ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে
৩ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭১৯ লিটার ডিজেল কেনাতেই ১২৫ কোটি টাকার বেশি গচ্চা উপজেলা নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে বিএনপি বিএনপির কোন নেতা নির্বাচনে অংশগ্রহণ করলে আজীবন বহিষ্কার হবেন

কম দামে বেচা তেল বেশি দামে কিনলো বিপিসি

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৪ ১০:৫৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৪ ১০:৫৫:৪৭ পূর্বাহ্ন
কম দামে বেচা তেল বেশি দামে কিনলো বিপিসি বিপিসি

বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে যেহেতু প্রতীক ছাড়া আওয়ামী লীগ উপজেলা নির্বাচন করছে, এজন্য বিএনপির যারা উপজেলা নির্বাচনে আগ্রহী তাদেরকে মৌন সম্মতি দেয়া হতে পারে, বিএনপি এক্ষেত্রে উপেক্ষার নীতি অনুসরণ করবে এমন কথা রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিল। বিএনপির যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক তারাও এনিয়ে তৎপর ছিলেন এবং বিভিন্ন স্থানে ইতোমধ্যেই সম্ভাব্য বিএনপির উপজেলা প্রার্থীরা মাঠে নেমেছেন, জনসংযোগ শুরু করেছেন। কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন যে, বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং উপজেলা নির্বাচনে যদি বিএনপির কোন নেতা অংশগ্রহণ করেন তাহলে তাকে আজীবন বহিষ্কার করা হবে। 
বিএনপির এ সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে তোলপাড় সৃষ্টি করেছে। বিশেষ করে উপজেলা নির্বাচনে আগ্রহী বিপুল সংখ্যক বিএনপির মাঠ পর্যায়ের নেতা এ সিদ্ধান্তে হতবাক। তারা মনে করছেন, এটি বিএনপির জন্য আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং এ সিদ্ধান্তের ফলে বিএনপির বহু নেতা দল ছেড়ে চলে যাবেন। এমনিতেই ২৮ অক্টোবরের পর থেকে বিএপিতে এক ধরনের হতাশা বিরাজ করছে। ৭ জানুয়ারীর নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত এবং আন্দোলনের ব্যর্থতার কারণে বিএনপির অনেক নেতাকর্মীই এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তারা এক ধরনের হতাশার মধ্যে আছেন। এর মধ্যে উপজেলা নির্বাচনের মধ্যে বিএনপির কঠোর অবস্থান দলটিকে আরও সংকটে ফেলবে বলে অনেকে মনে করছেন। 
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করে এক ধরনের কঠোর অবস্থানে গেলে এবং সেই অবস্থানে বিএনপি কতটুকু সংহত থাকতে পারবে সেটি দেখার বিষয়। বিভিন্ন সূত্র বলছে, বিএনপি একাধিক কারণে উপজেলা নির্বাচনে না যাওয়ার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির বিভিন্ন নেতারা বলছেন যে, উপজেলা নির্বাচনে যদি দলীয় নেতারা অংশগ্রহণ করতো তাহলে এ সরকারকে একটা বৈধতা দেয়া হয়। নির্বাচন কমিশনকেও বৈধতা দেওয়া হয়। বিএনপি যেহেতু ৭ জানুয়ারি নির্বাচন করেনি সে কারণে উপজেলা নির্বাচনও তাদের করা উচিত নয়। 
বিএনপির দ্বিতীয় যুক্তি হল, উপজেলা নির্বাচন করা হলে দলের শৃঙ্খলা ভেঙ্গে পড়বে, একাধিক ব্যক্তি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দলের যেহেতু তদারকি থাকবে না সেজন্য এই নির্বাচনের মাধ্যমে বিএনপিতে বিভক্তি আরও তীব্র হবে। তৃতীয়ত, বিএনপির কোন কোন নেতা মনে করছেন, তাদের যে সাংগঠনিক অবস্থা সে পরিস্থতিতে উপজেলা নির্বাচনে গেলে ভরাডুবি হবে। বিশেষ করে আওয়ামী লীগ যেহেতু এবার স্বতন্ত্র ভাবে নির্বাচন করছে, কাজেই নির্বাচনের মাঠে তাদের আধিপত্যই সবচেয়ে বেশি থাকবে। এরকম বাস্তবতায় উপজেলা নির্বাচন না করাই উচিত। 
তবে একাধিক মহল মনে করছেন যে, উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। নানা বিষয় বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত নেয়ার পিছনে তার প্রধান কারণ হচ্ছে, দলীয় মনোনয়ন দেয়া হবে না এবং মনোনয়ন বাণিজ্যও করা যাবে না। তাছাড়া বিএনপি যে অবস্থা নিয়ে ৭ জানুয়ারি নির্বাচন করেনি সে অবস্থান থেকে এখন তারা সরে এলে আন্তর্জাতিক মহলেও তাদের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হবে। বরং উপজেলা নির্বচনকে উপেক্ষার মাধ্যমে তারা ৭ জানুয়ারি নির্বাচনকে অস্বীকার করার অবস্থানেই থাকলো। কিন্তু বিভিন্ন মনে করছেন যে, উপজেলা নির্বাচন বর্জন করে বিএনপির কি লাভ হবে। বিএনপির অনেকেই মনে করেন এতে লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। কিন্তু সবচেয়ে বড় যে শঙ্কাটি বিএনপির মধ্যে বিরাজ করছে তা হল এই উপজেলা নির্বাচন করার ফলে বিএনপিকে হয়তো আরেকটা ভাঙ্গনের মুখোমুখি হতে হবে। কারণ বহু প্রার্থী দলের এই সিদ্ধান্ত মানবে না এবং তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে।

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স