি ১৭০০ কোটি টাকা : ই-ক্যাব

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:১৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১২:১৮:৫৫ অপরাহ্ন
ইন্টারনেট বন্ধ থাকায় ই-কমার্সে ক্ষতি ১৭০০ কোটি টাকা : ই-ক্যাব
অর্থনৈতিক রিপোর্টার
ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ইকমার্স ও এফ-কমার্স খাতে প্রতিদিন অন্তত ১২০ কোটি টাকা ক্ষতি হয়েছেএ হিসাবে ইন্টারনেট বন্ধ হওয়ার পর থেকে গত ১৩ দিনে প্রায় ১৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)গত বুধবার বিকেলে রাজধানীর বনানীতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়ই-ক্যাবের সভাপতি শমী কায়সার জানান, ডিজিটাল মার্কেটার, কনটেন্ট ডেভেলপার, স্টার্টআপ এবং ক্ষয়ক্ষতি বিষয়ে সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইন্টারনেট বন্ধ থাকায় প্রথম ১০ দিনেই ক্ষতি হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকালিখিত বক্তব্যে শমী কায়সার আরও বলেন, ইন্টারনেট শাটডাউন, ধীর গতি এবং ফেসবুকহোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম দীর্ঘসময় বন্ধ থাকায় ব্যবসাবাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছেকমার্স ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেনএর প্রভাব সুদূরপ্রসারী, যা সরকারও অবগতউচ্চপর্যায়ের অনেককে আমরা বিষয়টি জানিয়েছিই-ক্যাব সভাপতি বলেন, দেশের ২০ লাখ উদ্যোক্তা ইন্টারনেটের ওপর নির্ভরশীলশুধু ফেসবুকভিত্তিক উদ্যোক্তা রয়েছেন ৫ লাখেরও বেশিপণ্য সরবরাহে রয়েছেন আরও ৮ লাখ মানুষপ্রতিবছরই এ সংখ্যা ২৫ শতাংশ হারে বাড়ছেফেসবুক চালু করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দ্রুত ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করে দেয়া হোকএকই সঙ্গে ভবিষ্যতে যাতে এভাবে ইন্টারনেট ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে না দেয়া হয়, সেদিকে সরকারকে নজর রাখতে হবেশমী কায়সার বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ফেসবুক কেন্দ্রিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাতাদের অনেকেই ব্যবসা বন্ধ করে দেয়া, কর্মীদের বেতন দিতে না পারার মতো সংকটে পড়েছেন
তাদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আমরা স্বল্প সুদে ও বিনা জামানতে ঋণ দেয়ার অনুরোধ করছিকয়েকটি সুপারিশ তুলে ধরে ই-ক্যাব সভাপতি বলেন, যারা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন তাদের ঋণ পরিশোধে যেন ৬ মাস সময় দেয়া হয়আন্তর্জাতিকভাবে ইতিবাচক ব্র্যান্ডিং করার পাশাপাশি বিনা জামানতে ক্ষতিগ্রস্তদের ঋণ দেয়ার ব্যবস্থার দাবি জানানো হয়এছাড়া এক মাসের জন্য যারা বিজ্ঞাপনের টাকা মেটাকে (ফেসবুক) পরিশোধ করেছেন, সেই টাকা যেন পুরোপুরি কেটে না নেয়া হয় মেটার সঙ্গে সে বিষয়ে যোগাযোগ করতে হবেবিজ্ঞাপনে ১৫ শতাংশ ভ্যাট সেটি প্রত্যাহার এবং উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্সের নবায়ন ফি মওকুফের দাবি জানানো হয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য