ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট
বিএসএমএমইউ বিশেষায়িত হাসপাতাল * দু’বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি * ৮৬ শতাংশ কম জনবল দিয়ে চলছে সেবা * রোগ নির্ণয়ে আধুনিক চিকিৎসাযন্ত্র অলস পড়ে রয়েছে * স্বল্পমূল্যের সেবা থেকে বঞ্চিত রোগী * ভুল ব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতির অভিযোগ

চিকিৎসাযন্ত্র ব্যবহারের আগেই নষ্ট হওয়ার শঙ্কা

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৪ ১২:১৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৪ ১২:১৫:০৭ পূর্বাহ্ন
চিকিৎসাযন্ত্র ব্যবহারের আগেই নষ্ট হওয়ার শঙ্কা
বিপুল টাকায় কেনা অত্যাধুনিক চিকিৎসাযন্ত্র ব্যবহারের আগেই নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেসরকার চিকিৎসায় বিদেশমুখিতা কমানো ও দেশেই প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক সেবা নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করে সুপার স্পেশালাইজড হাসপাতাল তৈরি করেছেকিন্তু প্রায় দুবছরেও হাসপাতালটিতে পূর্ণাঙ্গ সেবা চালু করা যায়নিফলে রোগ নির্ণয়ে কেনা ২৮৩ কোটি টাকায় আধুনিক চিকিৎসাযন্ত্র জনবল সংকটে অলস পড়ে রয়েছেমৌলিক পরীক্ষায় হাতেগোনা কয়েকটি যন্ত্র কালেভদ্রে ব্যবহার হলেও আদতে স্বল্পমূল্যের সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীআর দীর্ঘদিন জরুরি চিকিৎসাযন্ত্র এভাবে পড়ে থাকলে ব্যবহারের আগেই নষ্ট হওয়ার শঙ্কা রয়েছেমূলত ভুল ব্যবস্থাপনা, জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির কারণে চাহিদার ৮৬ শতাংশ কম জনবল দিয়ে ধুঁকে ধুঁকে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষায়িত এ হাসপাতালনিয়োগ জটিলতা না কাটলে পূর্ণাঙ্গ সেবা চালু সম্ভব নয়স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএসএমএমইউ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়সংশ্লিষ্ট সূত্র মতে, সুপার স্পেশালাইজড হাসপাতালের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি কেনা বাবদ দেড় হাজার কোটি টাকা খরচ হয়েছেএর মধ্যে ৪০৩ রকমের ৬ হাজার ৬১২টি চিকিৎসাযন্ত্র ৩৩ মিলিয়ন ডলারে কেনা হয়ওই সময় ১ ডলারের মূল্য ছিল ৮৬ টাকাসে হিসাবে ওসব যন্ত্র কিনতে টাকা লেগেছিল ২৮৩ কোটি২০২২ সালের আগস্ট ও ডিসেম্বরে দুই ধাপে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব যন্ত্রপাতি সরবরাহ করে দক্ষিণ কোরিয়ান বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান স্যামসাংযন্ত্রগুলো সেবার উপযোগী থাকলেও জনবল না থাকায় ৯০ শতাংশ যন্ত্রপাতি একদিনও ব্যবহার হয়নিওসব যন্ত্রের সর্বোচ্চ মেয়াদ রয়েছে তিন বছরফলে ব্যবহারের আগেই শেষ মেয়াদের প্রায় দুই বছরআগামী বছরের ডিসেম্বরের মধ্যে জনবল সংকটের সমাধান না হলে যন্ত্র রক্ষণাবেক্ষণে সরকারকে নতুন করে টাকা খরচ করতে হবেসরেজমিনে জানা যায়, সুপার স্পেশালাইজড হাসপাতালের ১০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখনো তালা ঝুলছেতাছাড়া ১০০ শয্যার জরুরি ইউনিট, ছয়টি ভিভিআইপি, ২২টি ভিআইপি ও ২৫টি ডিলাক্স কেবিনের কোনোটিই ব্যবহার হচ্ছে নাউদ্বোধনের পর কিছুদিন বেশ কিছু অস্ত্রোপচার হলেও এখন তাও বন্ধপূর্ণাঙ্গ সেবা চালু না হওয়ায় অন্য হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরাবিগত ২০২২ সালের সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হাসপাতালটি উদ্বোধন করেন৭৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ৩৯ রোগী ভর্তি আছেদৈনিক সর্বোচ্চ ১০০টি পরীক্ষা-নিরীক্ষা করা হয়বহির্বিভাগে দৈনিক গড়ে ৫০০ জনের সেবা দেওয়ার লক্ষ্য থাকলেও এখন সেবা পান মাত্র ১২৫ রোগীহাসপাতালে পড়ে থাকা যন্ত্র সচল রাখতে গত জানুয়ারিতে এক্সক্লুসিভ হেলথ চেকআপ চালু হয়তবে ছয় মাসে এ সেবা নিয়েছেন মাত্র ৫৮ রোগীসূত্র জানায়, আইসিইউতে চিকিৎসাধীন রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু আছে কিনা তা শনাক্তসহ ২৬টি পরীক্ষা-নিরীক্ষার জন্য দক্ষিণ কোরিয়া থেকে আরটিপিসিআর মেশিন কেনা হয়সম্প্রতি ওই মেশিনে ব্যবহার করা হয় চায়না কিটফলে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়যন্ত্রটি চালু করতে হাসপাতাল কর্তৃপক্ষ দক্ষিণ কোরিয়া সরকারকে চিঠি দিলে কোরিয়ার সরকার যন্ত্রটি মেরামতে একটি প্রকৌশলী দল পাঠায়এ মেশিন এক বছর পরপর সার্ভিসিং করতে হয়কিন্তু কেনা যন্ত্র দুই বছরে একবারও সার্ভিসিং করা হয়নিএ ছাড়া কোরিয়ার যন্ত্রে চায়না কিট ব্যবহার করা হলে যন্ত্রটি নষ্ট হয়ে যাবেতবে সংশ্লিষ্টদের দাবি, আরটিপিসিআর মেশিনটি সচল রাখতে পরীক্ষামূলকভাবে চায়না কিট ব্যবহার করা হয়এ ছাড়া এসব যন্ত্র দীর্ঘদিন পড়ে থাকলে নষ্ট হওয়ার শঙ্কা থেকেই যায়সুপার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষের এমন আচার-আচরণে ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়ার সরকারদ্রুত জটিলতা কাটিয়ে সেবা চালু করার অনুরোধ করে দেশটির সরকার চিঠিও দিয়েছেচিঠিতে উল্লেখ করা হয়, আরো একটি হাসপাতাল তৈরি করে দিতে চায় কোরিয়াতবে এ হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা চালু না করে ওই হাসপাতালের কাজ শুরু করা সম্ভব নয়সূত্র আরো জানায়, সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন অন্তত ২ হাজার ৭০০ জনকিন্তু এখন জনবল আছে মাত্র ৩৮৪ জনসব শেষ নিয়োগে প্রশ্নপত্র ফাঁস ও বিতর্কের কারণে জটিলতা তৈরি হয়েছেযে কারণে ৮৬ শতাংশ কম জনবল দিয়ে চলছে এ হাসপাতালটিএখন পর্যন্ত পাঁচ দফায় ১৬০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ নিয়েছেনএর মধ্যে হাসপাতালে যুক্ত হয়েছেন মাত্র ৩২ জনএতে ক্ষুদ্ধ হয়ে প্রশিক্ষণই বন্ধ করে দিয়েছে কোরিয়াএদিকে সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য প্রায় ছয় হাজার যন্ত্র বিএসএমএমইউ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছেতবে এ যন্ত্র চালানোর মতো দক্ষ জনবল নেইএসব যন্ত্র দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় যে কোনো সময় এগুলো বিকল হয়ে যেতে পারেআর এসব যন্ত্র ব্যবহার না হওয়ায় বেশি ভুগছে দরিদ্র রোগীবেসরকারি হাসপাতালে বেশি টাকা খরচ করে চিকিৎসা নেওয়ার সামর্থ্য তাদের নেইকোরিয়ার সরকার ২০২১ সালের মধ্যে সেবা চালু করার কথা বলেছিলএ কারণে প্রস্তুতি ছাড়াই উদ্বোধন করা হয়েছেবর্তমান প্রশাসনের উচিত দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালু করাএ ক্ষেত্রে দুই থেকে তিন বছরের জন্য কোরিয়া থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী এনে প্রশিক্ষণ দেওয়া যেতে পারেঅন্যদিকে সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্তমান পরিচালক বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান জানান, জনবল নিয়োগে শুরু থেকেই জটিলতা ছিলব্যবস্থাপনায়ও ছিল কিছু ভুলত্রুটিনতুন করে আইনি কাঠামো তৈরি করে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছেএটি অনুমোদন হলে হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু করা যাবেএ ব্যাপারে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক জানান, সাবেক ভিসির সময়ে চিকিৎসক নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠেএটির তদন্ত চলছেজনবল নিয়োগ আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছেএটি সমাধানে কাজ চলছেদ্রুত সময়ে বড় নিয়োগ আসবেএ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সমস্যা ও অনিয়মের কথা শুনেছি, বিশেষ করে জনবল নিয়োগেএ কারণে এখনও পূর্ণাঙ্গরূপে এটি চালু করা যায়নিসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছেতবে সবকিছু রাতারাতি পরিবর্তন হবে না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ