জনতা ডেস্ক
ইরানের রাজধানী তেহরানে হামাসপ্রধান ইসমাইল হানিয়া ও বৈরুতে হিজবুল্লাহর এক শীর্ষ নেতা নিহতের ঘটনায় ৩ ফ্রন্ট থেকে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে ইসরাইল। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে তার দেশ।
তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার কয়েক ঘণ্টা পর গত বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামাস, হুতি ও হিজবুল্লাহ’র বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। হানিয়ার পাশাপাশি বৈরুতে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর এক শীর্ষ নেতাও। দুটি ঘটনাই ইরানকে ক্ষিপ্ত করে তুলতে পারে বলেও আশঙ্কা নেতানিয়াহুর। তিনি বলেছেন, এ অবস্থায় কেউ প্রতিশোধমূলক হামলা চালালে ইসরাইলও সেটির উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। গত কয়েকদিনে শত্রুদের বিষ দাঁত ভেঙে ফেলা হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইসরাইল এখন তিনটি ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে। শত্রুদের বিভিন্ন অবস্থানে হামলার কথা উল্লেখ করলেও ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলে নাগরিকদের আমি বলতে চাই, আগামী দিনগুলো খুবই চ্যালেঞ্জিং। এজন্য প্রস্তুত থাকতে হবে। বৈরুতে হামলার পর বিভিন্ন জায়গা থেকে হুমকির খবর আসছে। আমরা যেকোনো হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। যেকোনো আগ্রাসনের জন্য ইসরাইলকে অনেক বড় মূল্য দিতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata