ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

আগস্টে ৬টি সিনেমা মুক্তি পাবে?

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ০৬:৪৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ০৬:৪৬:১৮ অপরাহ্ন
আগস্টে ৬টি সিনেমা মুক্তি পাবে?
বিনোদন ডেস্ক
দুই সপ্তাহ ধরে চলছে রাজনৈতিক অস্থিরতাসারা দেশের বেশির ভাগ সিনেমা হল বন্ধআগামী মাসে (২ থেকে ২৩ আগস্ট পর্যন্ত) মুক্তির জন্য ছয়টি ছবি চূড়ান্ত ছিলশেষ পর্যন্ত ছবিগুলো কি মুক্তি পাবে? খোঁজ নিয়েছেন সুদীপ কুমার দীপ
আসছে না নন্দিনী
এক মাস আগেই পরিচালক সোয়াইবুর রহমান রাসেল ঘোষণা দিয়েছিলেন ২ আগস্ট নন্দিনীমুক্তি দেবেনভারতের ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে ছবিটির প্রধান চরিত্রে আছেন বাংলাদেশের নাজিরা মৌএর মধ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে নন্দিনীর পোস্টার-ব্যানার পাঠিয়েছেন রাসেলসামাজিক যোগাযোগমাধ্যমেও চালিয়েছেন প্রচারণাতবে গত রোববার সিদ্ধান্ত নিয়েছেন ২ আগস্ট ছবিটি মুক্তি না দেওয়াররাসেল বলেন, ‘আমরা যে প্রেক্ষাগৃহগুলো চূড়ান্ত করেছিলাম সেগুলো এখন বন্ধদেশের যে পরিস্থিতি দেখছি, মনে হচ্ছে ২ আগস্ট প্রেক্ষাগৃহগুলো খুলবে নাতাহলে আমরা ছবি চালাব কোথায়? সিদ্ধান্ত নিয়েছি আগস্টের শেষ সপ্তাহে মুক্তি দেওয়ারপ্রযোজক সমিতির কাছে অনুমতি পাব কি না জানি নাকারণ অন্য কোনো ছবি সে সপ্তাহে মুক্তি পাওয়ার কথা থাকলে তো আমাকে ডেট দেওয়া হবে নাসে ক্ষেত্রে হয়তো সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন করে ডেট নেব
পেছাবে না অমানুষ হলো মানুষ
মনতাজুর রহমান আকবের অমানুষ হলো মানুষমুক্তি পাবে ৯ আগস্টঅভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল গত রোববার নিশ্চিত করেছেন, নির্ধারিত দিনেই প্রেক্ষাগৃহে আসবে ছবিটিডিপজল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মৌ খান, জয় চৌধুরীসহ অনেকেডিপজল বলেন, ‘আমি ৩০টির মতো প্রেক্ষাগৃহ চূড়ান্ত করেছিএখন আর পেছানোর উপায় নেইতা ছাড়া ঈদের পর থেকে প্রেক্ষাগৃহ মালিকরা নতুন ছবির অপেক্ষায়আমি পেশাদার প্রযোজক ও পরিচালকআমার নিজেরও প্রেক্ষাগৃহ ছিলনতুন ছবির অভাবটা বুঝিতাই সিদ্ধান্ত নিয়েছি নির্ধারিত দিনেই ছবি মুক্তি দেওয়ারআশা করছি, চলমান ইস্যু দ্রুত শেষ হবেদু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে
অনিশ্চিত পদাতিক, বান্ধব ও হুরমতি
১৬ আগস্ট বাংলাদেশে আমদানিনীতিতে মুক্তি পাওয়ার কথা পশ্চিমবঙ্গের পদাতিকসৃজিত মুখার্জির এই ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরীবাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছবিটি পরিবেশনের দায়িত্ব পেয়েছেতবে শেষ পর্যন্ত ১৬ আগস্ট পদাতিকমুক্তি দিতে পারবেন কি না তা নিয়ে সন্দিহান প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজগত রোববার তিনি বলেন, ‘আমরা সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুতকিন্তু দেশের চলমান পরিস্থিতি শান্ত না হলে কিছুই করা যাচ্ছে নাযদি অস্থির অবস্থা না থাকে তাহলে অবশ্যই ১৬ আগস্ট ছবিটি বাংলাদেশে মুক্তি দেবপ্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও হয়েছেতাঁরা ছবিটি চালানোর ব্যাপারে আগ্রহীএকই দিনে আরো দুই দেশি ছবি বান্ধবহুরমতিমুক্তি পাওয়ার কথা ছিলএই ছবি দুটি নিয়ে অনিশ্চয়তায় আছেন প্রযোজকরাবান্ধবছবির প্রযোজক অনুপ বড়ুয়া বলেন, ‘সব কাজ গুছিয়ে এনেছিপোস্টার-ব্যানার তৈরি করেছিএরইমধ্যে অনিশ্চয়তায় পড়ে গেলামপ্রেক্ষাগৃহে দর্শক আসবে কিভাবে এ অবস্থায়! আমার মনে হচ্ছে, ১৬ আগস্টেই ছবিটি মুক্তি দিতে পারব’ ‘হুরমতিপরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন শবনম পারভীনতিনি প্রযোজক সমিতির রেজিস্টার সৌমেন রায় বাবুকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিটি মুক্তি দেবেন, নইলে এক মাস পেছাবেন
আসবে কিশোর গ্যাং
আব্দুল মান্নানের কিশোর গ্যাং’-এ অভিনয় করেছে একদল নতুন মুখছবিটি কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে যায়তখনই মান্নান জানান, ২৩ আগস্ট মুক্তি দেবেনগত রোববার তিনি বলেন, ‘আমার মনে হয় না এই পরিস্থিতি ২৩ আগস্ট পর্যন্ত থাকবেনির্ধারিত দিনেই ছবিটি মুক্তি দিতে পারবআমার প্রযোজকও আর অপেক্ষা করতে চান না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য