ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

বোলিংয়ে উজ্জ্বল সাকিব ৩ উইকেট শরিফুলের

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:১৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১২:১৯:৫০ পূর্বাহ্ন
বোলিংয়ে উজ্জ্বল সাকিব ৩ উইকেট শরিফুলের
স্পোর্টস ডেস্ক
প্রথম দুই ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের পর সবশেষটিতে খানিকটা খরুচে ছিলেন শরিফুল ইসলামফের স্বরূপে ফিরলেন তিনিদুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পে বেঁধে রাখতে রাখলেন বড় অবদাননিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসানওহ্যাটট্রিক জয়ের স্বাদ পেল তাদের দলকানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বুধবার সারে জাগুয়ার্সের বিপক্ষে সাকিব-শরিফুলদের বাংলা টাইগার্স মিসিসাগার জয় ৪ উইকেটেএকটা পর্যায়ে ৪৬ রানে ৮ উইকেট হারানো সারে শেষ বলে অলআউট হওয়ার আগে করে ১০১ রানবাংলা টাইগার্স একটা সময়ে চাপে পড়লেও লক্ষ্যে পৌঁছে যায় ৬ বল হাতে রেখে৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার শরিফুলডটবল খেলান তিনি ১৪টিআসরে প্রথম তিন ম্যাচে তার শিকার ছিল একটি করে উইকেটসাকিব এদিন ৪ ওভারে ২১ রানে নেন ২ উইকেটব্যাটিংয়ে অবশ্য ভালো করতে পারেননি তিনিবিশ ওভারের ক্রিকেটে টানা চার ম্যাচে দুই অঙ্ক ছোঁয়ার আগে আউট হওয়ার পর গত ম্যাচে ৩ ছক্কায় ১৫ বলে ২৪ রান করেছিলেন সাকিবএবার ৭ বলে করতে পারেন মাত্র ১ রানব্র্যাম্পটনে সারের ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পেয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন শরিফুলতৃতীয় বলে তিনি ফিরিয়ে দেন সুনিল নারাইনকেলেগ সাইডে খেলার চেষ্টায় বল আকাশে তোলেন ক্যারিবিয়ান অলরাউন্ডারওভারে স্রেফ ২ রান দিয়ে উইকেটটি পান শরিফুল
পাওয়ার প্লেতে নিজের দ্বিতীয় ওভারেও আঁটসাঁট বোলিং করেন তিনি, এবার দেন ৩ রানসাকিব বল হাতে নেন অষ্টম ওভারেদ্বিতীয় বলে চার হজম করলেও এক বল পর তিনি ফেরান ব্র্যান্ডন ম্যাকমুলানকে, স্টাম্পড হন এই স্কটিশ ব্যাটসম্যানওভারে ৫ রান দিয়ে উইকেটটি নেন সাকিবদশম ওভারে বোলিংয়ে ফিরে শেষ দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান শরিফুলতার অফ স্টাম্পের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন হামজা তারিকনিচু হওয়া ডেলিভারিতে এলবিডব্লিউ হন হারমিত সিংহ্যাটট্রিক না হলেও কোটার শেষ ওভারে মাত্র ৪ রান খরচ করেন শরিফুলচতুর্দশ ওভারে বোলিংয়ে ফিরে সাকিব দেন ৫ রাননিজের পরের ওভারে তৃতীয় বলে একটি চার হজম করেন তিনিতবে ওভারের শেষ বলে সেই ব্যাটসম্যান মার্কাস স্টয়নিসকে বোল্ড করে দেন বাঁহাতি স্পিনারএই ওভারে তিনি দেন ৬ রানকোটার শেষ ওভারে আরেকটি চার হজম করে ৫ রান দেন সাকিবস্টয়নিস ২৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করে ফেরার পর সারে একশ ছাড়াতে পারে মূলত লোগান ফন বিকের নৈপুণ্যে৩৭ বলে ৩১ রান করেন তিনিএই দুজন ছাড়া দুই অঙ্কে যেতে পারেননি দলটির আর কেউরান তাড়ায় সপ্তম ওভারে ২৭ রানে দলের দ্বিতীয় উইকেট পতনের পর উইকেটে যান সাকিবতবে টিকতে পারেননি তিনি
অফ স্পিনার নারাইনকে সুইপ করে বাউন্ডারির কাছে ধরা পড়েন বাংলাদেশের তারকা৪৫ রানে ৫ উইকেট হারানো দলকে জয়ের বন্দরে নিয়ে যান ডেভিড ভিসা২ ছক্কা ও এক চারে ১৯ বলে সর্বোচ্চ ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনিএর আগে বোলিংয়ে ১৭ রানে নেন ২ উইকেটম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতেইহারে আসর শুরুর পর টানা তৃতীয় জয়ে ছয় দলের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য