ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোজাম্মেল বাবু ফারজানা রুপা ও শাকিল আহমেদ নতুন মামলায় গ্রেফতার উগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে-শিক্ষা উপদেষ্টা নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক শোক সংবাদ ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে সাজা শেষেও কারাগারে ১৫৪ বিদেশি বন্দি অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি কুয়েটের সাবেক ভিসিসহ ১৫ জনের নামে আদালতের নির্দেশে ২ মামলা সেই আলোচিত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ ডিএসসিসি’র নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড

সালথা-নগরকান্দায় পাটের ফলনে বিপর্যয় সোনালী স্বপ্ন নিয়ে চিন্তিত চাষিরা

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:৩৮:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১২:৩৮:৪৪ পূর্বাহ্ন
সালথা-নগরকান্দায় পাটের ফলনে বিপর্যয় সোনালী স্বপ্ন নিয়ে চিন্তিত চাষিরা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রতিবছর অন্তত ২৫ হাজার হেক্টর জমিতে সোনালী আঁশ পাট আবাদ করেন ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলার ১৮টি ইউনিয়নের প্রান্তিক কৃষকরাযে কারণে পাটচাষে বিখ্যাত এই দুটি উপজেলাবাণিজ্যিকভাবে পাট উৎপাদন করেই এখানকার কৃষকরা স্বাবলম্বীতবে গেল কয়েক বছর ধরে ভালো নেই পাট চাষিরাশতচেষ্টা করেও পাটচাষে সুদিন ফেরাতে পারছেন না তারাগত দুই বছর বর্ষার পানির অভাবে পাট জাগ দিতে পারেনি কৃষকরাএবার বৃষ্টির পানির অভাবে ও তীব্র দাবদাহের কারণে পাট গাছের বাড়ন্ত কম হয়েছে
বিগত বছরগুলোয় পাটচাষ করে ধরা খাওয়া কৃষকরা এবারও উৎপাদন খরচ ঘরে তুলতে পারবেন না বলে জানিয়েছেনএমন অবস্থায় পাটচাষ থেকে মুখ ফিরিয়ে নেয়া ছাড়া কোনো বিকল্প খুঁজে পাচ্ছেন না তারাতবে কৃষকদের দাবি, এবার পাটের ভালো দাম পেলে তারা এর চাষ করে টিকে থাকতে পারবেনআর যদি দাম কম পায়, তাহলে পথে বসে যেতে হবে তাদের
সালথা উপজেলা গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের পাটচাষি মোহাম্মাদ হোসেল মাহমুদ কালের কণ্ঠকে বলেন, ‘গত দুই বছর বর্ষার পানির অভাবে ঠিকমতো পাট জাগ দেয়া যায়নিমাটি খুঁড়ে পাট জাগ দিতে গিয়ে পাটের রঙ হারিয়েছিফলে রঙ হারানো পাট বাজারে নিয়ে অর্ধেক দামে বিক্রি করেছিএবার বৃষ্টির পানির অভাবে পাটের গাছ বেশি বড় হয়নিযে কারণে ফলনে বিপর্যয় ঘটেছেতিনি আরো বলেন, গত বছর প্রতিবিঘা জমিতে ১৭ থেকে ১৮ মণ পাট পেয়েছিএবার আমি ৮ বিঘা জমিতে পাট আবাদ করেছি
ইতোমধ্যে পাট কাটা ও আঁশ ছাড়ানো শুরু করেছিতাতে হিসাব করে দেখেছি এবার অর্ধেক ফলনও পাব নাপ্রতি বিঘায় ৭ থেকে ৮ মণ পাট পেতে পারিবর্তমানে বাজারে পাটের যে দাম তাতে উৎপাদন খরচও ঘরে তুলতে পারব নাতবে পাটের দাম বাড়লে উৎপাদন খরচ কিছুটা পুষিয়ে নিতে পারব। 
নগরকান্দার ছাগলদী গ্রামের পাটচাষি আমজেদ মাতুব্বর বলেন, পাটের ভরা মৌসুমে বৃষ্টির দেখা পায়নিএমনকি গভীর নলকূপেও পানি না পাওয়ায় স্যালোমেশিন দিয়ে ঠিকমতো সেচ দিতে পারিনিএমন অবস্থায় পাটের গাছ বেড়ে ওঠেনি
আর এখন বড় হওয়ার সুযোগও নেইসালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, সালথায় এবার ১৩ হাজার জমিতে পাট আবাদ হয়েছেনিচু জমিগুলোতে পানি চলে আসায় পাট কাটতে শুরু করেছে কৃষকরাআগাম পাট কাটায় ফলন অনেকটা কম পাওয়া যাচ্ছেআরো কয়েক দিন পর পাটগুলো কাটলে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা ছিলনগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোস বলেন, নগরকান্দায় এ বছর ১১ হাজার ৪৩৬ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছেবিপণকালে খরা এবং সময়মত বৃষ্টিপাত না হওয়াতে পাটের বৃদ্ধি আশানুরূপ হয়নিবর্তমানে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে এবং খালে-বিলে পানি রয়েছে
ইতিমধ্যে ৭০ শতাংশ পাট কর্তন হয়েছে এবং জাগ দেয়া চলছেগুণগত মানের আঁশ উৎপাদনে করতে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছেপাটের ভালো দাম পেলে ফলনের বিষয়টি কৃষকদের পুষিয়ে যাবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য