জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে ‘চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠন জামায়াতে ইসলামি ও ইসলামি ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ায় সন্তোষ প্রকাশ’ করেছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী ঘোষিত সন্ত্রাসবাদী জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় ছাত্র-জনতার দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের বিজয় হয়েছে। ‘জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার অংশ হিসাবেই ওই সংগঠনের সব পর্যায়ের সদস্যদের সন্ত্রাসবাদী হিসাবে তালিকাভুক্ত করে তালিকা প্রকাশ’ করার দাবি জানান তারা। জাসদের দুই নেতা ‘জামায়াত ও শিবিরসহ সন্ত্রাসবাদী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সব শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির’ প্রতি আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

জামায়াত-শিবির সদস্যদের সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত করুন : জাসদ
- আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:১২:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১২:১২:২০ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ