হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
হোমনায় মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তিতাস নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের উদ্যোগে গত বুধবার দুপুরে উপজেলা লঞ্চঘাটে রুই, কাতল, মৃগেলসহ ৩০ কেজি কার্প জাতীয় দেশীয় প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। এর আগে মৎস্যজীবী ও মৎস্যচাষিদের নিয়ে একটি র্যালির আয়োজন করেন। পরে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
হিলি (দিনাজপুর) থেকে মোফাজ্জল হোসেন
ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের আয়োজনে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ আবমুক্তকরণ করেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ। অন্যনাদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা কারুন নাহারসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে হাকিমপুর উপজেলার ৩ জন সফল মাছ চাষিকে ক্রেস প্রদান করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি
ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর সাতক্ষীরার আয়োজনে গত বুধবার কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
এরপর সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মৎস্য প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল প্রমুখ।
তারাকান্দা প্রতিনিধি
তারাকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা, র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গত বুধবার দুপুরে ভরবো মাছ মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদ্য নিয়ে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদিপ চক্রবর্তী রুনু ঠাকুর, ঢাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইকরামুল হক তালুকদার বানিহালা, চেয়ারম্যান আলতাফ হোসেন খন্দকার, তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌকির আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান। আলোচনা সভার পর পুরস্কার বিতরণ করা হয়।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ সেøাগানে ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ্ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এর সভাপতিত্বে আবু নছর মো, মাহ্ফুজুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, জাতীয় পুরস্কার প্রাপ্ত (মৎস্য) মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, ইউপি চেয়ারম্যান শামছুল হক, আকরাম হোসেন, জনতা ব্যাংক ব্যবস্থাপক মুসফিকুর রহমান আকন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি সাদিকুর রহমান তালুকদার প্রমুখ।
জাতীয় পুরস্কার প্রাপ্ত মফিজুল ইসলাম বলেন, আমরা ভালুকায় প্রতিকূলতার মাঝে মাছ চাষ করে আসছি। আমাদের ভালো কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। আমরা প্রশিক্ষণ পেলে মাছ চাষে আরো ভাল ভূমিকা রাখতে পারব বলে আশা করি।
ফরিদপুর প্রতিনিধি
ভাঙ্গায় বর্নিল আয়োজনের মধ্যে দিয়ে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদতফরের আয়োজনে শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনাসভা ও সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
গত বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদফতর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী। নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন। এর আগে আগত অতিথি ও মৎস্য চাষি, মৎস্য জীবিতের নিয়ে শোভাযাত্রা শেষে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
