নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে নয়ন শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সবুজ কাজী নামে আরেক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। নিহত নয়ন শেখ (২৪) বয়রা গ্রামের কবিরুল হক শেখের ছেলে এবং পেশায় কৃষিজীবী ছিলেন। অন্যদিকে আহত সবুজ কাজী (৩২) নিহত নয়নের প্রতিবেশী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়নের অন্তঃসত্ত্বা স্ত্রী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সকালে তাকে দেখতে সবুজকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে হাসপাতালের দিকে রওনা হন নয়ন। কিছু দূর যাওয়ার পর হামলাকারীরা পথ আটকে নয়নকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় সবুজ ঠেকাতে গেলে তাকেও কোপানো হয়। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে নয়নের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, নয়নকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের ৯-১০টি কোপের চিহ্ন আছে। নয়ন শেখের ফুফাতো ভাই আবু তাহের বলেন, নয়নের চাচাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।
এর জেরে জুয়েল, আল-আমিন, আকাশ, ইমনসহ আরও কয়েকজন কুপিয়ে হত্যা করেছে। লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অব্যাহত আছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
