ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

বলেশ্বর নদীর পাড়ে জিও ব্যাগ ফেলেও থামানো যাচ্ছে না ভাঙন

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:৪১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১২:৪১:৩০ পূর্বাহ্ন
বলেশ্বর নদীর পাড়ে জিও ব্যাগ ফেলেও থামানো যাচ্ছে না ভাঙন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
মঠবাড়িয়ার বড় মাছুয়া ইউনিয়নের বলেশ্বর নদীর পাড়ে জিও ব্যাগ ফেলেও রক্ষা হচ্ছে না নদী পাড় ভাঙননদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেয়া অপরিকল্পিত ভাবে জিও ব্যাগ ফেলে নদীপাড় রক্ষায় কোনো কাজে আসছে না বলে এলাকাবাসীর দাবি
জানা গেছে, ভাঙন রোধে স্টিমার ঘাটের ৩শ মিটারে ৮৫ লাখ টাকা ব্যায়ে জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে নাঘূর্ণিঝড় রেমালের এক টানা ১৮ ঘন্টা আঘাতের পরে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের স্টিমার ঘাট এলাকায় নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে এমনটাই দেখা গেছে গতকাল শুক্রবার সরোজমিনে গিয়েজলোচ্ছ্বাসে ও রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের ফলেও ভাঙন অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা
নদীভাঙনে ভুক্তভোগীরা জানান, সাধারণত বর্ষা মৌসুমের শুরু এবং শেষের দিকে ব্যাপক নদীভাঙন দেখা দেয়কিন্তু এ বছর ঘূণিঝড় রেমালের প্রভাবে বেড়িবাঁধগুলো ভাঙন দেখা দিয়েছে বেশীএই এলাকায় ইতিপূর্বে কয়েকবার জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধের চেষ্টা করা হয়েছে
কিন্তু কোনো ব্যবস্থাই কাজে আসছে নাভাঙনের ফলে মাছুয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছেমাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া এলাকার গৌতম পাল জানান, এই এলাকাটা অনেক বড় ছিলকয়েক বছর নদীভাঙনে বেশ কিছু অংশ বিলীন হয়ে গেছেঅনেক পরিবার ভিটেমাটি হারিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন
একই গ্রামের অতুল চন্দ্র সাহা জানান, বেড়িবাঁধ থেকে অনেক দূর পর্যন্ত ফসলি জমি ও বসতবাড়ি ছিল নদী ভাঙনে বিলীন হয়ে গেছেবালু উত্তোলনের ফলে নদীতে ভাঙন সৃষ্টি হয়কয়েক জায়গা দিয়ে জিও ব্যাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছেনদী থেকে বালু উত্তোলন বন্ধ হলে হয়তো ভাঙন রোধ করা সম্ভব হতো
বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার জানান, প্রতি বছরই নদীর পাড় রক্ষার নামে জিও ব্যাগ ফেলা হয়, কিন্তু প্রকল্প অনুযায়ী সঠিকভাবে কাজ না হওয়ায় তা কোনো কাজেই আসছে নাতিনি স্থায়ীভাবে ভাঙন রোধে ব্লক দিয়ে বেরিবাঁধ রক্ষা চানপিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্যার আগে বেড়িবাধগুলো পুন.নির্মাণ করতে হবেমঠবাড়িয়া উপজেলার মাছুয়া ইউনিয়নের স্টিমার ঘাট এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষা করার চেষ্টা করছিতিনি আরও জানান, বড় মাছুয়া স্টিমার ঘাট নদীর পাড় ভাঙন রক্ষার জন্য ৫০০ মিটার ব্লকের প্রায় ৪৭ কোটি টাকার প্রজেক্ট দেয়া আছে, বরাদ্দ পেলেই আমরা কাজ শুরু করবো
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য