হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দেশের সহিংস পরিস্থিতির মধ্যেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। প্রতিদিন ১৮ থেকে ২৫ ট্রাক পর্যন্ত কাঁচা মরিচ আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে। তবে আমদানি বাড়ায় পাইকারি ও খুচরা বাজারে দাম কমেছে কাঁচা মরিচের। পণ্যটি দাম কমায় স্তস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে। আর খুচরা বিক্রেতারা বলছেন, কয়েক দিনের মধ্য মরিচের দাম আরও কমে আসবে।
গত বুধবার হিলি কাঁচা বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে বন্দরে পাইকারি বাজারে মানভেদে ১০০ কেজি দরে বিক্রি হচ্ছে। আর সেই কাঁচা মরিচ খুচরা পর্যায়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগে সেই কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে বাজারে দেশীয় কাঁচা মরিচ দু এক টা দোকানে দেখা মিললও একই দামেই বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে কেজিপ্রতি ৯০ টাকা আর খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৮০ টাকা কমছে কাঁচা মরিচের দাম। হিলি বাজারের খুচরা কাঁচা মরিচ বিক্রেতা শেখ বিপ্লব জানান, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে মোকামগুলোতে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যায়। এতে করে কাঁচা মরিচের দাম উঠে ২০০ টাকা কেজিতে। তবে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বাড়ায় দাম কমে আসে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, দেশের বর্তমান পরিস্থিতির মধ্যেও হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা পণ্য, পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি অব্যাহত ছিল। তবে বর্তমানে বন্দর দিয়ে আগের চেয়ে কাঁচা মরিচ আমদানির পরিমাণ বেড়েছে। গত মঙ্গলবার ২৫টি ট্রাকে ২২৭ টন আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। দ্রুত যেন আমদানিকারকরা কাঁচা মরিচ খালাস করে নিতে পারেন সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
