
অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন শাহরুখ খান?


বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্র যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানে হবে নায়কের অস্ত্রোপচার? হুট করে কী এমন হয়েছে নায়কের? ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, সবশেষ শাহরুখকে দেখা গেছে ফারহা খানের মায়ের দাফনে। সেখানে তাঁর চোখে ছিল রোদচশমা। এ ছাড়া অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানেও রোদচশমা পরেই হাজির ছিলেন কিং খান। সারা দিন এই রোদচশমা ব্যবহারের কারণ হিসাবে গণমাধ্যমটি জানাচ্ছে, চোখের সমস্যায় আক্রান্ত শাহরুখ। গণমাধ্যমটি প্রতিবেদনে দাবি করেছে, বাঁ চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে খানের। মুম্বাইয়ে চোখের চিকিৎসা করিয়ে সুরাহা না হওয়ায় অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। ‘পাঠান’ ও ‘জওয়ান’ এর ফের অ্যাকশন সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন কিং খান। নতুন সিনেমা নাম ‘কিং’, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা। পরিচালক সুজয় ঘোষ। প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ। খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। লন্ডনে নাকি সিনেমাটির শুটিংও শুরু করে দিয়েছেন তাঁরা।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ